ডোমেইন রিসার্চ টুলস ও আমার অভিজ্ঞতা

হাই বন্ধুরা , কেমন আছো, নিশ্চয়ই ভাল আছো । আজকে তোমাদের সামনে আমি যেই ব্যাপারে আলোচনা করবো তা হচ্ছে  কিভাবে Domain চেক করবেন কিছু  ট্রিকস নিয়ে। তো যাওয়া যাক আমাদের আজকের পর্বে ।

ডোমেইন  এর সুন্দর নাম না হলে ভাল লাগে না । ডোমেইন কে হতে হবে এসইও ফ্রেন্ডলি ছোট ও মিষ্টি । কারন ছোট ও মিষ্টি নামের ডোমেইন ভিজিটর মনে রাখতে পারে , আপনার ব্র্যান্ড টা তাদের মাথায় গেঁথে থাকবে যার ফলে সে বার বার আপনার ওয়েবসাইট ভিজিট করতে উৎসাহিত হবে।

আপনি যদি লক্ষ্য করেন ফাইভার বা পিপল পার আওয়ার এইসব  মার্কেট প্লেস গুলিতে ডোমেইন নাম সার্চ করার জন্য ও মানুষ হায়ার করে । তাই আজকের টিউটোরিয়াল টি খুবই ভাল ভাবে লক্ষ্য করুন । 

প্রথমে জেনেনি ডোমেইন কি? এর গঠন ও প্রকৃতি।


ডোমেইন কি?


ডোমেইন হচ্ছে ওয়েবসাইট এর নাম যার মাধ্যমে আপনাকে ভিসিটররা সার্চ করবে। যেমন https://wikipedia.org এইখানে https হচ্ছে ডোমেইনের সিকিউরিটি আর wikipediya হচ্ছে ডোমেইন এর নাম। আর। ডট org হচ্ছে TLD
একটু বুঝিয়ে বলি, ধরুন আপনি ব্যবসা করবেন এখন ব্যবসার জন্য আপনাকে এর নাম নির্বাচণ করতে হবে। এখন আপনি যে ব্যবসা করতে চাইছেন আপনার পাশা পাশি অন্যান্য দোকান ও আছে যাদের ব্যবসার প্রকৃতি একই। তাহলে আপনাকে দোকানের নাম তাদের থেকে আলাদা কিন্তু কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ হয় এমন হওয়া উচিত ? মানে একদম একটা আলাদা নাম। এটাই হচ্ছে ডোমেইন।

এর গঠন :
ডোমেইন অবশ্যই ছোট ও সুন্দর হতে হবে। এটি ৬৩ শব্দের বেশি না হলেই ভালো। ওয়েবসাইট এর ধরন অনুযায়ী আমরা এডিটেনশন ব্যবহার করে থাকি। যেমন : .com .net .org .info

প্রকৃতি :

ডোমেইনের ধরণের দিক থেকে এইটি বিভিন্ন ধরণের হয়ে থাকে। যেমন : TLD, gTLD, SLD, ccTLD ইত্যাদি

টপ লেভেল ডোমেইন: যার সংক্ষিপ্ত নাম হচ্ছে TLD এইটি সবচাইতে জনপ্রিয় ইন্টারনেট দুনিয়াতে। যেমন : .com .net .org .info
.com: সাধারণত বিভিন্ন কোম্পানি ওয়েবসাইট এ ব্যবহার করা যায়।
.net : এটি নেটওয়ার্ক কোম্পানি ক্ষেত্রে ব্যবহার করা হয়।
.org: এটি সংগঠন এর ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়।
.info: সাধারণত ব্যক্তিগত ওয়েবসাইট এ এটি ব্যবহার করা হয়ে থাকে।

সেকেন্ড লেভেল ডোমেইন : এটি SLD বলা হয়ে থাকে এইটায় ডোমেইনের নামের একটা অংশ (.) ডট এর আগে বসে।

জেনেরিক টপ লেভেল ডোমেইন : এইটি TLD ডোমেইনের মতনই যেমন .com .net .org .info

কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন : এটি সংক্ষেপে ccTLD বলে থাকে। প্রতিটি ডোমেইনের নামের শেষ এ সে দেশের দুই অক্ষর যুক্ত করলেই তাকে ccTLD বলে থাকে। যেমন : .bd .us

প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করবো Keyword থেকে bulk Domain চেক করতে চাইলে আপনি কোন ওয়েবসাইট এর সহযোগিতা নিবেন ।

Keyword থেকে bulk Domain চেক করতে চাইলে

https://uk.godaddy.com/domains/bulk…

(নোটঃ এক্সেলে সিলেক্টেড কিওয়ার্ডসগুলো একটা আলাদা শিটে নিয়ে ফাইণ্ড এন্ড রিপ্লেস কমান্ডের মাধ্যমে কিওয়ার্ডের মধ্যে কোন স্পেস থাকলে রিমুভ করে দিতে হবে)

আমি আপনাদের সাথে শেয়ার করবো কিওয়ার্ড থেকে অটো ডোমেইন সাজেশন চাইলে আপনি কোন ওয়েবসাইট এর সহযোগিতা নিবেন ।

কিওয়ার্ড থেকে অটো ডোমেইন সাজেশন

https://domainr.com/

আমি আপনাদের সাথে শেয়ার করবো ব্র্যান্ড আবোল ডোমেইন সাজেশন চাইলে আপনি কোন ওয়েবসাইট এর সহযোগিতা নিবেন ।

Brand-able Domain Research Tools

http://www.leandomainsearch.com/

http://www.namemesh.com/

http://www.panabee.com/

(Panabee.com এর ক্ষেত্রে নীল কালারেরগুলো কিনতে পারবেন, ওগুলো available, কিন্তু ভেঙ্গে যাওয়া হৃদয়গুলো কিনতে পারবেন না)

আরও দু’টি ডোমেইন রিসার্চ টুলঃ

http://www.coolnameideas.com/blog-n…

http://www.bustaname.com/word_maker

আপনাদের সাথে সবার শেষে আমার পছন্দের টুলস দ্বারা কিভাবে  ডোমেইন এর নাম সাজেসন পাবেন । চলুন তাহলে আমার পছন্দের টুলস টা কিভাবে ইউস করা যায় দেখিয়ে দেই আপনাদের ।

আমার  পছন্দের ডোমেইন সাজেসন টুলস কোনটা যারা ভাবছেন কোনটা তাদের বলছি উপরের  কোন টুলস টা আপনার ভাল লেগেছে আমাদের কমেন্ট করে জানান । দেখি কার কার সাথে আমার টা  মিলে যায় ।

চলুন দেখা যাক আমার পছন্দের টুলস টা কিভাবে ইউস করা যায় ।

প্রথমে panabee  তে আমাদের যেতে হবে । panabee এর ওয়েবসাইটে যেতে এই লিংক টি ক্লিক করুন । http://www.panabee.com/

তারপর কি করবেন ভাবছেন । তারপর কি করবেন আমি বলে দিচ্ছি । সার্চ বারে আপনি আপনার কিওয়ার্ড লিখে সার্চ করুন তারপর ম্যাজিক দেখুন । উপরের  বর্ণনা এর ফলাফল দেখতে  নিচের ছবি লক্ষ্য করুন ।

 

panabee
  • Save

দেখুন আমি বাংলা এসইও লিখে সার্চ করেছি তারপর সে আমাকে কি দেখাচ্ছে ।

যেইখানে আপনার বুকের লাভ সাইন ভেঙ্গে যাবে মানে সেই ডোমেইন আপনি কিনতে পারবেন না । এক্সাম্পল হিসেবে আমি নিচের একটা কে লাল বক্স করে দিয়েছি যেই টা আপনি কিনতে পারবেন না সেই ডোমেইন নাম ।
যেইখানে আপনার বুকের লাভ সাইন  ঠিক থাকবে  মানে সেই ডোমেইন আপনি কিনতে পারবেন । এক্সাম্পল হিসেবে আমি নিচের একটা কে সবুজ  বক্স করে দিয়েছি যেই টা আপনি কিনতে পারবেন সেই ডোমেইন নাম ।
এইভাবে করে আপনি আপনার ওয়েবসাইট এর জন্য সুন্দর  ডোমেইন নাম খুঁজে পেতে পারেন ।

আপনার যে কোন প্রশ্ন, সমস্যা, অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে ২ ভাবে মেইল ও কমেন্ট এর মাধ্যমে । কমেন্ট এর মাধ্যমে হেল্প চাইলে নিচে কমেন্ট করুন। মেইল এর মাধ্যমে যোগাযোগ করতে চাইলে আমাদের কনটাক আস পেজ যোগাযোগ করতে পারেন ।

আজ যাচ্ছি আগামী কোন লিখাতে আপনাদের সামনে হাজির হব নতুন কোন এসইও ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কোন নতুন কোন পার্ট নিয়ে । আল্লাহ হাফেজ ।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap