ইন্সটাগ্রাম মার্কেটিং -2

আসালামু আলাইকুম। সবাই কেমন আছেন,আশা করছি নিশ্চয়ই ভাল আছেন । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে করে ইন্সটাগ্রাম মার্কেটিং করতে পারেন। চলুন তাহলে আমাদের মুল পোস্টে যাওয়া যাক ।

instagram
  • Save

১৮। Pinterest থেকে একটু সময় নিয়ে খুব সুন্দর সুন্দর ফটো বের করে নিবেন । যেমন বেশি রি-পিন ওয়ালা ফটো ব্যবহার করতে পারেন । তো বেশি রি-পিন ওয়ালা ফটো বের করার জন্য ( Pinterest Sort ) অ্যাডঅনটি ব্যাবহার করতে পারেন ।

১৯। তো এখন পোস্ট করার জন্য কন্টেন্ট কালেক্ট করলেন আপনার মনে প্রশ্ন আস্তেই পারে কিভাবে পোস্ট করলে আপনার রিচ, এঙ্গগেজমেন্ট বেশি হতে পারে অথবা আপনার নিশ পিপল দের কাছে আপনার পোস্ট করা কন্টেন্ট তাদের কাছে পৌছাবে, কারণ আমি তো সবে মাত্র অ্যাকাউন্ট করলাম ২ দিন হল আমার তো কোনো ফলোয়ার নাই ।

২০। রিচ, এঙ্গগেজমেন্ট বাড়ানো কিংবা নিশ পিপল দের কাছে আপনার পোস্ট করা কন্টেন্ট পৌছানোর জন্য আপনাকে #Hash_Tag ব্যাবহার করতে হবে, মানে নিশ রিলেটেড #Hash_Tag । যেহেতু আপনার এখন কোনো ফলোয়ার নাই বর্তমানে ।

২১। সো ভালো #Hash_Tag খুজে পাওয়ার জন্য আপনাকে নিশ এর #Hash_Tag দিয়ে সার্চ করে করে এনালইসিস করতে হবে আপনার নিশ পিপল কোন #Hash_Tag গুলাতে বেশি পোস্ট করে থাকে ।

২২। এনালইসিস করে #Hash_Tag খুজে বের করলেন এখন আপনি পোস্ট করার সময় ক্যাপশন লিখলেন + সাথে যেটা করবেন সেটা হচ্ছে আপনার নিশ এর ইমুজি ব্যাবহার করবেন আর সেটা অবশ্যই আপনার পোস্ট করা ফটো যে মুড আছে সেই রিলেটেড । তারপর #Hash_Tag দিয়ে পোস্ট করলেন ।

২৩। আপনার অ্যাকাউন্ট সাজানো শেষ + পোস্ট করার কাজ শেষ আর একটা কথা প্রতিদিন ৩-৫ টা পোস্ট করবেন কোনো মতেই আপনার ফলোয়ার দের বিরক্ত করবেন না।

২৪। একটা নির্দিষ্ট সময়ে পোস্ট করবেন । কখন তারা বেশি অ্যাক্টিভ থাকে সেটা গ্রুপে Chart আছে দেখে নিবেন ।

২৫। কখন পোস্ট করতে হবে কিভাবে পোস্ট করলে নিশ পিপল দের কাছে আপনার কন্টেন্ট পৌছাবে তা আয়ত্ত করলেন, এখন কাদের ফলো করলে ফলোব্যাক বেশি পাবেন ।

২৬। #Hash_Tag + নিশ এর নাম দিয়ে সার্চ করলেন আপনাকে একটা ফলাফল দিল ইন্সটাগ্রাম । টপ পোস্ট ৯ টা তারপর মোস্ট-রিসেন্ট………… । আপনি মোস্ট-রিসেন্ট পোস্ট গুলা থেকে খুজে বের করবেন ২-৫ মিনিট হয়েছে পোস্ট করেছে কিন্তু সেই পোস্টে ২০-৫০ টা লাইক পরেছে ।

২৭। আপনি সেই পোস্টে যারা লাইক দিয়েছে তাদের এক এক করে ফলো করা শুরু করেন । এভাবে প্রতিদিন আপনি একই ভাবে ফলো করতে থাকেন ।

২৮। যখন তাদের ফলো করা শুরু করবেন প্রথম দিকে হয়ত ফলো-ব্যাক রেশিও কম হতে পারে টেনশন নট । ২০-৫০ জন ফলোয়ার হলে রেশিও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে । আমি চেষ্টা করি ফলো-ব্যাক রেশিওটা কম হলেও ৬০% রাখার । যদি ও সব সময় তা সম্ভব হয় না ।

আপনার যে কোন প্রশ্ন, সমস্যা, অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে ২ ভাবে মেইল ও কমেন্ট এর মাধ্যমে । কমেন্ট এর মাধ্যমে হেল্প চাইলে নিচে কমেন্ট করুন। মেইল এর মাধ্যমে যোগাযোগ করতে চাইলে আমাদের কনটাক আস পেজ যোগাযোগ করতে পারেন ।

আজ যাচ্ছি আগামী কোন লিখাতে আপনাদের সামনে হাজির হব নতুন কোন এসইও ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কোন নতুন কোন পার্ট নিয়ে । আল্লাহ হাফেজ ।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap