লিংক disavow কি করে করবেন?

আমাদের ওয়েবসাইট এ অনেক সময় রেফারেল ডোমেইন থেকে ব্যাকলিংকস এর সংখ্যা অনেক বেশি দেখায় বা অনেক ব্যাকলিংক আসে একটি ডোমেইন থেকে যা ওয়েবসাইট এর জন্য ক্ষতির কারণ হতে পারে। এর জন্য গুগল আপনার ওয়েবসাইটকে পেনাল্টি দিয়ে দিতে পারে। তাই এইসব খারাপ লিংক থেকে নিজের ওয়েবসাইটকে বাঁচাতে লিংক disavow করতে হবে।  

খারাপ লিংক চিনার উপায় :

আপনি ahrefs করলে ব্যাকলিংকস এ গেলে দেখবেন লিংক গুলার DA/PA বা DR/UR নেই বা খুব খারাপ বা আপনি যেখান থেকে কোনো লিংক করেন নাই এমন লিংক গুলা বা ভিন্ন ল্যাঙ্গুয়েজের লিংক গুলাও খারাপ লিংক এর তালিকায় পরে যেগুলা আপনি করেন নাই।     

লিংক disavow করার পদ্ধতি:

আপনাকে আগে খারাপ লিংকগুলা খুঁজে বের করতে হবে যে লিংক গুলা আপনার ওয়েবসাইটকে ক্ষতি করতে পারে। তার জন্য আপনাকে গুগল ওয়েবমাস্টারে যেয়ে আপনার সাইট আগে সিলেক্ট করবেন তারপর আপনি সার্চ এপেয়ারেন্স যাবেন। তারপর আপনি links to your site এ যাবেন।

অপরপক্ষে, আপনি Ahrefs এ যাবেন তারপর আপনি ব্যাকলিংকস এ যাবেন তারপর খুঁজে বের করবেন কোন লিংক গুলো আপনার  ওয়েবসাইট একটি মাত্র ওয়েবসাইট থেকে সবচাইতে বেশি পেয়েছেন। যেমন ধরুন সাইটটি চাইনিজ ভাষায় বা তামিল ভাষায় এমন যা কিনা কোনো ভাবেই আপনি করেন নাই।

ওই সকল লিংক আপনি ম্যানুয়ালি বা ওয়েবমাস্টার থেকে এক্সপোর্ট করে নোট প্যাড এ নিবেন তারপর ওয়েবমাস্টারের disavow তে যাবেন। যাবার পর আপনি আগে দেখবেন আপনার ওয়েবসাইট সিলেক্ট করা কি না ? তারপর disavow link button এ ক্লিক করবেন এরপর disavow ফাইল নামক বাটন এ ক্লিক করবেন এবং আপনার নোটপ্যাড এর ফাইলটি সিলেক্ট করে সাবমিট  বাটন এ ক্লিক করবেন এরপর আপনাকে successfull হয়েছে কিনা তার একটা মেসেজ দিবে এরপর done করে বের হয়ে যাবেন।

লিংক disavow হতে ৩/৪ সপ্তাহ সময় লেগে যাই বা ২ মাসও লাগতে পারে।
আশা করি আপনারা সফল ভাবে খারাপ লিংক গুলো disavow করতে পারবেন।  

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

1 thought on “লিংক disavow কি করে করবেন?”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap