কয়েকদিন আগে এই পেইজেই একটা কোটস শেয়ার করেছিলাম যে – সবগুলো ডিম একটা পাত্রে রাখবেন না। মানে, আলাদা আলাদা ঝুড়িতে রাখলে ডিম ভেঙ্গে যাওয়ার সম্ভবনা কম থাকে, আবার একটা ঝুড়ির ডিম ভাঙলেও আরেকটা ঝুড়ির ডিম আপনার কাজে লাগবে।

💥 মজার বিষয় হলো – আমাদের অনেক মেম্বারই এই লাইভ প্রজেক্টের সাথে সাথে সাইট শুরু করে এর চেয়েও অনেক বেশি আর্ন করছে।এখানে দেখুন: https://nshamim.com/success-stories/
আবার অনেকে কাছাকাছি পর্যায়ে আছে, আবার কেউ কেউ কাজই শুরু করে নাই (সুতরাং আর্নিংও নাই)।
💥 এই প্রজেক্টের পাশাপাশি আমরা ঠিক একইভাবে গুগল অ্যাডসেন্সকে টার্গেট করে লাইভ সাইট বানাচ্ছি। একদম ব্যাসিক কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে, সাইট বানানো, কন্টেন্ট লিখা বা আউটসোর্স করা, র্যাঙ্ক করা, অ্যাডসেন্স এ এপ্লাই করা এবং এপ্রুভাল পাওয়া এবং সেই সাইট থেকে ইনকাম জেনারেট করা – সবকিছুই লাইভ দেখাবো।
💥 একটা নতুন প্রজেক্ট, ফ্রেশ স্টার্ট, নতুন কিছু – এবং আমিও ব্যাক্তিগতভাবে খুবই এক্সাইটেড।

💥💥 নতুন প্রজেক্টের গোল 💥💥
– প্রতি মাসে $1000 আয় করা।
– টাইমফ্রেমঃ এখনো নির্ধারণ করি নাই, কারণ লাইভ কিওয়ার্ড রিসার্চ করবো এবং তখন কেমন কিওয়ার্ড এবং নিস পাই সেটার উপর ডিপেন্ড করবে কেমন সময় লাগতে পারে ১০০০ ডলার আর্ন করতে এই প্রজেক্ট থেকে।
– এবং সাথে সাথে এই সেইম অ্যাডসেন্স সাইটে মাল্টি-প্লাটফর্মের মানিটাইজেশন সিস্টেম এড করা।
💥 আপনি যদি আমাদের সাথে জয়েন করতে চান – তাহলে রেজিস্ট্রেশন করে ফেলুন এই পেইজে গিয়েঃ nshamimpro.com
💥 নোট – NShamimPRO এর মেম্বারদের জন্যে এসইও এর সব বর্তমান-অতীত-ভবিষ্যৎ ভিডিও, অ্যামাজন এফিলিয়েট লাইভ প্রজেক্ট এবং এই নতুন অ্যাডসেন্স লাইভ প্রজেক্ট-সহ সামনে আরও যতো লাইভ প্রোজেক্ট হবে (সিপিএ উইথ এসইও, অ্যাপ এবং টুলস এফিলিয়েট উইথ এসইও) সবকিছুই ফ্রি থাকবে, আজীবন।
💥আপনার কোন ধরনের প্রশ্ন থাকলে ফোন দিনঃ 01913979040, অথবা ইমেইল করুনঃ [email protected] এইখানে।
💥 এক্সট্রা নোট – কোর্স ফি বাড়বে বাড়বে করে এখনো বাড়ানোই হয়নি। ২০% ছাড়ে, ঠিক আগের ফি-ই আছে। কোরবানি ঈদ পর্যন্ত বাড়াবোনা বলে সিদ্ধান্ত নিয়েছি। তারপর দিন থেকেই ডিস্কাউন্ট উধাও হয়ে যাবে বলে গুজব আছে।
💥 কোর্স এর ইনিশিয়াল ওভারভিউ দেখুন – https://nshamim.com/google-adsense-bangla-live-project/
💥💥💥ভালো থাকুন, সুস্থ থাকুন, এই পুরো রোজার মাস – ঘরেই থাকুন।
ধন্যবাদ।
- ব্লগিং এবং এফিলিয়েট মার্কেটিং এর জন্যে কাজের ১০টি টুলস - November 16, 2023
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
শামিম ভাই,
আপনার এই লাইফ প্রজেক্টটা কবে শুরু হবে?
How much is the total value after discount?