কিভাবে স্কিমা ট্যাগ আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন ?

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন, আজকে আমি আপনাদের সামনে গল্পে গল্পে  কিভাবে আপনি আপনার ওয়েবসাইট এর জন্য কিভাবে স্কিমা আপনার ওয়েবসাইটে অ্যাড  করেবেন তা   নিয়ে আলোচনা করবোবন্ধুরা গত পর্বগুলিতে আমরা জেনেছিঃ

  • এসইও কি?
  • এসইও কেন করবেন?
  • কিভাবে গুগল তার সার্চ রেজাল্ট দেখায় ?
  • রাঙ্কিং ফ্যাক্টর কি?
  • অ্যালগোরিদম কি?
  • এসইও কত প্রকার ও কি কি?
  • ব্ল্যাক হ্যাট এসইওকি?
  • হোয়াইট হ্যাট এসইওকি?
  • গ্রে হ্যাট এসইওকি?
  • অন পেজ এসইও কি?
  • অফ পেজ এসইও কি ?
  • কিওয়ার্ড রিসার্চ কি, কিভাবে গুগল কিওয়ার্ড প্লানার ইউস করে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন
  • সেমরাস দিয়ে কিভাবে ইউস করে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন
  • সেমরাস দিয়ে কিভাবে  নিস সাইট এর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন?
  • ওয়ার্ডপ্রেস কিভাবে ইন্সটল করবেন ।
  • কিভাবে ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল করবেন ।
  • কিভাবে SSL কিনবেন ও  ইন্সটল করবেন
  • অন পেজ এসইও কি
  • অন পেজ এসইও  এর কিছু গুরুত্বপূর্ণ পার্ট
  • এএমপি কি ও কিভাবে এএমপি সেট আপ করবেন ?
  • কিভাবে আপনি আপনার ওয়েবসাইট এর জন্য অন পেজ  অডিট করেবেন
  • কিভাবে আপনি আপনার ওয়েবসাইট এর জন্য অফ পেজ  অডিট করেবেন

তো যাওয়া যাক আমাদের আজকের পর্বে

তারপর দিন  করিম গেল কিভাবে স্কিমা ওয়েবসাইটে অ্যাড  করা যায় তা নিয়ে জানতে ।

করিমঃ ভাই স্কিমা কি ?

আইটি এক্সপার্টঃ স্কিমা হচ্ছে একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ , যেটা সকল সার্চ ইঞ্জিন সাপোর্ট করে ।  তাদের মধ্যে গুগল, ইয়াহু, বিং ইত্যাদি  স্কিমা কে প্রোমট করছে । স্কিমা হচ্ছে একটা কোড যা আপনার ওয়েবসাইট এ বসালে সার্চ ইঞ্জিন ইউসারদের অনেক বেশি তথ্য দিতে সামর্থ হয়ে থাকে। আপনি কখনো রিচ স্নিপেটস ব্যবহার করে থাকেন তবে অবশ্যই আপনি স্কিমা মার্কআপ সম্পর্কে জানতে পারবেন। 

করিমঃ ভাই যদি স্কিমা এর একটা উদাহারন দিতেন তাহলে বুঝতে সুবিধা হত!

আইটি এক্সপার্টঃ এখানে একটা লোকাল ব্যবসা এর স্কিমা মার্কআপ দেখানো হলো
স্কিমা এখানে SERP কে বলে দিচ্ছে সেলুন তা কোথায় আছে এর অবস্থান কোথায়। মনে
করেন আমি নিউওয়ার্ক সিটি  তে নিউ গেলাম । এখন  আমি চাই সেভ করবো । ভাল কোন সেলুন আছে নিউওয়ার্ক সিটি  তে তা আমি জানিনা, তা জানতে গুগলে আমি সার্চ করলাম best hair salons nyc লিখে । তারপর নিচের ছবিটি লক্ষ্য করুন ।

what is schema
  • Save

দেখুন এখানে এটা লিখে সার্চ করার পর কিছু ওয়েবসাইট নিয়ে আসছে রেটিং, ম্যাপ, ফোন নাম্বার  ও ওয়েবসাইট  সহকারে । এই যে ওয়েবসাইট নিয়ে আসছে রেটিং সহকারে , এই রেটিং হচ্ছে কাস্টমার রিভিউ । এই যে যে ওয়েবসাইট নিয়ে আসছে রেটিং সহকারে একেই বলে স্কিমা । স্কিমা সার্চ ইঞ্জিনকে বলে দেয় তোমার ডাটা কি অর্থ বহন করে;
আপনার ওয়েবসাইট এর কনটেন্ট সার্চ ইঞ্জিন ইনডেক্স করার পর ফিরে আসে কিন্তু যেসকল কনটেন্ট এ স্কিমা থাকে ঐগিলা ইন্ডেক্সেড হবার পর অন্য ভাবে ফিরে আসে। ভাবছেন কিভাবে দুইরকম হলো ? কারণ – স্কিমা মার্কআপ বলে দেয় সার্চ ইঞ্জিনকে কনটেন্ট এর ভিতর কি আছে। যেমন আপনি একটা কনটেন্ট লিখলেন , ওই কনটেন্ট এ আপনি স্কিমা করলেন আর রাইটার এর নাম এ আপনার নাম বসালেন। তার মানে সার্চ ইঞ্জিন আপনার কনটেন্ট এর নামটাই অথোর হিসেবে ধরে নিবে। এখন আপনি যদি সার্চ ইঞ্জিনে আপনার নাম লিখে সার্চ করেন তাহলে সাথে সাথে আপনার স্কিমা করা কন্টেনটি দেখাবে। 

করিমঃ স্কিমা কেন উদ্ভাবিত হলো ?

আইটি এক্সপার্টঃ স্কিমা উদ্ভাবিত করা হয়েছে ইউসারদের জন্য যখন কোনো ওয়েবসাইট এ স্কিমা ব্যবহার করা হচ্ছে তখন এর ইউসাররা সার্চ ইঞ্জিন রেজাল্ট থেকে ওয়েবসাইটে সব কিছু দেখতে পারেন। যেমন; তারা কি করছে? তাদের স্টাফ খরচ কেমন। অনেকে স্কিমাকে ভার্চুয়াল বিজনেস কার্ড ও বলে থাকে।
আসলে সার্চ ইঞ্জিন ইউসারদের যেসকল ইনফরমেশন দেখতে চায় তাই স্কিমাতে সঠিকভাবে পাওয়া যায়।  

করিমঃ ভাই কিভাবে স্কিমা সেট করবো ?

আইটি এক্সপার্টঃ প্রথমে স্কিমা সেট করতে ওয়ার্ডপ্রেস প্লুাগিন্স থেকে স্কিমা প্লাগিন্স ইন্সটল করতে হবে ।তারপর প্লাগিন্স টাকে ইন্সটল করতে হবে। আমি আপনাকে দেখানোর জন্য Schema Creator দিয়ে স্কিমা প্লাগিন্স কিভাবে সেট করবেন দেখাচ্ছি ।

প্রথমে আপনি নিচের ছবিটি লক্ষ্য করুন ও সেই অনুযায়ী কাজ করুন ।

schema set up
  • Save

ছবি এর মতন করেন সেট করে সেভ করুন । তারপর  আপনি আপনার ড্যাশবোর্ড এর পোস্ট সেকশনে গিয়ে পোস্টে যান । তারপর দেখুন আপনার পোস্টে স্কিমা এর একটা অপশন চলে আসছে । আপনি নিচের ছবিটি লক্ষ্য করুন ।

schema post set
  • Save

করিমঃ তারপর কি করবো ভাই?

আইটি এক্সপার্টঃ তারপর আপনি আমার দেখানো জাইগায় ক্লিক করবেন । তারপর একটা পপ আপ আসবে । সেই পপ আপে আপনি আপনার প্রয়োজনীয়  সকল ইনফোরমেশন অ্যাড করে সেভ করে দিবেন ।

করিমঃ ভাই স্কিমা কি একটা পোস্ট এর জন্য করলেই চলবে নাকি সকল পোস্ট এর জন্য করতে হবে ।

আইটি এক্সপার্টঃ আপনাকে সকল পোস্ট এর জন্য স্কিমা করতে হবে। ভাই এর কিছু জানবার আছে স্কিমা নিয়ে ।

করিমঃভাই স্কিমা সেট করলাম কিভাবে বুঝবো যে আমার স্কিমা সেট করা টা ঠিকঠাক মতন হয়েছে ?

আইটি এক্সপার্টঃ খুবই ভাল একটা প্রশ্ন করেছেন । আপনাকে স্কিমা সেট করা ঠিক আছে কিনা চেক করতে এই ইউআরএলে যেতে হবে । https://search.google.com/structured-data/testing-tool

তারপর আপনি নিচের ছবিটি লক্ষ্য করুন ।

structured-data checks
  • Save

প্রথমে ডোমেইন নামে এর জাইগায় আপনার ওয়েবসাইট এর ইউআরএল দিবেন তারপর ক্লিক নামক জাইগায় ক্লিক করবেন ।

আমি এখানে ফেসবুক এর স্কিমা সেট করা ঠিক আছে কিনা চেক করছি । আপনি নিচের ছবিটি লক্ষ্য করুন ।

check up result
  • Save

দেখুন ফেসবুক এর স্কিমা সেট করা আছে এবং তাতে কোন এরর নাই ।

কি ভাই বুঝতে পারছেন যে কিভাবে স্কিমা সেট করা হয়ে থাকে ।

করিমঃ জি ভাই বুঝতে পারছি ।ওকে ভাই আজ তাহলে আসি এবার কালকে কথা হবে ইন্সাল্লাহ ।

আইটি এক্সপার্টঃ আল্লাহ হাফেজ ।

করিমঃ আল্লাহ হাফেজ ।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap