ক্লায়েন্টের নতুন সাইটের এসইও শুরু করবো কিভাবে? ( স্টেপ বাই স্টেপ )

ধরুন আপনি নতুন একটা প্রজেক্ট পেয়েছেন। এসইও প্রজেক্ট। যে ওয়েবসাইটের এসইও করতে হবে সেটাও নতুন।

 

একজন এসইও এক্সপার্ট হিসেবে আপনি কিভাবে কাজটি শুরু করবেন?

 

কোথা থেকে শুরু করবেন?

এইটা ফলো করুনঃ

 

১। প্রথমে আপনার ক্লাইয়েন্টের সাইটটা অডিট করেন। পুর্নাঙ্গ অডিট করবেন। মানে হচ্ছে, অনপেজ, ব্যাকলিঙ্কস (Anchor Text & Links Quality), কন্টেন্ট, টেকনিক্যাল ইস্যু, গুগল ইনডেক্সের কিছু পেইজ, সাইটের স্ত্রাকচার, মানে যা যা দেখা দরকার, সব কিছুর অডিট করবেন।

 

২। যেসব সমস্যা পাবেন সেগুলার লিস্ট করবেন।

 

৩। এই সমস্যা গুলোর সমাধান করবেন। মানে অন-পেইজ এবং ট্যাকনিক্যাল সব ধরনের সমস্যা প্রথমেই সমাধান করে ফেলবেন।

 

৪। র‍্যাঙ্কিং এর জন্যে লিঙ্কের প্রয়োজন। সুতরাং কোন কোন পেইজে লিঙ্ক করবেন এবং কোন কিওয়ার্ডে করবেন সেগুলার লিস্ট করবেন।

 

৫। সপ্তাহ এবং মাস অনুযায়ী লিঙ্ক বিল্ডিং এর একটা প্ল্যান করে ফেলবেন এবং সে অনুযায়ী আগাবেন।

 

৬। কম্পিটিটর সাইট দেখে আইডিয়া নিবেন আপনার ক্লাইএন্টের সাইটে কন্টেন্টে কোন ধরনের কমতি/ঘাটতি আছে কিনা। যদি থাকে তাহলে লিঙ্কের পাশাপাশি নতুন নতুন কন্টেন্ট দেয়ার পরিকল্পনা করবেন।

 

৭। অবশ্যই টার্গেট কিওয়ার্ড র‍্যাঙ্ক করছে কিনা সেটা ট্রাক রাখবেন। বিভিন্ন র‍্যাঙ্ক ট্র্যাকিং ফ্রি টুলস আছে যেমন SEOCentro, SmallSEOTools এইগুলা দিয়ে মাসে একবার দেখবেন র‍্যাঙ্কে কোন পরিবর্তন হয়েছে কি না। যদি হয় তাহলে সেটা ক্লাইয়েন্টকে জানিয়ে দিবেন।

 

এই প্রসেসটা ফলো করলেই ঠিক ঠাক সামনে এগিয়ে যাওয়ার কথা।

আর কোন সমস্যায় পরলে আমরা তো আছিই। 🙂

 

নোটঃ কাজ করতে করতে একসময় সবাই তার নিজের মতো করে প্ল্যান বানিয়ে নেয়। আপনিও একসময় একদম নিজস্ব একটা কৌশল বানিয়ে নিতে পারবেন যেটা ইউজ করবেন সব এসইও ক্লায়েন্টের সাথে। তার আগ পর্যন্ত উপরে  দেয়া প্রসেসটাই ফলো করতে থাকুন।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

3 thoughts on “ক্লায়েন্টের নতুন সাইটের এসইও শুরু করবো কিভাবে? ( স্টেপ বাই স্টেপ )”

  1. Product review niye kisu Confusion e asi.Amar Competitor 10 ta product niye review korse er pashapashi kisu information dise product niye….So Ami or thekeo vlo content likthe gele ki ki korthe hobe??

    Reply
    • প্রডাক্টটা কেনার সময় কোন কোন জিনিস মাথায় রাখা উচিত, মানুষ এটা কেনার সময় কি কি ভুল করে থাকে এইগুলা কভার করতে পারেন আপনার আর্টিকেলএ। আশা করি আপনার আর্টিকেল তাহলে আরও বেশি ইনফরমেটিভ হবে। ধন্যবাদ।

      Reply
  2. আপনার কথাগুলি এসইও ম্যানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি ডিজিটাল বিপণন নিয়ে কাজ করি (যেমন এসইও)। আপনার কারও যদি এই বিষয়ে সাহায্যের প্রয়োজন হয় তবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap