কিভাবে করে এলএসআই কিওয়ার্ড খুঁজে পাবেন ?

আসালামু আলাইকুম। সবাই কেমন আছেন , আশা করছি নিশ্চয়ই ভাল আছেন । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে করে এলএসআই কিওয়ার্ড খুজে পাবেন ও কোথায় এটি ইউস করবেন । চলুন তাহলে আমাদের মুল পোস্টে যাওয়া যাক ।

আমরা সব সময় চাই খুব তাড়াতাড়ি কিওয়ার্ড কে রাঙ্ক করাতে সার্চ ইঞ্জিন এর রেজাল্ট পেজে ।  সিড কিওয়ার্ড এর জন্য রাঙ্ক করা টা প্রথমে একটু কঠিন হয়ে যায় । তার জন্য আমরা লংটেল কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ড ইউস করে খুব তাড়াতাড়ি কিওয়ার্ডকে রাঙ্ক করাতে পারি সার্চ ইঞ্জিন এর রেজাল্ট পেজে ।
কারন এই গুলি নিয়ে সচারচার অনেক মার্কেটারগনই কাজ করে না। তাই আমরা এই সুযোগের সদ্ব্যবহার করতে পারি । তাহলে জানা যাক কিভাবে করে এলএসআই কিওয়ার্ড খুজে পাবেন ও কোথায় এটি ইউস করবেন ।

প্রথমে জানি এলএসআই কিওয়ার্ড কি?

এলএসআই (LSI) কিওয়ার্ড এর পুনাঙ্গরূপ হচ্ছে এটি- Latent Semantic Indexing ।
Latent Semantic Indexing এর যদি আমরা বাংলা বিশ্লেষণ করি তার মানে দ্বারায় অপ্রচলিত রিলেটেড নিবন্ধিত । তার মানে দাঁড়াচ্ছে যে- যেই কিওয়ার্ড গুলো টার্গেটেড কিওয়ার্ড এর সাথে রিলেটেড কিন্তু অপ্রচলিত সেই কিওয়ার্ড গুলো যেই গুলো ইনডেক্স হয়ে আছে সার্চ ইঞ্জিন এর কাছে তাই হচ্ছে এলএসআই কিওয়ার্ড ।

এবার জানা যাক কিভাবে এলএসআই কিওয়ার্ড খুঁজে পাওয়া যায় ।

যেসকল বিষয় খেয়াল করবেন :

আপনি একটা বিষয় মাথায় রাখবেন অবশ্যই এলএসআই নেবার সময় আপনি আপনার কনটেন্ট এর টপিক এর সাথে হেডিং সাব হেডিং দিতে পারবেন এমন এলএসআই নিবেন যাতে করে আপনি সহজেই সীড কীওয়ার্ডকে সাপোর্ট দিতে পারেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন আপনার এলএসআই কীওয়ার্ড অবশ্যই সার্চ ভলিউম থাকতে হবে যাতে আপনি সীড কীওয়ার্ড দিয়ে রাঙ্ক করতে না পারলেও আপনার এলএসআই কীওয়ার্ড রাঙ্ক করে যায়। আর আপনার যদি এডসেন্স সাইট হয় তবে অবশ্যই সিপিসি তাও দেখবেন।

গুগল রিলেটেড সার্চ থেকেও আপনি এলএসআই কীওয়ার্ড পেতে পারেন। ধরেন আপনি ডেনিম জিন্স নিয়ে সার্চ করলেন এখন গুগল এ সার্চ বাক্স এ আপনি এন্টার চাপার আগে দেখবেন অনেক রিলেটেড সাজেস্ট করছে। ঐখান থেকেও আপনি সার্চ ভলিউম অনুযায়ী নিতে পারেন বা আপনার কনটেন্ট এর রিলেটেড কীওয়ার্ড নিবেন। অথবা আপনি নিচে রিলেটেড সার্চ থেকেও নিতে পারেন।

অন্য আরেকটি সোর্স থেকে আপনি এলএসআই কীওয়ার্ড নিতে পারেন তা হচ্ছে কীওয়ার্ড এভরিওহার। কীওয়ার্ড এভরিওহার আপনি এক্সটেনশন হিসেবে পাবেন ক্রোম বা মোজিলা ফায়ার ফক্স এ। আপনি কীওয়ার্ড এভরিওহার সেট করার পর গুগলে যখন কিছু সার্চ করবেন আপনাকে সার্চ রেজাল্ট এর সাথে সাথে ডান পাশে কীওয়ার্ড এভরিওহার লিস্ট দেখাবে সার্চ ভলিউম ও সিপিসি সহ। আপনি চাইলে কীওয়ার্ড এভরিওহার এর ডাটা ও ব্যবহার করতে পারেন ভালো এলএসআই কীওয়ার্ড এর জন্য।

কিভাবে এলএসআই কিওয়ার্ড খুঁজে পাবেন

আমরা কিভাবে এলএসআই কিওয়ার্ড খুঁজে পাবো আমরা চাইলে খুব সহজে ফ্রী কিছু টুলস দিয়ে আমরা এলএসআই কিওয়ার্ড খুঁজে পেতে পারি । আমার ইউস করা সেরা ৫ টুলস এর নাম আমি নিচে দিয়ে দিচ্ছি , সেই সাথে একটা টুলস থেকে কিভাবে এলএসআই কিওয়ার্ড খুঁজে পাবেন  দেখিয়ে দিব আমি ।
এলএসআই কিওয়ার্ড টুলস
• LSI Graph
• Keyword Gen
• Twinword
• Ultimatekeywordhunter
Ubersuggest

কিভাবে এলএসআই কিওয়ার্ড খুঁজে পাবেন LSI Graph ইউস করার মাধ্যমে

সবার প্রথমে আপনাকে LSI Graph এর ওয়েবসাইটে যেতে হবে ।
LSI Graph এর ওয়েবসাইটে যেতেঃ https://lsigraph.com/
তারপর আপনি আপনার কিওয়ার্ড লিখে সার্চ করবেন । আমি এক্সাম্পল হিসেবে এলএসআই কিওয়ার্ড লিখে সার্চ করছি । আপনাকে ক্যাপচা পূর্ণ করে তারপর সার্চ বাটন প্রেস করতে হবে । উপরের বর্ণনা এর ফলাফল নিচের ছবিতে লক্ষ্য করুন ।

Lsi 1
  • Save

আপনি সার্চ বাটন প্রেস করার পর আপনার সামনে এমন করে কিওয়ার্ড আসতে থাকবে । আপনি চাইলে Cntrl + C দিয়ে কপি করতে পারেন । উপরের বর্ণনা এর ফলাফল নিচের ছবিতে লক্ষ্য করুন ।

Lsi 2
  • Save

তারপর আপনি একটা এক্সেলে নিয়ে নিবেন তাহলেই আপনি পেয়ে গেলেন আপনার বহুল কাঙ্ক্ষিত এলএসআই কিওয়ার্ড ।
কিভাবে এলএসআই কিওয়ার্ড ইউস করতে হয় ।
ভাবছেন যে আমি এলএসআই কিওয়ার্ড খুঁজে বের করলাম কই কই এটা ইউস করতে পারব তা আমি বলি নাই । আপনি নিচের ৭ জাইগা গুলোতে এলএসআই কিওয়ার্ড ইউস করতে পারবেন ।
• টাইটেল ট্যাগ (Title Tag)
• ডিসক্রিবশন ট্যাগ (Description Tag)
• হেডার ট্যাগ (Header Tags)
• ইউআরএল (URL)
• লিংক (Anchor Texts)
• কনটেন্ট এর প্রথম ও শেষ প্যারাতে (First and last paragraph)
• অলটার ট্যাগ (ALT Tag)

কি তাহলে আপনার আজকে জানা হয়ে গেল এলএসআই কিওয়ার্ড কি, কিভাবে এলএসআই কিওয়ার্ড খুঁজে পাবেন ও কোথায় এলএসআই কিওয়ার্ড ইউস করবেন ।

আপনার যে কোন প্রশ্ন, সমস্যা, অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে ২ ভাবে মেইল ও কমেন্ট এর মাধ্যমে । কমেন্ট এর মাধ্যমে হেল্প চাইলে নিচে কমেন্ট করুন। মেইল এর মাধ্যমে যোগাযোগ করতে চাইলে আমাদের কনটাক আস পেজ যোগাযোগ করতে পারেন ।

আজ যাচ্ছি আগামী কোন লিখাতে আপনাদের সামনে হাজির হব নতুন কোন এসইও ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কোন নতুন কোন পার্ট নিয়ে । আল্লাহ হাফেজ ।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

1 thought on “কিভাবে করে এলএসআই কিওয়ার্ড খুঁজে পাবেন ?”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap