কিভাবে পিনটারেস্টে আপনার ওয়েবসাইট ভেরিফাই করবেন ?

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো । তোমরা আশা করি অনেক ভাল আছ ।
আমি আজকে তোমাদের কে দেখাবো কিভাবে করে তোমার ওয়েবসাইট ভেরিফাই করবেন পিনটারেস্টে ।

পিনটারেস্ট কি ?
পিনটারেস্ট আট কোটিরও বেশি সংখ্যক ইউসার যাদের মধ্যে বেশিরভাগ কোম্পানি, ব্লগার, ব্র্যান্ড ও ব্যবসাসমূহ নিয়ে পিন্টারেস্ট। বর্তমান বিশ্বে সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে পিন্টারেস্ট একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। আপনার ভিসিটর পাবার জন্য এইটি একটি অসাধারণ মাধ্যম হিসেবে কাজ করে। যদিও এটি ফটো শেয়ারিং সাইট হিসেবে পরিচিত কিন্তু অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে সহজেই এইখান থেকে আপনি পোটেনশিয়াল ট্রাফিক পেতে পারেন।

পিনটারেস্ট এর কাজ :

পিনটারেস্ট এর কাজ শুধু পিন করার ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। এইখানে আপনি আপনার নিশ বা বিসনেস রিলেটেড বোর্ড তৈরি করবেন ও বোর্ড অনুযায়ী আপনাকে পিন করতে হবে। সব কিসুই করতে হবে আপনার টার্গেটেড কাস্টমার ও রিলেটেড নিশ অনুযায়ী। তাহলে চলুন জেনেনি পিন্টারেস্ট এ ভালো করার কি কি করতে হবে ?

১। প্রতিদিন আপনাকে কমপক্ষে পাঁচটি পিন করতে হবে।

২। পিন শিডিউল তৈরি করতে হবে নিশ অনুষায়ী।

৩। আপনার ওয়েব সাইটে রিচ পিন অ্যাড করুন।

৪। “Pin it later” বাটনটি ব্যবহার করুন।

৫। ইমেজ সঠিকভাবে রিসাইজ করুন।

৬। ইমেজ তৈরির করার পর এবং পিন করার সময় অল্টার টেক্সট ব্যাবহার করুন।

৭। কিওয়ার্ড এ রিলেভেন্ট ডেসক্রিপশন দিতে হবে।

৮। ডেসক্রিপশনটিতে লিঙ্ক ব্যবহার করুন।

এখন চলুন জেনেনি, কি করে পিনটারেস্টে আপনার ওয়েবসাইট ভেরিফাই করবেন?

পিনটারেস্টে আপনি যদি আপনার ওয়েবসাইটকে ভেরিফাই করতে চান তাহলে প্রথমে আপনাকে নরমাল ইউজার অ্যাকাউন্ট হলে তাকে বিজনেস অ্যাকাউন্ট করতে হবে ।
আপনি যদি পিনটারেস্টের গাইড লাইন দেখতে চান তাহলে এই লিংকে যান: https://help.pinterest.com/en/articles/confirm-your-website
চলুন আজকে আমরা দেখি কিভাবে আমরা আমাদের ওয়েবসাইট ভেরিফাই করবো পিনটারেস্টে ।
প্রথমে আপনাকে যেতে হবে আপনার সেটিং অপশনে গিয়ার মেনু থেকে সেটিং অপশন ক্লিক করুন । উপরের বর্ণনার ফলাফল দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন ।

pin 1
  • Save

তারপর আপনি আপনার ইমেইল অ্যাড্রেস দিবেন প্রথম ঘরে।

তারপর ২য় ঘরে পাসওয়ার্ড এর চাইলে পাল্টাতে পারেন । আবার আগের পাসওয়ার্ড ও রাখতে পারেন ।

তারপর ৩য় ঘরে আপনি গিয়ে আপনার বিজনেস অ্যাকাউন্ট নাম, ছবি ও অনন্য ইনফরমেশন দিবেন ।

৪র্থ ঘরে আপনি আপনার কোম্পানি বা ওয়েবসাইট কোন ভাষা এর তাই বলে দিবেন ।

৫ম ঘরে আপনার ওয়েবসাইট বা কোম্পানি কোন দেশের বা কোন দেশকে টার্গেট করে বানানো তাই বলে দিবেন ।

৬ষ্ঠ ঘরে বলে দিতে হবে আপনার কোম্পানি বা ওয়েবসাইট কোন সম্পর্কিত ।

তারপরের ঘরে আপনি আপনার ওয়েবসাইট দিবেন । তারপর ভেরিফাই বাটন ক্লিক করবেন । উপরের বর্ণনার ফলাফল দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন ।

pin2
  • Save

তারপর আপনার সামনে এমন একটা ট্যাব ওপেন হবে । ট্যাবটি দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন ।

pint-4
  • Save

ভাবছেন ছবি আপনাকে কি বলছে । সমস্যা নেই আমি আপনাকে ছবির কথা বিস্তারিত বলে দিচ্ছি ।

১ম কাজ আপনাকে নিচের দেয়া এইচটিএমএল ফাইল টা ডাউনলোড করতে হবে ।
তারপর সেই ফাইলটা আপনাকে আপলোড করতে হবে আপনার index.html এর <head> ট্যাগ এর মাঝে । মনে রাখার সুবিধার্থে <body> সেকশন এর পূর্বের সেকশনে আপনাকে আপলোড করতে হবে ফাইলটা । তারপর সেভ করে এসে index.html ফাইলটি , এইখানে ভেরিফাই বাটন প্রেস করলেই আপনার নরমাল ইউজার অ্যাকাউন্ট থেকে ভেরিফাই বিজনেস অ্যাকাউন্ট করা হয়ে যাবে ।

বন্ধুরা তোমরা কেউ যদি নরমাল ইউজার অ্যাকাউন্ট থেকে ভেরিফাই বিজনেস অ্যাকাউন্ট করতে প্রবলেম এর সম্মুখীন হয় তবে আমাদের সহযোগিতা নিতে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমার প্রশ্নের উত্তর নিতে পার ।

আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না । সামনে দেখা হবে আবার নিউ কোন এসইও ফিল্ডের নতুন কোন বিষয় নিয়ে । আল্লাহ হাফেজ ।

 

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap