ক্যাটাগরি কিওয়ার্ড এবং সাপোর্টিভ কিওয়ার্ডস এর মানে কি?

প্রশ্নটা ছিল এমনঃ 

“Online Education” যদি প্যারেন্ট কিওয়ার্ড / মেইন কিওয়ার্ড হয়, তাহলে Online Education Degree, Online Education Certificate, Online Education Programs, Online Education Colleges এগুলো তো মেইন কিওয়ার্ডের সাপোর্টিভ কিওয়ার্ড / লং টেইল কিওয়ার্ড হওয়ার কথা। এগুলো কে ক্যাটাগরি কিওয়ার্ড হিসেবে উল্লেখ করেছিলেন।

এগুলো যে ক্যাটাগরি কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড এর সাপোর্টিভ কিওয়ার্ড না সেটা কিভাবে বুঝবো?

আর ক্যাটাগরি কিওয়ার্ড কি শুধুমাত্র কম্পিটিটির এর ওয়েবসাইট থেকে কালেক্ট করবো? কারন কিওয়ার্ড রিসার্চ এর কোনো টুল ইউজ করলে তো অলয়েস মেইন কিওয়ার্ড এর সাপোর্টিভ / লং টেইল কিওয়ার্ড গুলো সাজেস্ট করে।

উত্তরঃ

ক্যাটাগরি কীওয়ার্ড :
ক্যাটাগরি কীওয়ার্ড হচ্ছে আপনার নিস এর রিলেটেড সাব কিছু টপিককেই বলে থাকে। মোট কথা কীওয়ার্ড হচ্ছে আপনি নির্দিষ্ট টপিক এর উপর নির্ভর আপনার রিলেটেড টপিক অনুযায়ী নিবেন। আপনার নিস যদি মোবাইল হয় তাহলে ক্যাটাগরি হবে স্যামসাং মোবাইল বা আই-ফোন। এইটাই ক্যাটাগরি কীওয়ার্ড। আচ্ছা আমরা মোটামোটি বুজলাম কোনো নিস এর সাব নিস হচ্ছে ক্যাটাগরি কীওয়ার্ড।

সাপোর্টিভ কীওয়ার্ড :
আপনি যখন আপনার নিস থেকে সাব নিস নিয়ে নিলেন তারপর আপনাকে ওই সাব নিস থেকে আর্টিকেল লিখার জন্য যে সকল কীওয়ার্ড নেয়া হয় তাদের বলে সাপোর্টিভ কীওয়ার্ড বা ঐ ক্যাটাগরিকে রিলেটেড আর্টিকেল লিখার জন্য যে কীওয়ার্ড নির্বকং করা হয় তাই হচ্ছে সাপোর্টিভ কীওয়ার্ড। যেমন : মোবাইল হচ্ছে আপনার নিস সাব নিস হচ্ছে আই-ফোন আর আই-ফোন এর সাপোর্টিভ কীওয়ার্ড হচ্ছে আই-ফোন ৬ বা আই-ফোন ৭।

আরো ভালোভাবে বুঝতে, ক্যাটাগরি কিওয়ার্ড মানে হচ্ছে, আপনি যেই নিস ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন সেটার আন্ডারে সেমি- নিস কিওয়ার্ড। অনলাইন এডুকেশন একটা বিশাল নিস।

এখানে এডুকেশন প্রোগ্রাম, এডুকেশন ডিগ্রি এইগুলাকে ফোকাস করে আলাদা আলাদা ক্যটাগরি করা যায় – কারণ ডিগ্রি নিয়ে আপনি অনেক আর্টিকেল লিখতে পারবেন। আবার প্রোগ্রামস নিয়েও প্রচুর আর্টিকেল লিখতে পারবেন।

এখন আসি সাপোর্টীভ কিওয়ার্ড এর ব্যাপারে। আপনি রিলেটেড যা কিছু পাবলিশ করবেন সবই সাপোর্টীভ আর্টিকেল হবে। আর ওই সব আর্টিকেলে যেই কিওয়ার্ড টার্গেট করবেন সেটাই হবে সাপোর্টীভ কিওয়ার্ড।

যেমন ধরুনঃ

আপনি একটা আর্টিকেল পাবলিশ করলেন এমন – “Top 10 Business Education Degree Colleges in NYC”.

এখন এই আর্টিকেল কে সাপোর্ট দেয়ার জন্যে যদি ৩ টা আর্টিকেল লিখেন, তাহলে সেগুলোর কিওয়ার্ড হতে পারে এমন-

1. how to get education degree in nyc.
2. education ecosystem in nyc.
3. how is the dorm life for a students in NYC.

– এখানে খেয়াল করুন, আপনি “how to get education degree in nyc.” এইটা দিয়ে আর কোন আর্টিকেল দিতে পারবেন না আপনি। সুতরাং এটা ক্যাটাগরি কিওয়ার্ড হিসেবে ধরতে পারবেন না, ইচ্ছে থাকলেও 

  • Save

সুতরাং বুজতেই পারছেন, আপনি রিলেটেড যেকোন কিওয়ার্ডকেই সাপোরটিভ কিওয়ার্ড হিসেবে চিন্তা করতে পারবেন। আর ক্যাটাগরি হবে তখনি যখন ওই পার্টিকুলার কিওয়ার্ড দিয়ে আরও অনেকগুলো কন্টেন্ট দিতে পারবেন আপনার সাইটে।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

2 thoughts on “ক্যাটাগরি কিওয়ার্ড এবং সাপোর্টিভ কিওয়ার্ডস এর মানে কি?”

  1. কিওয়ার্ড নিয়ে লেখাটা খুবই ভাল লাগল। এ ধরনের লেখা নিয়মিত প্রত্যাশা করছি।

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap