এই পোস্টটি লেখা হয়েছে রাইটার ভাই-বোন দের জন্য যারা এস,ই, ও নিয়ে ভয় পেয়ে নিজের সাইট শুরু করতে পারছেন না তাদের জন্য।
তবে, যা না জানলে কাজ শুরুই করতে পারবেন না সেটি হচ্ছেঃ ব্যাসিক অনপেজ (আর্টিকেল পাব্লিশ করাতে গেলে) ও কি ওয়ার্ড রিসার্চ। এর বাইরে শুরুতে কিছু না জানলেও হবে তবে ধাপে ধাপে শিখে নিতে হবে।
টাইটেল পড়ে যদি ভাবেন?
ইন্টারনাল ও এক্সটারনাল কিংবা ইনবাউন্ড ও আউট-বাউন্ড লিঙ্ক কাকে বলে?
যখন আপনি নিজের সাইটের আর্টকেল থেকে রিলেটেড অন্য একটা আর্টিকেল এর লিঙ্ক দিবেন সেটি হচ্ছে ইন্টারনাল/ইনবাউন্ড লিঙ্ক।
অন্য দিকে যখন আপনার কোন একটা ইনফোরমেশন দিতে গিয়ে যখন যে কোন ট্রাস্টেড সাইট থেকে লিঙ্ক দিবেন সেটি হচ্ছে আউট বাউন্ড/এক্সটারনাল লিঙ্ক
কয়টি লিঙ্ক দিবেন আর্টিকেলে?
শুরুতে উত্তরটি দিয়ে দিচ্ছিঃ
3-5 per 1000 words মিনিমাম (This statistics is from Google big data & Seo experts consider it as a default practice of links distribution, the more links one need to add in a content based on competition or competitor analysis)
এন্ড ম্যাক্সিমাম ডিপেন্ডস:
যদি মনে হয় অতিরঞ্জিত হয়ে যাচ্ছে আর রিডার মূল লেখা থেকে বিচ্ছিন্ন হয়ে আর্টিকেলটি পড়তে চাচ্ছেন না আর
- 1 কিন্তু কেন ইন্টারনাল এবং এক্সটারনাল লিঙ্ক করা দরকার?
- 2 ইন্টারনাল এবং এক্সটারনাল লিঙ্ক নিয়ে আমার কিছু কথা (একজন আর্টিকেল রাইটার হিসাবে)
- 3 উপরের দুইটি বিষয় এপ্লাই করে আমার ব্লগ সাইটের রেজাল্ট কি হল?
- 4 আমার এক্সপেরিমেন্ট থেকে যা বুঝলামঃ
- 5 লিঙ্ক করে কি ফায়দা হবে?
- 6 এক্সপার্ট রা কি বলে লিঙ্ক ক্রিয়েট করার বিষয়ে?
কিন্তু কেন ইন্টারনাল এবং এক্সটারনাল লিঙ্ক করা দরকার?
একটা সময় লিঙ্ক বিল্ডিং বলতে ব্যাসিক অর ফাউন্ডেশন ব্যাক লিঙ্ক আর পেইড গেস্ট পোষ্ট ই বুঝতাম।
কিন্তু দুইটার কোনটাই ফিউচার প্রুফ নয় কিংবা গুগল মামা ক্ষেত্র বিশেষে পেনাল্টি ও দিয়ে থাকে।
আমার মতে, একজন এস ই ও আর্টিকেল রাইটার কিছু ব্যাসিক অনপেজ ও কি ওয়ার্ড রিসার্চ দিয়ে একটি ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট শুরু করতে পারে।
শুরু হোক পথ চলা,,
প্রাথমিক ভাবে ওয়ার্ডপ্রেসের এস, ই, ও প্লাগিন এ ব্যাসিক অপ্টিমাইজেশন এ বিষয়টি লক্ষ্য করে নড়ে চড়ে বসি

তাই লেগে গেলাম পড়াশুনা করতে,
অতপর, জানতে পারিঃ
শুধু টপিক কাভারেজ করা কিওয়ার্ড ক্লাস্টারিং এর মাধ্যমে এবং ইন্টারনাল ও এক্সটারনাল লিঙ্ক দিয়েও ভাল কিছু করা এটি আমার জন্য পারফেক্ট ছিল যেহেতু আমি পেইড গেস্ট পোষ্ট এর জন্য আউটরিচ করতে জানি না আর লিঙ্ক পেলে ও এর কোয়ালিটি যাচাই এর বিষয়ে আমি নিজের উপর আস্থা রাখতে পারছি না। গুগল এর কি র্যাংকিং ফ্যাক্টর হচ্ছেঃ 1. inbound links 2. PA/DA of any site 3. Quality Outbound/External links Source:
ইন্টারনাল এবং এক্সটারনাল লিঙ্ক নিয়ে আমার কিছু কথা (একজন আর্টিকেল রাইটার হিসাবে)
একটা সময় লিঙ্ক বিল্ডিং বলতে ব্যাসিক অর ফাউন্ডেশন ব্যাক লিঙ্ক আর পেইড গেস্ট পোষ্ট ই বুঝতাম।
কিন্তু দুইটার কোনটাই ফিউচার প্রুফ নয় কিংবা গুগল মামা ক্ষেত্র বিশেষে পেনাল্টি ও দিয়ে থাকে।
কারন রাইট ওয়েতে এগুলো না করতে পারলে সাইটের অবস্থা ১২ টা বেজে যেতে পারে যে কোন আপডেটে।
আমার মত একজন সাধারন এস ই ও রাইটার হিসাবে কিভাবে ভাল কন্টেন্ট রাইটার হওয়া যায় এই নিয়ে ই জানার গন্ডি ছিল বৈ এর বাইরে আমি লিঙ্ক বিল্ডিং ও এস, ই, ও এর অন্যান্য শাখা গুলো তেমন এক্সপ্লোর করি নি।
আমার কাছে নলেজ বলতে কিছু ব্যাসিক অনপেজ ও কি ওয়ার্ড রিসার্চ এর বাইরে কিছু নেই।
এটি নিয়েই একটি ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট শুরু করতে পারি বলে আমার বিশ্বাস বাকি টা জার্নিতে শিখে নিব।
তাই আমি আমার জানার সীমিত গন্ডি এর মধ্যে থেকে একটি ব্লগ সাইট শুরু করি
(সাইট এর এক্সপেরিমেন্ট ও পাব্লিশিং চলছে এখনো)
কখন শুরু করা যায় লিঙ্ক দেয়া নেয়ার কাজ?
লাস্ট ইয়ার এর শেষে ৪০ টা পোস্ট দেয়ার পর ও তেমন লক্ষ্যনীয় গ্রোথ হচ্ছিল না। লিঙ্ক করতে চাইলে ও করতে সব পোষ্ট-এ লিঙ্ক বসানো যাচ্ছিল না।
কারনঃ
১। লিঙ্ক রিলিভেন্ট হতে হবে।
২। কোয়ালিটি ডু ফলো লিঙ্ক দিতে হবে
আপাতত এই দুইটি বিষয় (পর্ব ২) পরবর্তী পোস্ট এর জন্য রেখে দিলাম। লেটস স্টিক টু বেসিক ফার্স্ট!
উপরের দুইটি বিষয় এপ্লাই করে আমার ব্লগ সাইটের রেজাল্ট কি হল?
২০২২ এর আপডেট এর আগে আরো ২০ টা পোস্ট দিয়ে লিঙ্ক বসানো শুরু করলাম অতঃপর
38 clicks to 200 clicks each day! From June 1 to July 25.
আমার এক্সপেরিমেন্ট থেকে যা বুঝলামঃ
নিশ রিলেটেড টপিক কাভারেজ করা বাই-কিওয়ার্ড ক্লাস্টারিং এর মাধ্যমে ও কোয়ালিটি আউট-বাউন্ড লিঙ্ক রিলিভেন্ট ইনবাউন্ড/ইন্টারনাল লিঙ্ক দিয়েও ভাল কিছু করা সম্ভব।
আপনি গেস্ট পোস্ট এর জন্য যখন আউটরিচ করে ও যখন লিঙ্ক পাচ্ছেন না!
লিঙ্ক করে কি ফায়দা হবে?
মেইন বেনিফিটঃ গুগল এর নিকট ট্রাস্ট বিল্ড আপ হবে
একটি সাইট কে আপনি অউটবাউন্ড/এক্সটারনাল লিঙ্ক দিচ্ছেন মানে গুগলের কাছে domain authority increase হচ্ছে

বাই দ্যা ওয়ে, এই ৫টি পয়েন্ট আমার কাছে কি বেনিফিটস এর চেক লিস্ট এছাড়া আরো অনেক আছে আমার জানা ও অজানা থেকে।
- আপনি রিলেভেন্ট আর্টিকেল লিখছেন
- আপনি হাই-অথরিটি সাইটে একোয়ার্ড/ন্যাচারাল ব্যাক-লিঙ্ক দিচ্ছেন (পেইড না কিংবা গেস্ট পোষ্ট নাঃ গুগল হেট পেইড গ্যাস্ট পোষ্টিং)
- আপনি আউটবাউন্ড লিঙ্ক দিয়ে হাই অথোরিটি সাইটের নজরে আসছেন যেটা ফিউচারে সেই সাইটের সাথে রিলেশনশিপ এ যাবে উইথ মিউচুয়াল বেনিফিটস
- এক্সটারনাল/ইন্টারনাল লিঙ্ক দিয়ে আপনি রিডার দের নিকট আরো ডিপ ইনফোরমেশন এর দরজা খুলে দিবেন।
- কিছু স্পর্শ কাতর বা হাইলি ট্রাস্টেড সোর্স রিডার পছন্দ করে এবং ফলো করে (আপনি ফুড ব্লগে লিখলেন FDA (food and drug authority) আপনার একটা মতামত কিংবা ইনফোরমেশন কে অথোরাইজ করেছে।
এক্সপার্ট রা কি বলে লিঙ্ক ক্রিয়েট করার বিষয়ে?
Kapost থেকে জানতে পারলাম-
Follow the The Simple Truth :
“A good link strategy is a good growth strategy, plain and simple.”
অনুবাদ হবেঃ
সঠিক, নির্ভুল তথ্য-কে পাঠক এর নিকট তুলে ধরা হচ্ছে গ্রোথ বাড়ানোর সহজ ও উত্তম উপায়!
ইন্টারনাল ও এক্সটারনাল লিঙ্ক বিল্ডিং কেন করবেন?
আমরা যে এত কষ্ট করে এত এত আর্টকেল সাইটে লিখি ও পাব্লিশ করি এগুলো কি গুগল এজ এ হিউমেন ম্যাজার করতে পারে?
উত্তরঃ জ্বী না।
গুগল এর ক্রলিং স্পাইডার সাইটের শিরা উপশিরা গুলো তে পায়চারি করে এবং এস, ই, ও এর ২০০ টার মত র্যাঙ্কিং ফ্যাক্টর কে যাচাই বাছাই করে সাইট কে হয়তো র্যাঙ্কিং এবং ট্রাফিক পেতে সাহায্য করে কিংবা ড্রপ করে।

এই এত গুলো ফ্যাক্টর এর মধ্যে Internal and external লিঙ্ক বিল্ডিং অনেক বড় ও ম্যাজর একটা পার্ট।
নোটঃ এখন পর্যন্ত আমি ১০০০+ শব্দের এই আর্টিকেলেঃ – ৪ টি ইন্টারনাল লিঙ্ক ও ৪টি এক্সটারনাল লিঙ্ক
(৩টি ডু ফলো (.govt and .org prioritized)
১টি নো ফলো লিঙ্ক দিয়েছি!
কেন এগুলো দিয়েছিঃ এই লিঙ্কগুলো আমার কাছে রিডার এর নিকট হেল্পফুল হবে ও লেখার গ্রহনযোগ্যতা বাড়াবে বলে তাই যুক্ত করে দিয়েছি
এই টা কি কার্যকর হল কি হল না অবশ্যই জানাবেন – কমেন্ট এ 🙂
উপরোক্ত নিবন্ধন এর সোর্সঃ সম্পূর্ন লেখা টি অনুবাদ নয় তবে আরো বিশদ ভাবে জানার জন্য ব্লগ পোষ্ট পড়তে পারেনঃ Links in blog post SEO
Effective and informative!
Thanks!