কিভাবে করে EDU & GOV সাইট খুঁজে পাবেন

আসালামু আলাইকুম। সবাই কেমন আছেন,আশা করছি নিশ্চয়ই ভাল আছেন । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে করে EDU & GOV সাইট খুঁজে পাবেন ফ্রীতে ব্যাকলিংকের জন্য চলুন তাহলে আমাদের মুল পোস্টে যাওয়া যাক ।

EDU ও GOV সাইটের ব্যাকলিংকের মূল্য অনেক সাইট রাঙ্কে নিয়ে আসবারা জন্য । তাই সকল মার্কেটারগন চেষ্টা করে EDU ও GOV সাইটের ব্যাকলিংক করবার জন্য । আপনি ভাবছেন কি ভাবে EDU & GOV সাইট খুঁজে পাবেন। সেই তরিকাই হচ্ছে আজকের আলোচনার বিষয় বস্তু।

EDU ব্যাকলিংক কি ?
আগে আমরা জানি ব্যাকলিংক কি ? ব্যাকলিংক হচ্ছে একটা ভোট যা আপনার সাইটকে দেয়া হয়ে থাকে। মানে হচ্ছে আপনি আপনার কমিউনিটিতে ভালো এবং আপনি এই জন্য রিলেভেন্ট সাইট থেকে ভোট পেলেন যা আপনার জন্য পসিটিভ। ব্যাকলিংক গুলোর মধ্যে edu ও gov লিংক অনেক বেশি ভ্যালু দিয়ে থাকে। চলুন জেনেনি, edu ব্যাকলিংক কি ?
edu ব্যাকলিংক হচ্ছে এডুকেশনাল সাইট থেকে লিংক আনা বা রিলেভেন্ট edu সাইট থেকে একটা লিংক আনা। edu লিংক তা আনা যদিও একটু ঝামেলার কিন্তু একটা লিংক আপনাকে অনেক বেশি ভ্যালু অ্যাড করতে পারে। তাই edu লিংক বিল্ডিং অনেক বেশি অর্থবহ ও গুরুত্বপূর্ণ।

GOV ব্যাকলিংক কি ?
গভর্মেন্ট সাইট গুলো থেকে যে লিংক পাওয়া যায় তাই হচ্ছে গভ ব্যাকলিংক কিন্তু আপনাকে আপনার নিস অনুযায়ী ব্যাকলিংক খুঁজে বের করতে হবে। আপনার নিশ অনুযায়ী gov লিংক গুলা অনেক বেশি পাওয়ারফুল ও গুরুত্বপূর্ণ হয়ে থাকে।

EDU & GOV
  • Save

কিভাবে EDU ওয়েবসাইট খুঁজে পাবেন

গুগলের সার্চ বারে গিয়ে সার্চ দিন এই টার্মটি তাহলে আপনার চোখের সামনে আসবে EDU সাইট গুলি যেই গুলি দিয়ে কমেন্ট করে ব্যাকলিংক নেয়া সম্ভব।
site:.edu inurl:blog “post a comment”
site:.edu inurl:blog “comments closed”
site:.edu inurl:blog “you must be logged in”
site:.edu inurl:blog “Your Keyword”

কিভাবে GOV ওয়েবসাইট খুঁজে পাবেন

গুগলের সার্চ বারে গিয়ে সার্চ দিন এই টার্মটি তাহলে আপনার চোখের সামনে আসবে GOV সাইট গুলি যেই গুলি দিয়ে কমেন্ট করে ব্যাকলিংক নেয়া সম্ভব।
site:.gov inurl:blog “post a comment”
site:.gov inurl:blog “comments closed”
site:.gov inurl:blog “you must be logged in”
site:.gov inurl:blog “Your Keyword”

এবার আপনাদের কে একটা বোনাস ইনফো শেয়ার করছি ।ভাবছেন EDU & GOV সাইটের ব্যাকলিংক আছে আমার সাইট এর উইকি এর ব্যাক লিংক না থাকলে আর ভাল লাগছে না ।তাদের জন্যই এই টার্ম ।গুগলের সার্চ বারে গিয়ে সার্চ দিন এই টার্মটি তাহলে আপনার চোখের সামনে আসবে উইকি এর ডেড লিংক এবার আপনি লিংকে ক্লিক করে গিয়ে ctrl+F চাপুন এরপর dead link লিখুন তাহলে dead link পেয়ে যাবেন ।এবার আপনার রিলেটেড পোস্ট এর ইউআরএল dead link এর জাইগায় বসিয়ে দিবেন তবেই কাজ শেষ।বলে রাখছি আপনার যদি লিংকটি সামঞ্জস্য পুন্য না হয় তবে মডিফায়ার আপনার লিংক ডিলিট করে দিবে ।
site:wikipedia.org [keyword] + “dead link”

কি তাহলে আপনার আজকে জানা হয়ে গেল কিভাবে করে EDU & GOV সাইট খুঁজে পাবেন ফ্রীতে ব্যাকলিংকের জন্য।

আপনার যে কোন প্রশ্ন, সমস্যা, অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে ২ ভাবে মেইল ও কমেন্ট এর মাধ্যমে । কমেন্ট এর মাধ্যমে হেল্প চাইলে নিচে কমেন্ট করুন। মেইল এর মাধ্যমে যোগাযোগ করতে চাইলে আমাদের কনটাক আস পেজ যোগাযোগ করতে পারেন ।

আজ যাচ্ছি আগামী কোন লিখাতে আপনাদের সামনে হাজির হব নতুন কোন এসইও ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কোন নতুন কোন পার্ট নিয়ে । আল্লাহ হাফেজ।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap