একটা বিষয় নিয়ে যখন আসেপাশের সবাই কাজ করে, এবং সবার যখন একই লক্ষ্য থাকে, তখন কম্পিটিশন অনেক বেড়ে যায়।
ধরুন ক্রিকেট অথবা ফুটবল।
একটা দলে ১১ জন খেলে। কারোর কি প্রতিভার কোন কমতি আছে?
দেশের সবার থেকে বাছাই করা সেরা ১১ জনই খেলে একটা দল হিসেবে।
কিন্তু এই দলের সবাই কি ভালো খেলে?
না খেলে না। মোটের উপর ৩ – ৪ জন ভালো খেলে এই ১১ জন থেকে।
এই ৩ – ৪ জন কারা?
যারা তাদের সামর্থের ১১০% দিয়ে খেলে।
এবং এরাই সব ক্ষেত্রে সফল হয়। খেলার ভিতরে, বাইরে সব খানে এদেরই জয়জয়কার।
এখানে লক্ষ্য করুন, আমি কিন্তু ১০০% এফোর্ট এর কথা বলি নাই। আমি বলেছি ১১০% এর কথা।
তার মানে যারা তাদের টোটাল সামর্থ্যের ১০০% এর ও বেশি প্রয়োগ করবে; তারাই অন্য সবার থেকে আলাদা থাকবে। তাদের গুরুত্ব থাকবে সবার কাছে একটু আলাদা করে।
এখন এটা খেলার মাঠেই হউক, আর আমাদের নিস সাইট বিজনেসেই হউক।
১১০% প্রচেষ্টার কোন বিকল্প নেই এই মার্কেটে টিকে থাকতে হলে।
এক্সাক্ট সেইম নিসে, হাজারো মারকেটারের ভিড়ে আপনি নিজেকে আলাদা করতে চান গুগলের চোখে? ১১০% দিন।
তাহলে আসুন জেনেনি কি করে অনলাইন এ সফল হবেন ;
ওয়েব সাইট টিপস:
১। ডোমেইন করবেন
২। হোস্টিং নিবেন
৩। ওয়েবসাইটকে প্রফেশনালী বিল্ড করবেন
৪। স্পিড ইস্যু সমাধান করবেন
SEO টিপস :
১। SEO তে সময় দিন
২। ধীরে প্রফিটেবল সাইট গড়ে তুলুন
৩। সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস :
৪। আপনার বিসনেস রিলেটেড সোশ্যাল নেটওয়ার্ক গড়ে তুলুন
৫। কখনোই অতিরিক্ত বিসনেস প্রমোশন করবেন না
কনটেন্ট মার্কেটিং :
১। ভালো কনটেন্ট পাবলিশড করুন
২। কম্পেটিটর থেকে কনটেন্ট বড় দিন
৩। কনন্টেন্ট মার্কেটিং করুন
এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে – আপনি কি আপনার সামর্থ্যের ১১০% দিচ্ছেন আপনার করা নিস সাইটটাতে?
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
- গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে? - November 6, 2021