হাই বন্ধুরা, কেমন আছো, নিশ্চয়ই ভাল আছো । আজকে তোমাদের সামনে আমি যেই ব্যাপারে আলোচনা করবো তা হচ্ছে স্কিমা নিয়ে। আজকে এর পোস্ট থেকে তুমি জানতে পারবে
স্কিমা কি ।
স্কিমা এর উদাহারন ।
স্কিমা কিভাবে সেট করতে হয় ।
তো যাওয়া যাক আমাদের আজকের পর্ব স্কিমা কি ও কিভাবে স্কিমা সেট করতে হয় ।
স্কিমা কি ?
স্কিমা হচ্ছে একটা কোড যেই কোড দ্বারা গুগল এর সার্চ রেজাল্টে ভালভাবে ফলাফল দেখাতে সাহায্য করে ইউজারকে।
স্কিমা এর উদাহারন
চলুন তাহলে আমরা স্কিমা এর উদাহারন দেখে তার সম্পর্কে ধারনা নেই ।
প্রথমে আমরা গুগল সার্চ পেজে সার্চ করি hair straightener reviews লিখে। তারপর নিচের ছবিটি লক্ষ্য করি ।

দেখুন কিছু ওয়েবসাইট স্টার মার্ক করে দিছে আবার কিছু ওয়েবসাইট স্টার মার্ক ছাড়া । এই যে স্টার মার্ক করে আলাদা ভাবে গুগল সার্চ রেজাল্টে দেখাচ্ছে এটা হচ্ছে স্কিমা এর কারনে ।
যদি প্রশ্ন জাগে আপনার মনে কি কি ক্ষেত্রে স্কিমা অ্যাড করা যাবে । তার উত্তর জানতে হলে নিচের দিকে দেখুন ।
• Businesses and organizations
• Events
• People
• Products
• Recipes
• Reviews
• Videos
এই ৭ টি ক্ষেত্রে আপনি স্কিমা অ্যাড করতে পারবেন ।
কি ভাবছেন কিভাবে স্কিমা অ্যাড করবেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে । তাহলে চলুন আমার ওয়ার্ডপ্রেস ব্লগে যেখানে আমি আপনাকে দেখাবো কিভাবে –
স্টেপ বাই স্টেপ স্কিমা অ্যাড করবেন আপনার ওয়েবসাইটে
# স্টেপ ১: প্রথমে আপনি নিউ প্লাগিন নামের অপ্সনে যাবেন আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এর । তারপর সেইখানের সার্চবারে schema লিখে সার্চ করবেন । তারপর আপনার যেই প্লাগিন ভাল লাগে সেইটা ইন্সটল করবেন । নিচের ছবি দেখুন উপরের বর্ণনার ফলাফল দেখতে হলে ।

# স্টেপ ২: তারপর আপনি প্লাগিন টি ইন্সটল করবেন ।তারপর আপনি যখন কোন পোস্ট বা পেজ এডিট করতে যাবেন কিংবা নতুন কোন পোস্ট বা পেজ তৈরি করতে যাবেন । তখন আপনি স্কিমা অ্যাড করবার জন্য এমন একটা ট্যাব পাবেন । নিচের ছবি দেখুন উপরের বর্ণনার ফলাফল দেখতে হলে ।

# স্টেপ ৩: আপনি যে মার্কআপ করছেন তা কি ভুল না শুদ্ধ সেই টা নিয়ে প্রশ্ন মনে জাগলে । ছবির দেখানো পেন্সিল মার্কে ক্লিক করে ডাটা চেক, ডাটা এডিট করতে পারবেন । নিচের ছবি দেখুন উপরের বর্ণনার ফলাফল দেখতে হলে ।

ফাইনালই আমরা আমাদের ওয়েবসাইটে স্কিমা অ্যাড করতে পেরেছি ।
চাইলে আপনি আপনার ওয়েবসাইট এর স্কিমা ডাটা গুগল এর টুলস দ্বারা চেক করতে পারেন । স্কিমা ডাটা গুগল এর টুলস দিয়ে চেক করতে এই ওয়েবসাইটে যানঃ https://search.google.com/structured-data/testing-tool
তারপর আপনি আপনার ওয়েবসাইট ইউআরএল দিয়ে সার্চ করুন । নিচের ছবি দেখুন উপরের বর্ণনার ফলাফল দেখতে হলে ।

তারপর আপনি রান টেস্ট বাটন ক্লিক করবেন । তাহলে আপনি আপনার ওয়েবসাইট এর স্কিমা ডাটা দেখতে পাবেন ।
আমার এই ভিডিওটা দেখে নিন –
প্লাগিন এর মাধ্যমে কিভাবে স্কিমা সেট করবো?
এই প্রসেসটি বেশ সহজ।
জাস্ট এই প্লাগিনটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
তারপর আপনি সেটিংস এ গিয়ে একটু সেট করে নিন আপনার ব্লগের জন্যে।

আপনাদের যদি কোন প্রশ্ন থাকে স্কিমা নিয়ে তাহলে আমাদেরকে এসইও রিলেটেড প্রশ্ন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।
ধন্যবাদ সকলকে।
আল্লাহ হাফেজ ।
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
- গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে? - November 6, 2021