কিভাবে করে গুগল থেকে ব্লগ কমেন্ট সাইট গুলো খুঁজে বের করতে পারবেন

আসালামু আলাইকুম। সবাই কেমন আছেন,আশা করছি নিশ্চয়ই ভাল আছেন ।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে করে একটা বিষয়ের উপর ব্লগ কমেন্ট সাইটের লিস্ট বানাতে পারেন।

ব্লগ কমেন্ট কি ?
ব্লগ কমেন্ট হচ্ছে আপনার নিস রিলেটেড সাইট থেকে আর্টিকেল এর নিচের কমেন্ট সেকশন থেকে কমেন্ট করে আপনার সাইট এর জন্য একটা লিংক করাকেই ব্লগ কমেন্ট বলে থাকে। আপনি যে ব্লগের আর্টিকেলে কমেন্ট করবেন ঐ কমেন্টটা অবশ্যই রিলেভেন্ট হতে হবে পোস্টের সাথে। আর ব্লগ কমেন্ট আপনার ব্যাকলিংকের এর পরিমান বৃদ্ধি করে থাকে। আসল কথা হচ্ছে, আপনার ব্লগের সাথে অন্য ব্লগের কানেকশন হচ্ছে ব্লগ কমেন্ট।
ব্লগ কমেন্ট এর গুরুত্ব :
অফ-পেজ এর মধ্যে অন্যতম ব্যাকলিংক হচ্ছে ব্লগ কমেন্টিং। আমরা যারা সহজেই লিংক পেতে চাই তাদের জন্য ব্লগ কমেন্ট অনেক বেশি পছন্দনীয় লিংকবিল্ডিং মেথডস গুলোর মধ্যে একটা। আর অন পেজ ঠিক থাকার পরেও অথরিটির জন্য কীওয়ার্ড রাঙ্ক হচ্ছে না তাহলে আপনার ব্যাকলিংক অত্যাবশ্যক হয়ে পরে।
আপনি যখন একটা নতুন কনটেন্ট দেন কিন্তু গুগল ইনডেক্স হচ্ছে না তখন কিন্তু আপনাকে ইনডেক্স করতে হলে ব্যাকলিংক করলে ডো-ফলো ব্যাকলিংক করতে হবে। তাহলে আপনি সহজেই ইনডেক্স করতে পারবেন।
ট্রাফিক এর দিক থেকে আপনি যদি ব্লগ কমেন্ট আপনি প্রাসঙ্গিক করতে পারেন তাহলে আপনি কিছুটা ট্রাফিক পাবেন কিন্তু যদি অপ্রাসঙ্গিক কমেন্ট করেন তাহলে কিন্তু না পাবার সম্ভাবনা বেশি। চেষ্টা করবেন কমেন্টটি যাতে স্প্যামি না হয় ও কমেন্টটা যাতে ৪/৫ লাইন এর হয়ে থাকে। আর চেষ্টা করবেন ১-৩ এর মধ্যে কমেন্ট করতে।

চলুন তাহলে দেখি কিভাবে করে গুগল থেকে ব্লগ কমেন্ট সাইট গুলো খুঁজে বের করতে পারবেন ।
সবার প্রথমে গুগলে সার্চ করুন নিচের স্টিং এক এক করে ।

blog comment
  • Save

• inurl: blog”guest house” comment query
• site:.com inurl:blog + “post a comment” + keyword
• site:.com inurl:blog + “post a comment” + commentluv enabled
• “Add comment” Your Keywords
• “Post comment” Your Keywords
• “Write comment” Your Keywords
• Your Keywords “leave a comment” / “leave comment”
• Your Keywords “Notify me of follow-up comments?”+”Submit the word you see below:”
• Your Keywords “Remember my personal information” + “Notify me of follow-up comments?”
• Your Keywords “Notify me of follow-up comments”
• Your Keywords “This site uses KeywordLuv”
• Your Keywords “Enable CommentLuv”
• Your Keywords “You can use these tags”
• Your Keywords “Powered by BlogEngine.NET”
• Your Keywords “Allowed HTML tags:”
• Your Keywords “top commenter”
• “Keyword” “Powered By Blogger”
• “Keyword” “Powered By WordPress”
• “Keyword” “Powered By Typepad”
• “Keyword” “Powered By Drupal”
• “Keyword” “Powered By Blogengine”
  • site:.com inurl:blog + “post a comment” + keyword
  • site:.com inurl:blog + “post a comment” + commentluv enabled
  • “Add comment” Your Keywords
  • “Post comment” Your Keywords
  • “Write comment” Your Keywords

এরপর আপনি এক একটা ওয়েবসাইটে ঢুকবেন তারপর কমেন্ট করবেন ।
কিভাবে কমেন্ট করছেন তাই নিয়ে একটু আলোচনা করা যাক ।

ব্লগ কমেন্ট করার নিয়ম
প্রথমে পোস্ট টা পড়বেন তারপর পোস্ট এর ভাল ও খারাপ দিক নিয়ে আলোচনা করবেন সেই সাথে ট্রাই করবেন যে আপনার কিওয়ার্ড টা নিয়ে আসতে কথার মাঝে তারপর আপনার কিওয়ার্ডকে অ্যাংকর টেক্সট করবেন । এইভাবে আপনি আপনার সাইট এর জন্য ব্লগ কমেন্ট করতে পারেন ।
ব্লগ কমেন্ট করার কিছু ভুল কাজ
• ডিরেক্ট ইউআরএল দেয়া
• নামের উপর ইউআরএল দেয়া
• টেম্প মেইল ইউস করা ।
• মেইলের ফলআপ না করা ।
• খালি নাইস, সুপার এই ধরনের স্প্যামই কমেন্ট করা ।
• এক কমেন্ট বার বার কপি করে বিভিন্ন জাইগায় ইউস করা।
• কাউকে পার্সোনাল অ্যাটাক করা ।

এই কাজ গুলি সবাই পরিহার করে ব্লগ কমেন্ট করবেন তাহলে ব্লগ কমেন্ট পাবলিশ হবার সম্ভাবনা বেশি থাকবে ।

আপনার যে কোন প্রশ্ন, সমস্যা, অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে ২ ভাবে মেইল ও কমেন্ট এর মাধ্যমে । কমেন্ট এর মাধ্যমে হেল্প চাইলে নিচে কমেন্ট করুন। মেইল এর মাধ্যমে যোগাযোগ করতে চাইলে আমাদের কনটাক আস পেজ যোগাযোগ করতে পারেন ।
আজ যাচ্ছি আগামী কোন লিখাতে আপনাদের সামনে হাজির হব নতুন কোন এসইও ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কোন নতুন কোন পার্ট নিয়ে । আল্লাহ হাফেজ ।

 

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

6 thoughts on “কিভাবে করে গুগল থেকে ব্লগ কমেন্ট সাইট গুলো খুঁজে বের করতে পারবেন”

  1. নাসির উদ্দিন শামীম এর লেখা পড়ে নিজেকে আইটি যুগে সমৃদ্ধ করা যাবে বলে আশা করা যেতে পারে । আপনাকে অনেক ধন্যবাদ । if you want more just look here” সফলতার ম্যাজিক “

    Reply
    • ভালো লাগলো। এবং শেখাও হলো অনেক কিছু এর জন্য আপনাকে ধন্যবাদ।

      Reply
  2. আগে আমি ব্লগ কমেন্টকে অবহেলা করতাম আর্টিকেল টা পড়ার পর ধারনার পরিবর্তন হল। এখান থেকে নতুন যা শিখলাম তা হল :- ব্লগ কমেন্ট কি? ব্লগ কমেন্টের গুরুত্ব। ব্লগ কমেন্ট সাইট কিভাবে খুজতে হয়। কিভাবে স্প্যাম ছাড়া কমেন্ট করতে হয়। অসংখ্য ধন্যবাদ শামীম ভাই। আমাদের সাথে ভাগ করার জন্য। আশা করছি আগামীতে আরো ভাল ভাল লেখা পাবো। এগিয়ে যান।

    Reply
  3. খুব ভালো ও গুছিয়ে পোস্ট করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap