ইদানিং অনেকের সাইট এ সমস্যা দেখা যাচ্ছে; কারো কারো সাইট হ্যাক হচ্ছে বা কারো অটো ইউআরএল তৈরী হচ্ছে তা আবার ইনডেক্স হচ্ছে আবার অনেকের 404 পেজ প্রচুর তৈরী হচ্ছে। করণীয় কি ?
যেহেতু আমরা কেউ ব্লগার বা কেউ এফিলিয়েট মার্কেটার তাই আমাদের কাছে আমাদের ওয়েবসাইট টাই বিশাল সম্পদ। বলতে পারেন রুটি রুজির পথ। তাই ওয়েবসাইট এর ক্ষতি মানে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাওয়া। তাই নিজের সাইটকে ঠিকঠাক রাখতে আপনাকে একটু সচেতন হতে হবে আর তার জন্য আপনাকে কিছু বিষয় খেয়াল করতে হবে।
(১) প্লাগিন চেক করা : আপনার প্লাগিন গুলা আপডেটেড কি না ? আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইট এর জন্য বিভিন্ন প্লাগিন ব্যবহার করে থাকি কিন্তু প্লাগইন ইনস্টলের সময় লক্ষ্য করি না প্লাগিন তা আপডেট কি না। অনেক সময় অনেক প্লাগিন আপডেটেড হয় না আর ঐ প্লাগিন থেকে ম্যালওয়্যার এটাক হতে পারে বা অনেক 404 পেজ তৈরী হয়। আবার অনেক প্লাগিন আছে যার মাধ্যমে হ্যাকাররা হ্যাক করতে সক্ষম হয়েছে। তাই একটু সচেতনতার সাথে প্লাগিন ব্যবহার করবেন।
(২) ব্যাকআপ রাখা : আপনাদের যাদের এডসেন্স বা এফিলিয়েট সাইট আছে তাদের অবশ্যই ব্যাকআপ প্লাগিন ব্যবহার করবেন। কারণ কোনো কারণে আপনার সাইট ম্যালওয়্যার এটাক হলে বা প্লাগিন এর সমস্যা দেখা দিলে ব্যাকআপ ফাইল অনেক কাজে দিবে। নিচের যেকোনো ব্যাকআপ প্লাগিন আপনার সাইট এর জন্য ব্যবহার করতে পারেন।
UpdraftPlus
VaultPress (Jetpack Backups)
BackupBuddy
(৩) সিকিউরিটি প্লাগিন : হ্যাকিং এর সমস্যার জন্য সিকিউরিটি প্লাগিন এর বিকল্প নাই। তাই অবশ্যই আপনার মূল্যবান ওয়েবসাইট এ সিকিউরিটি প্লাগিন ব্যবহার করবেন। যেসকল প্লাগিন সিকিউরিটি হিসেবে ব্যবহার করতে পারেন ;
Sucuri
Wordfence
All In One WP Security
আশাকরি একটু সচেতন হলে আপনার মূল্যবান সাইটটি ক্ষতির হাত থেকে রক্ষা পাবে সহজেই।
আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।
সকলেই ভালো থাকুন
সুস্থ থাকুন
- কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে। - May 29, 2023
- ইনফরম্যাশনাল ও বায়িং কীওয়ার্ড কত রকমভাবে খুঁজতে পারেন ? - May 28, 2023
- ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ? - May 27, 2023