ইনফোগ্রাফিক নিয়ে কিছু কথা

আসালামু আলাইকুম। সবাই কেমন আছেন,আশা করছি নিশ্চয়ই ভাল আছেন । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনফোগ্রাফিক নিয়ে কিছু কথা। চলুন তাহলে আমাদের মুল পোস্টে যাওয়া যাক ।

সজ্জিত স্ট্রাকচারে তথ্য বহুল ভিজুয়াল ইমেজ-ই ইনফোগ্রাফিক। অর্থাৎ ইনফোগ্রাফিক এমন একটি ছবি যা মনের কথাকে সহজ ভাবে উপস্থাপন করে। কথায় আছে ছবিও কথা বলে। তবে এই ইনফোগ্রাফিক একটু বাচাল টাইপের কারন অন্য ছবির চেয়ে একটু বেশিই কথা বলে।

ইনফোগ্রাফিক নিয়ে কিছু কথা।
  • Save

ইনফোগ্রাফিক কেন করবেন?
ইনফোগ্রাফিক কেন করবো এটা ব্রেইন ডেন-ই ভাল বলতে পারেন। তারপরেও কয়েকটা এক্সাম্পল।
১। আজকাল মানুষ আর্টিকেল পড়ার পাশাপাশি ইনফোগ্রাফিক রিড করতে পছন্দ করে।
২। আর্টিকেল শেয়ার এর চেয়ে ইনফোগ্রাফিক শেইয়ারের প্রবনতা বাড়ছে।
৩। ইনফোগ্রাফিক সবমিশনে পাওয়ারফুল ব্যাকলিঙ্ক পাওয়া যায়।
৪। গেস্ট পস্টের সাথে ইনফোগ্রাফিক অফার করলে রেস্পন্স রেট বাড়ে।
৫। ইনফোগ্রাফিক মার্কেটিং করে সহজেই বিজনেসকে ব্রান্ড এবল করা যায়।
৬। পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য বেস্ট প্রেক্টিস।

ইনফোগ্রাফিক মার্কেটিং
আবার গুরু ব্রেইন ডেন এর কথা স্মরন করছি। একপলকে দেখে নিই কিভাবে মার্কেটিং করবো।

১। একটি সুন্দর ইনফোগ্রাফিক আপনার সাইটে পোস্ট করুন।
২। রিসার্স করুন কারা আপনার ঐ টপিক নিয়ে কথা বলছে।
৩। তাদের কি ইনফোগ্রাফিক আছে? না থাকলে তাদের ভিজিটর রা কেমন, কি চায়, আপনার ইনফোগ্রাফিক তাদের কাছে কেমন লাগবে? বুঝতে চেস্টা করুন।
৪। তাদেরকে আপনার ইনফোগ্রাফিকটি দেখান।
৫। ইনফোগ্রাফিক এর সাথে ইউনিক আর্টিকেল অফার করুন।
বিস্তারিতঃ http://backlinko.com/how-to-get-backlinks
এছাড়াও এমন কিছু ব্লগের লিস্ট করুন যেখানে ইনফোগ্রাফিক সাবমিট করলে ভাইরাল হওয়ার চান্স আছে।
বিস্তারিতঃ https://piktochart.com/blog/websites-submit-promote-your-infographic/

কিভাবে করবেন?
কি কিভাবে করবেন? ইনফোগ্রাফিক ডিজাইন নাকি মার্কেটিং? আপনি যদি ভিজুয়াল গ্রাফহিক ডিজাইন করতে না জানেন তাহলে হিতে বিপরীত হতে পারে। কারন একটা ইফেক্টিভ ইনফোগ্রাফিক ছাড়া মার্কেটিং সম্ভব না। কিছু কিছু সাইট আছে যারা ইনফোগ্রাফিক রিভিউ করে পেইড/ফ্রি। কিন্তু ইনফোগ্রাফিক মানসম্মত না হলে আপনার সাবমিশন রিজেক্ট হবে। রেস্পন্স রেট ০%। সব চেষ্টা বৃথা।

কিভাবে একটি আইকেচিং ইনফোগ্রাফিক ডিজাইন করবেন?
কালার, ফন্ট, আইকন এই তিনটা ভাল না হলে ইনফোগ্রাফিকের ডাটা যতই ভাল হক ভাইরাল হয়ার চান্স কম। এরপর স্ট্রাকচার লেয়াউট, এলিমেন্ট।
বিস্তারিতঃ https://blog.kissmetrics.com/12-infographic-tips/

ইনফোগ্রাফিক ডিজাইনের জন্য কিছু টুলস
অনলাইনে অনেক টুলস আছে এর মধ্যে ক্যানভা অন্যতম। আর পেইড হচ্ছে এসেলে।
সোর্সঃ http://www.creativebloq.com/infographic/6-best-tools-creating-infographics-21619252
ফ্রী ইমেজ সোর্সঃ https://blog.bufferapp.com/free-image-sources-list/
ফ্রী আইকন সোর্সঃ সার্স গুগল ফর পিএনজি আইকন।
আসলে অনলাইনে যে ফ্রী টুলস গুলা আছে খুব সহজেই ওইগুলো ইউজ করে আমরা ইনফোগ্রাফিক ডিজাইন করতে পারি, আমাদের নিজেদের সাইটের জন্য । কিন্তু ইনফোগ্রাফিক প্রমোশন এর জন্য ওইসব টুলস দিয়ে মানসম্মত ইনফোগ্রাফিক ডিজাইন করা সো টাফ। কেন?
১। আপনার সৃজনশীলতার প্রকাশ ঘটবে না। আর ডিজাইন মানেই সৃজিনশীলতা।
২। টুলস গুলোর লেয়াউট সীমিত। কম বেশি সবাই ওইগুলো ইউজ করে। খুব বেশি হলে আপনি টেক্সট, আইকন, কালার চেঞ্জ করতে পারবেন। নতুন করে মনের মত অবজেক্ট বা ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন না।
তবে ক্যানভাতে ব্ল্যাঙ্ক লেয়াউট আছে ট্রাই করতে পারেন। বেস্ট প্রাক্টিসঃ পাওয়ারপয়েন্ট, ইলাস্ট্রেটর, ফটশপ ইত্যাদি।

ইনফো গ্রাফিক পাওয়ার পয়েন্টে করার কিছু টেমপ্লেট আপনাদের সামনে তুলে ধরবো যেমন :
(১) মার্কেটোফাই – আল্টিমেট পাওয়ারপয়েণ্ট টেম্পলেট
আপনার ক্রেতার মন জয় করতে এই পাওয়ার পয়েন্ট টেম্পলেট টি ব্যবহার করতে পারেন। এটা সহজেই বিভিন্ন রকম ইনফোগ্রাফিক উপস্থাপনার চাহিদা মেটানোর জন্যই ডিজাইন করা হয়েছে: তা হতে পারে নতুন কোনও ব্যবসার উত্থান ও পতন দেখানো। এই থিমে ২০০ এরও বেশী অনন্য স্লাইড আছে যেগুলো বাস্তব-সম্মত উপস্থাপনার ক্ষেত্রে সমৃদ্ধ ।
(২) এভার – মাল্টিপারপাস প্রেজেন্টেশন টেমপ্লেট
ব্যক্তিগত ব্যবহারের জন্য এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পাওয়ারপয়েন্ট টেমপ্লেট। এটাতে আছে ২০০টির বেশী স্লাইড ও ৩০০ এরও বেশী আইকন। এখানে কয়েক প্রকারের তথ্য উপস্থাপনার সুবিধা আছে, যেমন, ফ্লো চার্ট ইনফোগ্রাফিক, তথ্য চালিত ডায়াগ্রাম, প্রসেস ডায়াগ্রাম, ট্রি ডায়াগ্রাম, ম্যাপ, ম্যাট্রিক্স চার্ট ও আরও অনেক কিছু।
ইনফো গ্রাফিক এডোবি ইলাস্ট্রেটর দিয়েও করা যায় তাহলে চলুন দেখেনি কি করে করবেন আর কোনটা ব্যবহার করবেন ?
এডোবি ক্রিয়েটিভ ক্লাউড: এডোবি ক্রিয়েটিভ ক্লাউড সবচাইতে ভালো টুলস ইনফোগ্রাফিক্স করার জন্য আর ভিজ্যুয়াল ডাটার জন্য এডোবি ইলাস্ট্রেটর CC দিচ্ছে সব রকম ফিচারস ইনফোগ্রাফিক তৈরির জন্যযদি আপনি এডোবি ফটোশপ ও ইলাস্ট্রেটর দিয়ে কি করে ইনফোগ্রাফিক্স করতে হবে তা জানতে চান।

আপনার যে কোন প্রশ্ন, সমস্যা, অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে ২ ভাবে মেইল ও কমেন্ট এর মাধ্যমে । কমেন্ট এর মাধ্যমে হেল্প চাইলে নিচে কমেন্ট করুন। মেইল এর মাধ্যমে যোগাযোগ করতে চাইলে আমাদের কনটাক আস পেজ যোগাযোগ করতে পারেন ।

আজ যাচ্ছি আগামী কোন লিখাতে আপনাদের সামনে হাজির হব নতুন কোন এসইও ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কোন নতুন কোন পার্ট নিয়ে । আল্লাহ হাফেজ ।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap