ছবি নিয়ে এসইও কথন

আসালামু আলাইকুম। সবাই কেমন আছেন,আশা করছি নিশ্চয়ই ভাল আছেন । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে করে ফ্রী তে স্টক ইমেজ পাবেন। চলুন তাহলে আমাদের মুল পোস্টে যাওয়া যাক ।

আসলে আমাদের ওয়েবসাইট গুলিতে আমরা সবাই ইমেজ ইউস করে থাকি কারন ইমেজ আমাদের ওয়েবসাইট এর এঙ্গেজমেন্ট বাড়াতে সহায়তা করে । ইমেজ থাকলে আমাদের ওয়েবসাইট এর বাউন্স রেট কম হয় । আমাদের ওয়েবসাইটকে গুড লুকিং ডেশিং করে তুলে । তবে ইমেজ যদি ইউনিক বা কপিরাইট ছাড়া না হয় তাহলে গুগল আপনাকে কপিরাইট বা ইমেজ কপি এর জন্য শাস্তি দিতে পারে । তাই আমাদের সবার উচিত ইউনিক বা কপিরাইট ছাড়া ইমেজ ইউস করা । ভাবছেন কিভাবে পাবেন ফ্রী তে কপিরাইট ছাড়া ইমেজ চলুন তাই প্রথমে জানি ।

কিভাবে পাবেন ফ্রী তে কপিরাইট ছাড়া ইমেজ

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ১২ টা ওয়েবসাইট যেই খানে আপনি পাবেন ফ্রী স্টক ইমেজ ।

Makerbook
আপনি এই ওয়েবসাইট থেকে ইমেজ, মকআপ, ফন্ট, অডিও, ভিডিও ইত্যাদি পাবেন । ওদের ওয়েবসাইটে যেতে: http://makerbook.net/

Pixabay
আপনি এই ওয়েবসাইট থেকে ইমেজ, অডিও, ভিডিও, ফটোগ্রাফার ছবি ইত্যাদি পাবেন । ওদের ওয়েবসাইটে যেতে: https://pixabay.com/

Pexels
আপনি এই ওয়েবসাইট থেকে ইমেজ, অডিও, ভিডিও, ফটোগ্রাফার ছবি, প্লাগিন্স ও অ্যাপস ইত্যাদি পাবেন । ওদের ওয়েবসাইটে যেতে: https://www.pexels.com/

Stocksnap
আপনি এই ওয়েবসাইট থেকে ইমেজ পাবেন ফ্রীতে তবে আপনি ওদের কাছ থেকে পেইড সার্ভিস নিতে পারবেন। ওদের ওয়েবসাইটে যেতে: https://stocksnap.io/

Unsplash
আপনি এই ওয়েবসাইট থেকে ইমেজ পাবেন ফ্রীতে তবে আপনি ওদের কাছ থেকে পেইড সার্ভিস নিতে পারবেন।ওদের একটা কমিউনিটি ও একটা স্টোর আছে যেইটা সকল স্টক ইমেজ ওয়েবসাইট এর থেকে আলাদা। ওদের ওয়েবসাইটে যেতে: https://unsplash.com/

Kaboompics
আপনি এই ওয়েবসাইট থেকে ইমেজ পাবেন ফ্রীতে তবে আপনি ওদের কাছ থেকে পেইড সার্ভিস নিতে পারবেন। ওদের ওয়েবসাইটে যেতে: http://kaboompics.com/

Gratisography
আপনি এই ওয়েবসাইট থেকে ইমেজ পাবেন ফ্রীতে । ওদের ওয়েবসাইটে যেতে: https://www.gratisography.com/

Reshot

এতে বিশাল ছবির স্টক আছে। আপনি এইখান থেকে আপনার ব্যবসা বা মুক্ত পেশার জন্য ছবি ব্যবহার করতে পারেন। কমার্শিয়াল ও এডিটরাল কাজে আপনি ব্যবহার করতে পারেন। ওয়েবসাইট লিংক : https://www.reshot.com/

FoodiesFeed

এই ওয়েবসাইট এ আপনি হাজার হাজার ফ্রেশ ফুড এর ভালো রেসুলেশনের ছবি পাবেন। এই ব্লগ আসলে ফুড ব্লগারদের বেশ সহায়তা করে থাকে।

Picjumbo

এই ওয়েবসাইট থেকে আপনি সহজেই পার্সোনাল ও কমার্শিয়াল ছবি ফ্রীতে ব্যবহার করতে পারবেন। নতুন ছবি আপলোড হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে। যেমন : ফ্যাশন, নেচার, টেকনোলজি ও অন্যান্য।
ওয়েবসাইট লিংক : http://picjumbo.com/

New Old Stock

এই ওয়েবসাইট এ আপনি পুরোনো ছবি পাবেন। যেগুলা আপনি নতুন হিসেবে ব্যবহার করতে পারেন। এই ছবি গুলাও একদম কপি রাইট ফ্রি।
ওয়েবসাইট লিংক : http://nos.twnsnd.co/

StyledStock

এই ওয়েবসাইটটি মূলত মহিলা ব্যবসায়ীদের জন্য বা মহিলাদের টার্গেট করে ছবি দেয়া। ব্যক্তিগত ও ব্যবসার কাজে এই সাইট ব্যবহার করা হয়ে থাকে।
ওয়েবসাইট লিংক : https://styledstock.co/

 

এই ১২ টা স্টক ইমেজ ওয়েবসাইট থেকে আপনি ফ্রী তে ইমেজ নিতে পারেন । ভাবছেন এছাড়া কিভাবে আপনি আপনার ওয়েবসাইট এর জন্য ইমেজ পেতে পারেন ।
আপনি আপনার নিজ ক্যামেরা বা মোবাইল দিয়ে ছবি তুলে ইউস করতে পারেন । আপনি আপনার কেনা প্রোডাক্ট এর ছবি ইউস করতে পারেন ।
ছবি ইউস নিয়ে আমরা অনেক কথা বলে ফেললাম । চলুন এই ছবি কে জানি, এটা কি ইউনিক নাকি ডুপ্লিকেট ।
স্টেপ১: সবার প্রথমে গুগল ইমেজ যাবেন তারপর ক্যামেরা আইকনে ক্লিক করবেন । নিচের ছবি লক্ষ্য করুন ।

image1
  • Save

স্টেপ ২: তারপর আপনি যদি ইউআরএল দিয়ে চেক করতে চান। লাল মার্ক করা জাইগায় ক্লিক করতে হবে । আর যদি নিজের পিসি থেকে ছবি আপলোড করে চেক করতে চান তাহলে নীল মার্ক করা জাইগায় ক্লিক করতে হবে । নিচের ছবি লক্ষ্য করুন ।

image2
  • Save

স্টেপ ৩: আমি আপনাকে দেখানোর জন্য একটা ছবি আপলোড করে দেখাচ্ছি । নিচের ছবি লক্ষ্য করুন ।
দেখুন ছবিটি ইউনিক না । এই ছবিটা বিভিন্ন ওয়েবসাইটে ইউস করা হইছে । সব গুলা ওয়েবসাইট ও সাইজ বলে দিচ্ছে গুগল ।

image3
  • Save

এইভাবে করে আপনি আপনার ছবিটি ইউনিক কিনা জানতে পারবেন ।

আপনার যে কোন প্রশ্ন, সমস্যা, অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে ২ ভাবে মেইল ও কমেন্ট এর মাধ্যমে । কমেন্ট এর মাধ্যমে হেল্প চাইলে নিচে কমেন্ট করুন। মেইল এর মাধ্যমে যোগাযোগ করতে চাইলে আমাদের কনটাক আস পেজ যোগাযোগ করতে পারেন ।

আজ যাচ্ছি আগামী কোন লিখাতে আপনাদের সামনে হাজির হব নতুন কোন এসইও ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কোন নতুন কোন পার্ট নিয়ে । আল্লাহ হাফেজ ।

 

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap