এ জার্নি টু বিকাম এ কন্টেন্ট রাইটারঃ

প্রতিটি স্টেপ সাজিয়ে লেখার চেষ্টা করব সাথে বলব কিছু নিঞ্জা টেকনিক (সলিউশন) অনেকটা SWOT analysis.

শুরুতেই জেনে নেই একজন রাইটার এর রাইটিং প্রসেসগুলোএকজন রাইটার তিন চারটি ধাপ অতিক্রম করে

রিডিং>>রিসার্চিং>>ড্রাফটিং>>এডিটিং সব শেষে একটা ফাইনাল পিস দাড়ায়। এর মধ্যে আছে এস,ই,ও এর কিছু বিষয় এইগুলো কে খুব বেশি পাত্তা দেয়ার দরকার নেই, এইটা দুই-এক ঘন্টায় রপ্ত করে ফেলতে পারবেন তবে রাইটিং শেখা দীর্ঘমেয়াদি তাই স্টিক টু দিস।

  • Save

১, রাইটার হবার আগে রিডার হই

Good Readers become Good Writers! Great Writers are Great Readers!শুরু করতে গেলে অনেক কষ্ট হয় ধরুন একজন মোটা মানুষ যদি প্রথম দিন ব্যায়াম করেন তার অনেক কষ্ট হবে কিন্ত তার শরীর এটা মানিয়ে নেয় দিন যেতে যেতে। তেমনি যখন অনেক আইডিয়া আর সেন্টেন্স মেকিং করতে আপনি শুরু করবেন তখন আপনার মাথা স্ট্রেসড-আউট হবেই।সলিউশনশুরুতে বলছি টাইম ম্যানেজমেন্ট এর কথা,

আপনি যদি প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে পড়তে না বসেন তবে আপনার মধ্যে সিরিয়াসনেস কাজ করবে না। যেহেতু রিডিং হ্যাবিট টা গ্রো করতে চাচ্ছেন আপনার জন্য দ্যা মিরাকল মর্নিং বইটি সাজেস্ট করছি কারন লার্নিং এর জন্য আর্লি মর্নিং ইজ দ্যা বেস্ট।

আপনি যখন একজন ভালো পাঠক হবেন তখন ধরতে পারবেন একজন রাইটার এর আসল অস্ত্র হচ্ছে এইটিঃ

Show, Don’t tell.

  • Save
show don’t tell!

Telling: It was late fallShowing: Leaves crunched beneath his feetTelling: It was coldShowing: He tightened his collar and turned his face from the biting windAnton

Chekov said- “Don’t tell me the moon is shining, show me the glint of light on broken glass

“রাইটিং মুড হচ্ছে একটি আবহাওয়া তৈরি করে দেয় যেন আপনি কল্পনায় গিয়ে একটা ভিজুয়ালাইজেশন করতে পারেন। উপরের সেন্টেন্সগুলোর বৈসাদৃশ্য (Contrast) দেখে বুঝতে পেরেছেন আশা করি।

২। ছোট করে শুরু করেন- START SMALL

কাজ যত কঠিন হবে রপ্ত করা শুরুটা হবে তত সহজ। শুরুতে আপনি নিজেকে জানুন। রাইটিং একটা মিলিয়ন ডলার স্কিল দিন যত যাবে লেখার মান তত পরিমিত হবে। তাই, শুরুতে আপনার একটা বেসিক ইংলিশ দক্ষতা অর্জন করা জরুরিসলিউশনরিডিং হ্যাবিট তো আছে,

কিন্তু যদি সমস্যা হয় একদমই রুট লেভেল এ লাইক ইউ ডোন্ট নো হাউ টু পুট টুগেদার এ ফিউ ওয়ার্ডস অ্যান্ড মেইক এ মিনিং ফুল সেন্টেন্স, তবে আপনাকে পাড়ি দিতে আরেকটু লম্বা রাস্তা।গদ-বাধা বই না পড়ে প্রতিদিন সাব-টাইটেল সহ আপনার প্রিয় কোন চ্যানেল স্ট্রিম করুন

তবে আমার সাজেশান থাকল সার্কাজম আছে এমন কিছু কনজিউম করা ধরুন স্ট্যান্ড আপ কমেডি আর এটা যদি কষ্ট হয় তবে কার্টুন দেখুন আর হাসুন।

৩) লিখতে শুরু করেছেন তবে ফলো দ্যা কিস থিওরি

Kiss- Keep It So SimpleThe old man and the sea পড়েছেন? অনেকে হ্যামিংওয়ে কে ফলো করেন কারন তার লেখা ছিল সহজ, প্রানবন্ত এবং নিখুত নেই কোন বাহুল্য দোষ।

কিন্তু যখন আমরা লেখা লেখি শুরু করি আমাদের লেখা গুলো খুব বেশি একাডেমিক হয়ে পড়ে, চলে আসে কঠিন কঠিন শব্দ একদম মার মার কাট কাট অবস্থা!আমরা যখন বেশি কথা বলি আমাদের কথায় ভুল হবার প্রবণতা থাকে বেশি আর আমরা যখন বড় কমপ্লেক্স সেন্টেন্স মেইক করি তেমনি অনেক গুলো ভুল চলে আসে।

যেমন ধরুন-যদিও বলে দিচ্ছি কিস থিউরি হল সহজ ভাবে কিছু তুলে ধরা যেন রিডার সহজে বুঝতে পারে কিন্তু কাজটা আদৌ এত ইজি না।সলিউশনঃজেনে তো ফেললাম সিম্পল সেন্টেন্স বানাবো কিন্তু কিভাবে?ইজি সেন্টেন্স মেইকিং করলে অনেক সময় লেখা গুলো অনেক বেশি হেয়ালিপনা টাইপ হয়ে যায় যেমন ধরুন

My name is Imran. I am from Comilla and I love gardening. Also, I love to read books and learn new things.

সব গুলো সিম্পল সেন্টেন্স কিন্তু পড়তে বোরিং লাগছে কারন সেন্টেন্স এ কোন ফ্লো নেই, কিন্তু যদি একই বিষয় টা এমন ভাবে লেখা যায় যেন একটা গল্পের রুপ পায় সাথে রিডার এর সাথে কমিউনিকেশন হয়, তবে?

Hi, this is Imran. Different people at different phases in their life come to know their different types of hobbies, and so did I.

My hobby is gardening, I love to see sprouts and big twigs both. Oftentimes, I love reading books sitting beside the parked rocking chair in front of my garden.

৪) শব্দ ভান্ডার গড়ে তুলুনঃ

এক দেশে একরাজা ছিল সে সাতশটি হাতি জোগার করতে শুরু করল পাশের দেশের রাজা কিছুই ছিল না তাই সে ভয়ে থাকতো কবে না যেন হাতির পাল এসে তার রাজ্যে হানা দেয়। একদিন সে জানতে পারল তার দেশে আছে এমন পাহাড় যেখানে পাথর এর স্তুপ আছে সে কি করল একটি দূর্গ বানাল যেন সে নিজেকে হাতির পাল থেকে বাচাতে পাড়ে।হাতির পাল নাকি পাথর এর দ্বারা নির্মিত দুর্গ কোনটি বেশি ইফেক্টিভ?

অবশ্যই পাথর এর গড়া দুর্গ, ঠিক তেমনি আপনাকে শব্দের স্তুপ দিয়ে একটি বিশাল প্রাচীর বানাতে হবে এবং জানতে হবে এই শব্দ গুলো কিভাবে ইউজ করবেন। তেম্নি আমাদের জানা উচিত কি ভাবে সঠিক শব্দ ভান্ডার সাজাতে হয়।আর আমরা সব থেকে বেশি হোচট খাই কোথায় জানেন? বেশি শব্দ ইউজ করতে গিয়ে আমরা ভুলেই যাই এটি মূখস্থ করলে কাজ শেষ হবে না সাথে জানতে হবে এর সঠিক ব্যবহার ।

উদাহরন দেই

খুব ইজি ৩ টি সমার্থক শব্দ নিয়ে- Nice/Beautiful/Decent.
He has a decent personality.
She is a beautiful lady with her cat’s eyes.
Nice approach, I like it man!

এখন আপনি এই তিনটি শব্দ কে আলাদা করে অন্য সেন্টেন্স এ আনেন ধরুন She is nice lady…. Or he has a beautiful personality…

কি মনে হচ্ছে?

দেখুন অর্থ এক হওয়া মানে এই নয় আপনি একটি সমার্থক শব্দের জন্য অপর টি কে অনায়সে বসিয়ে দিবেন। They won’t fit at all.কারনঃ বিউটিফুল তো লেডি হয় আর পার্সোনালিটি তো ডিসেন্ট হয় ছেলেদের, তাই না?এমন আরো কিছু বিষয় নিয়ে সামনে লিখার চেষ্টা করব আশা করি যারা একদম বিগেনার আপনাদের জন্য এই বিষয় গুলো কাজে আসবে।

একজন এস, ই, ও কপিরাইটার হতে হলে আপনাকে যে বিষয়গুলো নিয়ে পড়াশুনা করতে হবে। মূল আলোচনা শুরু করার আগে আপনার টোটাল এস,ই,ও কপিরাইটিং জার্নি তে যে বিষয়গুলো বেশি বেশি সার্চ করে জেনে নিবেন তার একটা লিস্ট দিচ্ছিঃ

1, Long-tail keyword

2. Semantic search

3. Google Search intent

4. Topical optimization

5. On-page optimization

6. SERP Results

7. Find Content gap

8. Seed keywords

9. Comprehensive search results

10. Google Search suggestion

11. Keyword placement

12. Readable content/ Content engagement

হামিংবার্ড এর আপডেট এর পর থেকে আজ পর্যন্ত যত দিন যাচ্ছে গুগল ততই স্মার্ট হয়ে যাচ্ছে। তাই তো গুগল এর এলগোরিদম ওলমোস্ট ৯০% একুইউরেট সার্চ ইন্টেন্ট পিক করতে পারে।আপনি কি লিখছেন আর আপনার আর্টিকেল এর রিয়েল ওডিয়ান্স বা রিডার কারা সেটি বুঝে লিখছেন তো?

গুগল নাকি মানুষের মন বুঝে আর্টকেল কে সার্চ রেজাল্ট এ শো করে কিন্তু এই কাজটা মোটেও সহজ ছিল না।

অনেক গুলো বছর এর রেগুলার আপডেট আর অনেক ডেটাবেইজ এর synchronization আজকের এই ফসল।কাজটি এস, ই, ও এক্সপার্ট দের কে আরো বেশি বেগ পেতে হচ্ছে, কারন আগের সেই রি-রাইট করা আর্টকেল গুলো আর টপ রেজাল্ট এ আসছে না।আর দিন দিন রাইটার দের জন্য ভালো মানের কন্টেন্ট লেখা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে।

কি আগে মনে হয়েছিল ইংরেজী এর জাহাজ হয়ে গেলে বুঝি ভাল রাইটার হয়ে যাবেন তাই না? আর এখন মনে হচ্ছে দিল্লি বহুত দূর হে।

1. Long-tail keyword:

বিলিয়নস অফ সার্চ রেজাল্ট থেকে ফিল্টার করে গুগল স্পেসিফিক সার্চ ইন্টেন্ট এর ফিল্টারাইজেশন করার প্রক্রিয়া হচ্ছে এটি। এই এলগরিদম এর কাজ হচ্ছে ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং কে কাজে লাগিয়ে একটি ব্রড টপিক এর ভেতরে ঢুকে যাওয়া।

ধরুন Flower লিখে যদি সার্চ করেন তবে সেটি হবে সব থেকে ব্রড একটা টপিক আর যদি best flower লিখে সার্চ করেন তবে সেটি অপেক্ষাকৃত কম ব্রড হবে এভাবে যত বড় করবেন সেটি একটি ফোকাস/মেইন কিওয়ার্ড থেকে বড় হয়ে লং টেইল কিওয়ার্ড এ পরিনত হবে।

2. আসুন জেনে নেই, সিমেন্টিক সার্চ রেজাল্ট কি?

সিমেন্টিক কিওয়ার্ড কে ভাল করে কাজে লাগাতে হলে শুধুমাত্র ফোকাস কিওয়ার্ড এ না বসে থেকে সেকেন্ডারি কী ওয়ার্ড এ এক্সপ্লোর করতে হবে সাথে সার্চ ইন্টেন্ট বুঝে বুঝে প্লেসমেন্ট করতে হবে।মজার বিষয় হচ্ছে এটি অনেক সময় সাব-কনশাস বা আপনার অবচেতন মন থেকে সার্চ করতে করতে আর্টকেলে প্লেসমেন্ট হয়ে যাবে।সিমেন্টিক সার্চ হচ্ছে একটি নির্দিষ্ট সার্চ ইন্টেন্ট কে স্পেসিফাই করে বিভিন্ন লং টেইল কিওয়ার্ড কে সেই সার্চ ইন্টেন্ট এর সাথে জুড়ে দেয়া।

3. GOOGLE SEARCH INTENT :

বিষয়টি বুঝার জন্য How to tie a knot লিখে সার্চ করুন দেখবেন এটা দিয়ে সার্চ করলে গুগল আপনাকে এর সাথে আরো অনেক লং-টেইল কি-ওয়ার্ড সাজেস্ট করছে।বলুন তো কেন?উত্তর হচ্ছে গুগল আপনার সার্চ ইন্টেনশন জানতে চাচ্ছে আর তাই আপনি দেখতে পাচ্ছেন

how to tie a knot for a bracelethow to tie a knot with two endshow to tie a knot ropehow to tie a knot in threadhow to tie a knot to hang something

উপরের সার্চ সাজেশান গুলো আলাদা আলাদা সার্চ ইন্টেন্ট আছে এবং গুগল আপনাকে হেল্প করছে আপনার সার্চ ইন্টেন্ট অনুসারে আর্টকেল টি খুজে বের করতে।ফোকাস বা মেইন কিওয়ার্ড এ যে আর্টিকেল টি টপে আছে সেই আর্টকেল টপে থাকার মূল কারন হচ্ছে কন্টেন্ট এর টপিকেল অপ্টিমাইজেশান।

imran chowdhury
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap