গত দুই মাসে আমি যা শিখলাম পর্ব-১

আসসালামু আলাইকুম, SEO Beginner হিসাবে গত দুই মাস ধরে আমি SEO শিখতেছি, উঁহু…কারো কাছে কোন কোর্স করছি না। ফ্রি তে যত মাধ্যম আছে টিউটোরিয়াল দেখে, ব্লগ পড়ে। ফারুক খান স্যার থেকে শুরু করছি নাসির উদ্দিন শামীম স্যার পর্যন্ত । তো SEO beginner হিসাবে এই দুই মাসে আমি কি শিখলাম সেই সম্পর্কে একটা রিভিউ লিখছি ।

Keyword Research

Keyword:

খুব সহজ ভাবে বললে আমরা গুগলে যা লিখে Search করি, সবি keyword.। Keyword মূলত তিন ধরনেরঃ

১। Buying keyword- Best buy, Top, Review, Specific brand, A specific product, Product category, Cheap, Lowparison, etc

২। Information keyword- How to, Best buy, Way to, I need to know etc.

3। Tire keyword- Free, Download etc.

Keyword Search এর পূর্বে আমরা কী ধরণের Keyword Rsearch করবো তা Select করে নিতে হবে। আমরা Specific কোন একটা Niche এর উপর keyword Research করবো। Niche select করার পর Keyword Generate করবো। Keyword generate করার জন্য আমরা কিছু Tool Use করবো। আমি যে Tool গুলোর নাম বলবো সব ফ্রী ।

Keyword Generator Tool:

1। Keyword everywhere ( chrome extension )

2। Ubersuggest.io

3। Google Keyword Planner

4। Quora (Quora.com)

5। Seo quake ( chrome extension )

6। Keyword Sheeter

7। keyword Io

8। keyword keg

9। Spy fu [ Sing in করতে হবে ]

10। Soovle

11। Keyword spy

12। LSI Graph ( lsigraph.com )

13। LSI Keyword

14। Keyword Revealer [ Sing in করতে হবে ]

15। keyword Surfer ( chrome extension )

Keyword Generate করার পর Keyword এর Monthly Search Volume দেখতে হবে। Monthly Search Volume হচ্ছে ঐ Keyword এ মাসে প্রায় কত Search হয়।

Search Volume দেখার জন্য যে Tool গুলো Use করা যায় সেগুলো-

Search Volume:

1। Ubersuggest

২। Google Trends ( Graph আকারে দেখায় }

3। SEO quake ( chrome extension )

4। Word tracker

5। Word Stream

6। Keyword Keg ( app.keywordkeg.com )

7। SpyFu

8। LSI Graph

9। LSI Keyword ( lsikeyword.com )

10। Keyword Revealer

Search Volume দেখার পর All in title and All in url দেখতে হবে।

All in title:

All in title হলো Exact ঐ Keyword কত জন Use করছে । All in title যত কম থাকে তত ভালো। All in title দেখতে- google search bar এ গিয়ে লিখতে হবে

allintitle:”keyword”

All in url

All in url হলো Exact ঐ Keyword কত গুলা Url এ আছে। All in Url ও যত কম থাকে তত ভালো। All in url দেখতে- google search bar এ গিয়ে লিখতে হবে

allinurl:”keyword”

এর পর আমাদের Keyword Difficulty and Seo Difficulty দেখতে হবে ।

Keyword Difficulty:

Keyword Difficulty হচ্ছে ঐ Keyword এ Rank করা কতটা কঠিন। এটা ১০০ তে মাপা হয়। keyword Difficulty Maximum 30, এর বেশী থাকলে Rank করা খুবি কঠিন হয়ে যাবে তাই ৩০ এর বেশী না নেওয়ায় ভালো।

Keyword Difficulty দেখা যায়-#SEO quake and Spy Fu তে

SEO Difficulty:

Seo Difficulty বলতে বুঝায় ঐ Keyword এ নিয়ে কাজ করতে গেলে আমাদের Seo কতটা কঠিন হবে। এটা ও ১০০ তে মাপা হয়। Seo Difficulty Maximum 30 এর যত নীচে হবে ততভালো।

Seo Difficulty দেখা যায়-#Ubersuggest, #Keyword_keg and #Keyword_Revealer

সব কিছু ঠিক থাকলে আমাদের ঐ Keyword এর Competitor দের দেখতে অর্থাৎ ঐ Keyword Use করে Google Top Ten কোন কোন WebSaite Rank এ আছে। তাদের Analys করতে হবে।

Competitor site Analysis:

1| Weak Page:- E-commerce ( ৫ টার বেশী থাকলে না নেওয়ায় ভালো কারণ ৫ টার বেশী থাকা মানে ঐ Keyword টা E-commerce Site এর জন্য ) News Site, Question Answer Site.

2| Page Rank (PR):- PRchecker.info, Max- 3

3| Page Authority (PA):- MozBar (chrome Extension), Max-30

4| Domain Authority (DA):- MozBar (chrome Extension), Max-30

5| Content Quality

6| Backlinks:- Mozbar

7| Social Share:- Social.mk

8 | Youtube Video:- Subscribe 5000 এর কম

9| Competitor er Page Analysis:- Seo Quake (extension), Seo Meta in 1 Click (extension), Alexa Traffic Rank, Similar Web (extension)

Kgr keyword:

kgr হলো keyword golden research। kagr পদ্ধতিতে যে keyword গুলো বের করা হয় তাতে Search volume কম হলেও কম্পিটিশন কম থাকে তাই কম ভিজিটর website এ আসে এবং গুগল তা রিকোনাইজ করে আস্তে আস্তে website টাকে rank দেয়। নতুন website এর জন্য kgr এর বিকল্প নাই।

kgr keywored বের করার নিয়মঃ
keyword monthly search volume 250 এর নীচে আর all in title 15 এর নীচে। all in title ভাগ monthly search volume= 0.25 এর নীচে হয় তাহলেই সেটা kgr keyword।

আমি Brad Vandenberg এর এই Artical টা পেয়েছি Rule No 63
এখানে বলেছে যদি Search Volume ২৫০ এর বেশী হয় আর all in title 63 এর নীচে হয় এবং all in title ভাগ search volume = ০.২৫ এর নীচে আসে তাহলে সেটাও kgr

Shah Alam Ranju
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap