আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন, আজকে আমি আপনাদের সামনে গল্পে গল্পে এএমপি নিয়ে আলোচনা করবো? সে সম্পরকেআলোচনা করবো। বন্ধুরা গত পর্বগুলোতে আমরা জেনেছিঃ
- এসইও কি?
- এসইও কেন করবেন?
- কিভাবে গুগল তার সার্চ রেজাল্ট দেখায় ?
- রাঙ্কিং ফ্যাক্টর কি?
- অ্যালগোরিদম কি?
- এসইও কত প্রকার ও কি কি?
- ব্ল্যাক হ্যাট এসইওকি?
- হোয়াইট হ্যাট এসইওকি?
- গ্রে হ্যাট এসইওকি?
- অন পেজ এসইও কি?
- অফ পেজ এসইও কি ?
- কিওয়ার্ড রিসার্চ কি, কিভাবে গুগল কিওয়ার্ড প্লানার ইউস করে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন
- সেমরাস দিয়ে কিভাবে ইউস করে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন
- সেমরাস দিয়ে কিভাবে নিস সাইট এর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন?
- ওয়ার্ডপ্রেস কিভাবে ইন্সটল করবেন ।
- কিভাবে থিম ইন্সবেটল করন ।
- কিভাবে SSL কিনবেন ও ইন্সটল করবেন
- অন পেজ এসইও কি
- অন পেজ এসইও এর কিছু গুরুত্বপূর্ণ পার্ট
তো যাওয়া যাক আমাদের আজকের পর্বে।
করিম তারপরের দিন গেল আইটি এক্সপার্ট ভাই এর কাছে এএমপি নিয়ে আলোচনা করবো কি তা জানবার জন্য ।
করিমঃ ভাই ভাল আছেন?
আইটি এক্সপার্টঃ জি ভাল আছি, আপনি ভাল আছেন তো?
করিমঃ ভাই এএমপি কিছু নিয়ে বলুন?
আইটি এক্সপার্টঃ চলুন আমরা এএমপি নিয়ে কিছু বেসিক জানি ।
AMP(Accelerated Mobile Pages). এএমপি সর্বপ্রথম গুগল ফেব্রুয়ারী ২০১৬ সালে চালু করে । এটি এর চালু করার পিছনে মুল লক্ষ্য উদ্দেশ্য ছিল যাতে করে সকল মোবাইল ডিভাইসে সকল ওয়েবসাইট কে দ্রুত লোড করা যায় । যাতে করে মোবাইল ডিভাইসের ইউজার গন লোড জনিত প্রবলেম না ফেইস করে সেই উদ্দেশে ২০১৬ সালের ফেব্রুয়ারীতে প্রথম গুগল এএমপি এর প্রচলন শুরু করে ।
রহিম : AMP কি ভাই?
আইটি এক্সপার্টঃ AMP মোবাইল ব্রাউসিং এর জন্য সৃষ্ট দ্রুত মাধ্যম। এটি মোবাইল এ ব্রাউসিং এ দ্রুততমভাবে পেজ দেখতে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ আপনার ওয়েবপেজ আরো দ্রুততার সাথে ব্যাবহারকারীর সামনে আনতে হলে AMP ব্যবহার করলে সহজ হয়ে যাবে।
গুগল এর ভাষায়,“এটি মোবাইল ওয়েব পারফরমেন্স নাটকীয় ভাবে বৃদ্ধি করে থাকে।” এইরকম বলার কারণ হচ্ছে জরিপে দেখা গেছে ৫৩% মানুষ তার স্মার্ট ফোন দিয়ে ব্রাউস করতে অভ্যস্ত তাই গুগল চায় বড় বড় ওয়েব পেজ যাতে খুব দ্রুত লোড হতে পারে আর ব্যবহারকারীরা যাতে সন্তুষ্ট থাকে।
করিম : AMP কেন করবো ?
আইটি এক্সপার্ট : গুগল AMP একদমই ফ্রিতে দিচ্ছে। AMP দিয়ে আপনি আনলিমিটেড ওয়েবপেজকে মোবাইল ফ্রিয়ান্ডলী করতে পারবেন। ফ্রি ও গুগল প্ৰাধান্য দেয়াতে ওয়েবসাইট মালিকরা AMP ব্যবহার করতে উৎসাহ পাচ্ছে। আর এইটা একটা রাঙ্কিং ফ্যাক্টর হিসেবেও কাজ করে থাকে তাছাড়া গুগল AMP করা সাইটকে সার্চ রেজাল্ট এ অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। তাই ওয়েবসাইট এর পারফর্মেন্স এর কথা চিন্তা করলেও আমাদের AMP করতেই হচ্ছে।
এএমপি চালু ওয়েবসাইট দেখে কিভাবে বুঝবেন,নিচের ছবিটি লক্ষ্য করুন ।

উপরের ছবি এর মতন করে সবার প্রথমে এএমপি লিখা দেখাবে যেই ওয়েবসাইট গুলোতে এএমপি সেট করা রয়েছে ।
করিমঃ ভাই কিভাবে এএমপি সেট করতে হয়?
আইটি এক্সপার্টঃ চল তাহলে এএমপি কিভাবে সেট করতে হয় তাই দেখি ।
আমি তোমাকে ইয়ুস্ত প্লাগিন দিয়ে এএমপি সেট করে দেখাচ্ছি ।
প্রথমে এই লিংকে গিয়ে প্লাগিন টা ইন্সটল করবে https://wordpress.org/plugins/glue-for-yoast-seo-amp/
তারপর ড্যাশবোর্ড এর বামের এসইও লিখা জাইগায় ক্লিক করবে, নিচের দিকে লক্ষ্য করলে দেখবে এএমপি নামে একটা অপশন রয়েছে তাতে ক্লিক করবে । নিচের ছবিটি লক্ষ্য করুন ।

তারপর তুমি পোস্ট এনাবেল করে দিবে ।তারপর তুমি পেজ ও মিডিয়া ডিসঅ্যাবল করে সেভ করে দিবেন ।
আপনি চাইলে এএমপি তে রঙ ও ছবি বাছাই করে দিতে পারবেন ।
নিচের ছবিটি লক্ষ্য করুন ।

এইখানের দেখানো ছবিতে চাইলে আপনি আপনার ছবি রঙ সবাই বাছাই করে দিতে পারবেন ।
তারপর সেভ করে দিবেন । তাহলে আপনার এএমপি সেট আপ হইয়া যাবে ।
চাইলে আপনি আপনার এএমপি কে গুগল অ্যানালিটিকস দ্বারা ট্র্যাক করতে পারবেন ।কি ভাই বুঝতে পারছেন ।
করিমঃ জি ভাই বুঝতে পারছি । ওকে ভাই আজকে আসি কালকে আবার দেখা হবে ।
আইটি এক্সপার্টঃ ওকে ভাই, আল্লাহ হাফেজ।
করিমঃআল্লাহ হাফেজ।
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
- গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে? - November 6, 2021
ধন্যবাদ। দারুন একটি বিষয় জানতে পেরেছি। আশা করি, এই তথ্যটি আগামীতে আমার কাজে লাগবে।
Search Console
AMP issues detected on https://bnanews.com.bd/
To the owner of https://bnanews.com.bd/:
Search Console has identified that your site is affected by 1 AMP issues:
Top Warnings
Warnings are suggestions for improvement. Some warnings can affect your appearance on Search; some might be reclassified as errors in the future. The following warnings were found on your site:
Error in required structured data element
We recommend that you fix these issues when possible to enable the best experience and coverage in Google Search.
How can i fix AMP issues
Error in required structured data element – এইখানে আরও তথ্য জানতে হবে যে এক্সাক্টলি কি কি এরর পেয়েছে আপনার সাইটে। ওগুলোর স্ক্রিনশট দিলে একটা সমাধান দেয়া যেতো। @Syed Golam Nabi
আমি পোস্টে আগের একটি পোস্টের লিংক দিয়েছি। সে সাথে একজনের যার নামে নিউজ করা তার ফেসবুকের লিংক বসিয়েছি।
সমস্যা কি হল বুঝতে পারলাম না।
How can i attache screenshort here ,no option.