কিভাবে ম্যানুয়ালি কম্পিটিটর এনালাইসিস করবেন?

আশা করছি সবাই নিশ্চই ভালো আছেন? আমিও অনেক অনেক ভালো আছি। How to Manually Competitor Analysis টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকের বিষয়বস্তু কি। যারা এফিলিয়েট মার্কেটিং করছেন বা শুরু করবেন বলে ভাবছেন তাদের মুল সমস্যা হলো কি ওয়ার্ড রিসার্চের সময় কম্পিটিটর দের এনালাইসিস করা,  কারন অনেকেরই পেইড টুল থাকে না। আর পেইড টুল ছাড়া কি ওয়ার্ড রিসার্চ করাটা এবং তার সাথে কম্পিটিটর দের এনালাইসিস করা বেশ ঝামেলা বা অভিজ্ঞতার বেপার এবং সেই সাথে যদি কম্পিটিটর স্ট্রং হলে কি কি করনীয় তবে চিন্তার কোন কারন নেই। আজ আপনাদের কোন প্রকার পেইড টুল ছড়াই এমাজন এফিলিয়েট মার্কেটিং এর জন্য কি ওয়র্ড রিসার্চ করা সময় কম্টিটিটর এনালাইসিস কিভাবে মেনুয়ালি করে দেখাব। চলুন শুরু করা যাক।

দূর্বল সাইট বুঝবেন কিভাবে? প্রথম দশটা সাইটের মধ্যে দুর্বল আছে কে কে এটা বুঝার জন্য এগুলা দেখেনঃ

১। ১-১০ সাইট টাইটেল দেখবেন কিওয়ার্ড নাই কয়টায়।
২। ১-১০ সাইট এর ইউ আর এলে দেখবেন কিওয়ার্ড নাই কয়টায়।
৩। ১-১০ সাইট এর মেটা ডেস্ক্রিপশনে দেখবেন কিওয়ার্ড নাই কয়টায়।
৪। ১-১০ সাইট এর রুট ডোমেইন কয়টা র‌্যাংকরে আছে। পসিশন ভালো করে চেক করবেন।
৫। ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফোরাম থাকলে সেই পজিশন টা দুর্বল। তবে ১-১০ সাইট এর ৩/৪টা রেজাল্টস হলে সোনায় সোহাগা।
৬। ই-কমার্স সাইটের অনেক বেশি প্রাধান্য থাকলে সেটা বাদ দেওয়াই ভাল। গুগল অনেক বেশি পছন্দ করে ই-কমার্স সাইটকে ঐ সার্চ রেজাল্টস এ।
৭। ১-১০ সাইট এর ব্যাকলিংক দেখবেন, কম ব্যাকলিংক আছে কয়টা সাইটের(২০-৫০)
৮। কম সময়ে ‍র‌্যাং করছে এমন সাইট কয়টা আছে।
৯। হাই অথরিটি সাইট ইক্সাক্ট কিওয়ার্ড এ র‌্যাং করে থাকলে অনেক শক্ত কম্পিটিটর বুঝতে হবে।
১০। কম্পিটিটরদের আর্টিকেল কোয়ালিটি এবং লেংথ কেমন। ১০০০ এভারেজ হলে খুব ভালো হয়।
১১। ১-১০ সাইট গুলোর যদি সার্চ রেজাল্টগুলো আপনার কিওয়ার্ডকে সুপার টার্গেট করে না থাকে
১২। ১-১০ সাইট গুলোর যদি সার্চ রেজাল্টের কন্টেন্টটা অনেক আগে লেখা হয় বা আউটডেটেড হয়ে যায়।
১৩। ১-১০ সাইট গুলোর যদি সার্চ রেজাল্টে কোনো অথরিটি সাইট না আসে।
১৪। ৫০০ পেজের উপরে আছে কত গুলি সাইট । এটা আথরিটি সাইট বুঝার একটা উপায়। ৫০০ বা তার কম হলে আপনি সহজেই এই কীওয়ার্ড টার্গেট করতে পারেন
১৫। তাদের ডোমেইন বয়স কত? কেনানা বয়স বেশি থাকলে আমরা যেমন আনেককে সম্মান করি তেমনিভাবে গুগলও করে।

এগুলাই আপাতত মাথায় আসতেছে।

আশা করছি পুরো বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন। আজকের মতে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

সময় পেলে আপনারা চাইলে আমার ফেইসবুক পোইজ থেকে ঘুরে আসতে পারেন https://www.facebook.com/technet2019/ আমি অনেক খুশি হব।

Jahangir Ahmed
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

6 thoughts on “কিভাবে ম্যানুয়ালি কম্পিটিটর এনালাইসিস করবেন?”

  1. ভাই বাংলা কি ওয়ার্ড ম্যানুয়ালি রিসার্চ করার ক্ষেত্রে কি একই পদ্ধতি অবলম্বন করতে হবে অর্থাৎ বাংলা ব্লগিং করবো তো তাই। দয়া করে জানাবেন।

    Reply
    • shamim vai onk valo laglo
      akta qustion silo.
      assa amar main keyword ta jodi google search di tahole 10 ta resul a akta site a amar main keyword niye kaz kore nai. but jara top 10 a ase tara realted keyword niye rank a ase.
      tahole ami to oder k week dorte pari tai na.

      Reply
      • না। কারণ গুগল শুধু কিওয়ার্ড দেখেই একটা সাইট র‍্যাঙ্ক করে না। কন্টেন্ট, লিঙ্ক, টপিক্যাল রিলেভেন্সি – এইগুলোও গুরুত্বপুর্ন ফ্যাক্টর।

        Reply
  2. Name er sathe mil reke .com domain adsense a apply korsi tara approve korsr pub id dese html code head a boste bolse..pls janaben

    Reply
  3. Thanks Dear Brother.
    It’s so very much helpful and informative page.
    It’s will help people who is beginner in blog making. I have learned many nuances.

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap