কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে থিম ইন্সটল করবেন ?

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন, আজকে আমি আপনাদের সামনে গল্পে গল্পে  কিভাবে  ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে  থিম ইন্সটল করবেন ।সে সম্পরকে আলোচনা করবো।

বন্ধুরা গত পর্ব গুলোতে আমরা জেনেছিঃ

• এসইও কি ?

• এসইও কেন করবেন ?

• কিভাবে গুগল তার সার্চ রেজাল্ট দেখায় ?

• রাঙ্কিং ফ্যাক্টর কি ?

• অ্যালগোরিদম কি ?

• এসইও কত প্রকার ও কি কি ?

• ব্ল্যাক হ্যাট এসইওকি ?

• হোয়াইট হ্যাট এসইও কি ?

• গ্রে হ্যাট এসইও কি ?

• অন পেজ এসইও কি ?

• অফ পেজ এসইও কি ?

• কিওয়ার্ড রিসার্চ কি, কিভাবে গুগল কিওয়ার্ড প্লানার ইউস করে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন ?

• সেমরাস দিয়ে কিভাবে ইউস করে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন

• সেমরাস দিয়ে কিভাবে  নিশ সাইট এর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন ?

• কিভাবে ডোমেইন হোস্টিং কিনবেন ?

• কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন ?

তো যাওয়া যাক আমাদের আজকের পর্বে।

করিম তারপরের দিন গেল আইটি এক্সপার্ট ভাই এর কাছে কিভাবে  ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে  থিম ইন্সটল করবেন  তা নিয়ে জানবার জন্য ।

করিমঃ ভাই ভাল আছেন?

আইটি এক্সপার্টঃ জি ভাল আছি, আপনি ভাল আছেন তো?

করিমঃ ভাই ওয়ার্ড প্রেস থিম কি?

আইটি এক্সপার্টঃ ওয়ার্ডপ্রেস থিম হচ্ছে আপনার ওয়েবসাইটের সুন্দর্য বাড়ায়। একটি সাইট এ কি কি ফিচারস থাকবে ও ডিসাইন কি রকম হবে তা থিম এর উপর নির্ভর করে থাকে। ওয়ার্ডপ্রেস থিম বিভিন্ন রকম হয়ে থাকে এটি কাস্টম থেকে ফ্রি থিম আপনি পাবেন ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট থিম হিসেবে। অথবা আপনি আপনার পছন্দ মতো কিনে তা আপলোড করতে পারেন। একটা জিনিস খেয়াল রাখবেন আপনি অবশ্যই ইউসার ফ্রেন্ডলি থিম ব্যবহার করবেন যাতে আপনার ওয়েবসাইট সকল ফিচারস থাকে।

করিমঃ আচ্ছা ভাই প্লাগিন নিয়ে কিছু বলবেন ?

আইটি এক্সপার্টঃ থিম এর মতন প্লাগিন ও গুরুত্বপূর্ণ। আপনি কিসু ফাংশন অ্যাড করতে চান তাহলে এই প্লাগিন আপনাকে সহায়তা করবে। আবার থিম এর প্লাগিন আছে যা ফ্রিতে পাওয়া যায়। প্লাগিন আসলে সাইটকে ইউসার ফ্রেন্ডলি করতে সহায়তা করে থেকে।
উদাহরণ হিসেবে বলা যায় আপনি আপনার সাইট এর সিকিউরিটি বাড়াতে চান তাহলে আপনি সিকিউরিটি প্লাগিন ইনস্টল করে নেন। অন্য দিকে SSL এর ক্ষেত্রে আপনি রিয়েলি সিম্পল ssl ব্যবহার করতে পারেন যা কিনা আপনার প্রতিটি পেজ এ SSL নিশ্চিত করবে। অন্য দিক এ আপনি ক্ষেত্র বিশেষ এ আপনি প্রিমিয়াম প্লাগিন ব্যবহার করতে পারেন। যেমন আপনি কোনো এডসেন্স ব্লগ চালাচ্ছেন তখন যাতে অ্যাড বেশি শো করে তাই প্রিমিয়াম থিম ব্যবহার করা। বা আপনি আমাজন নিশ সাইট চালাচ্ছেন তখন আপনি ইমেজ বা থিম কিনে চালাতে পারেন। যাতে ইউসার ফ্রেন্ডলি থাকে।
ফ্রি প্লাগিন ওয়ার্ডপ্রেস এ প্রায় ২৭,০০০ আছে যা কিনা কম বেশি সব ব্যবহার হচ্ছে প্রয়োজনভেদে। আশা করি আপনি প্লাগিন ও থিম নিয়ে মোটামোটি একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন। এখন কালুন আপনাকে দেখায় কি করে কি করবেন।

করিমঃ জি ভাল আছি ভাই, ভাই যদি বলতেন যে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে থিম ইন্সটল করতে হয়?

আইটি এক্সপার্টঃ প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর ড্যাশবোর্ডে লগ ইন ইউস করুন। তারপর নিচের দেখানো  ছবিটি লক্ষ্য করুন  ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর ড্যাশবোর্ডে প্রবেশ করে বামের দিকে অপেরিএন্স-এ ক্লিক করবেন দেখেবন থিম  নামে একটা অপশন আসছে ।

wordpress theme installation
  • Save

তারপর নিচের দেখানো  ছবিটি লক্ষ্য করুন  তারপর আপনার সামনে এমন একটা উইন্ডো আসবে । এই খানের অ্যাড নিউ বাটনে ক্লিক করুন ।

wordpress bangla tutorial
  • Save

তারপর নিচের দেখানো  ছবিটি লক্ষ্য করুন  চাইলে আপনি এইখান থেকে আপনার থিম কি কালার হবে, কোথায় সাইড বার থাকবে, এর স্পেচিয়াল ফিচার কি বলে সার্চ করতে পারবেন। আবার আপনি চাইলে আপনার পছন্দ মতন ফ্রী ওয়ার্ডপ্রেস থিম এর নাম সার্চ করে খুঁজে বের করতে পারবেন ।
wordpress theme installation bangla content 2017
  • Save

তারপর নিচের দেখানো  ছবিটি লক্ষ্য করুন  তারপর ইন্সটল বাটনে ক্লিক করুন ।

wordpress
  • Save

তারপর নিচের দেখানো  ছবিটি লক্ষ্য করুন  তারপর অ্যাক্টিভ বাটনে ক্লিক করুন । কিছু সময় পর আপনার ওয়েবসাইট এর থিম ইন্সটল হইয়া যাবে,

করিমঃ ভাই খালি এই ভাবে ওয়ার্ডপ্রেস এর থিম ইন্সটল করা যায় ।

আইটি এক্সপার্টঃ ধরেন আপনার নিজের কোন বানানো থিম বা কিনা কোন কাস্টমাইজ থিম আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপলোড করতে চাচ্ছেন । সেই ক্ষেত্রে  আপনি কি করবেন তাই বলছি এখন ।ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর ড্যাশবোর্ডে প্রবেশ করে বামের দিকে অপেরিএন্স-এ ক্লিক করবেন দেখেবন থিম  নামে একটা অপশন আসছে ।
তারপর নিচের দেখানো  ছবিটি লক্ষ্য করুন  

wordpress bangla tutoria 2017l
  • Save

তারপর আপনি আপলোড  থিমে ক্লিক করুন । তারপর নিচের দেখানো  ছবিটি লক্ষ্য করুন ।  তারপর choose  ফাইল থেকে আপনার ফাইল টা আপলোড করে দিবেন ।তারপর আগের মতন ফাইল টাঁকে অ্যাক্টিভ করুন তাহলে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর জন্য ফ্রী বা পেইড থিম ইন্সটল করতে পারবেন ।

wordpress
  • Save

করিমঃ ভাই আমি আসবার সময় দেখলাম গুগলে সি প্যানেলে দিয়ে কিভাবে জানি থিম ইন্সটল করা যায়, ক্লিয়ার বুঝতে পারি নাই ।

আইটি এক্সপার্টঃ প্রথমে সি প্যানেলে লগ ইন করুন । তারপর আপনি নিচের দেখানো  ছবিটি লক্ষ্য করুন ।  তারপর ফাইল ম্যানেজারে ক্লিক করবেন ।

cpanel theme installation
  • Save

তারপর আপনি নিচের দেখানো  ছবিটি লক্ষ্য করুন ।

cpanel theme
  • Save
তারপর প্রথমে আপনি wp-content  ক্লিক করবেন। সেইখান থেকে  themes ক্লিক করবেন। তারপর আপনি উপরের আপলোড বাটন ক্লিক করে আপনার  থিম ফাইল কে  আপলোড করবেন । আপলোড করার সময় আপনাকে এমন একটা উইন্ডো দেখাবে ।  তারপর আপনি নিচের ছবিটি লক্ষ্য করুন .

theme unzip
  • Save
তারপর আপনি গো ব্যাক বাটন ক্লিক করে আগের জাইগায় ফিরে আসবেন ।তারপর জিপ থিমটাকে  রাইট ক্লিক করে  এক্সট্রাক  করবেন ।  এরপর আপনি আপনার  সি প্যানেল থেকে বের হয় যাবেন । এইভাবে করে আমরা সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর থিম ইন্সটল করতে পারি ।

করিমঃ জি ভাই বুঝতে পারছি । আজকে আসি কালকে আবার আসবো ।

আইটি এক্সপার্টঃ আল্লাহ হাফেজ ।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

2 thoughts on “কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে থিম ইন্সটল করবেন ?”

  1. ফ্রি থিম ব্যবহার করে কি এফিলিয়েট মার্কেটিং করা যাবে?

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap