গত দুই মাসে আমি যা শিখলাম পর্ব- ২

On page:

আমরা মূলত একটা পোষ্ট আপলোড করার সময় যা যা করি তার সবি On page। প্রথমে আমদের Seo friendly article/content লিখতে হবে। একটা Site নতুন বানাতে হলে কমপক্ষে ১০/১৫ টা Content লিখে শুরু করা ভালো, তারপর আস্তে আস্তে নতুন Content likhe post করতে হবে।

Content is king

১। Seo friendly ( research করা keyword যেনো article এ বসানো থাকে এবং সেটা যেনো ভিজিটর এবং গুগল বট এর চোখে এমন মনে হয় Nutural ই keyword টা ওখানে বসেছে, জোর করে শুধু মাত্র seo করার জন্য বসানো হয়নি ।

২। প্রথম ১০০ word এর মধ্যে keyword রাখাতে হবে।

৩। ছোট ছোট করে প্যারা লিখতে হবে।

৪। Content, Niche related যতটা deply বিস্তারিত লেখা যায় ( 2000 word minimum হলে ভালো, এছাড়া competitive দের content দেখতে হবে )

৫। Headline Tag Use করতে হবে।

৬। Avoid keyword stuffing

৭। পয়েন্ট আকারে লেখা ভালো।

৮। Article Copy কিনা দেখার জন্য [copyscape.complagiarismdetector.net]

৯। Image unique এবং Niche Relavent হতে হবে।

১০। Small size image 30kb, Medium image 50kb এবং Large image 100kb এর মধ্যে রাখা ভালো।

১১। Image এ caption এবং title text এবং alt text দিতে হবে।

১২। Anchore text এর মাধ্যমে Internal link করতে হবে।

১৩। External link এ ভালো authority website কে লিংক দিতে হবে।

১৪। Infographic and schema tag ব্যাবহার করতে হবে।

এর পরে title লিখতে হবে।

Title:

Research করা keyword থেকে একটা ভালো keyword বেছে নিয়ে তার সামনে পিছনে কিছু word add করে একটা unicque title লিখতে হবে।

১। Title 460 pixel রাখা ভালো (title pixel meter- webshoptimizer.com)

২। বড় হাতের অক্ষর যত কম রাখা যায়। ( কারণ বড় হাতের অক্ষর বেশী থাকলে pixel বেড়ে যায়)

৩। Main keyword ( niche ) সামনের দিকে রাখতে হবে।

৪। Avoid keyword stuffing

৫। Title এ দুই রকম sentence থাকলে মাঝে ড্যাশ(-) না দিয়ে পাইপ(।) দেওয়া ভালো [যেমনঃ Best hunting t shirt | Top deer hunting t shirt]

৬। Title এর idea অথবা title generat করার জন্য [ awesome title= title-generator.com]

7। Title check, [coschedule] Title টা কেমন হয়েছে তা দেখার জন্য।

৮। Title লেখার সময় মনে রাখতে হবে প্রথমে Primary keyword+scondary keyword+Brand Name]

৯। Title Meaningful, unique হতে হবে।

Title লেখার পর Url দিতে হবে।

Url:

Url কে Permalink বলে। গুগল এর search bar এ যা থাকে তাকে url বলে [ যেমনঃ https://www.example.com]

1। Url সহজ, সরল, Topic related হতে হবে।

2। Lower case এবং main keyword থাকতে হবে (Title টা url এ লেখাই ভালো)।

৩। Avoid stop keyword [Exam: to, for]

৪। Domain name এর যতটা কাছে Main keyword রাখা যায় [যেমনঃhttps://www.example .com/deer-hunting-best-tshirt]।

Url এর পর Meta description লিখতে হবে।

Meta description:

Google এ কোন কিছু search দেওয়ার পর Title এর নীচে যে বিস্তারিত অল্পটুকু আসে সেটাই Meta description।
১। Length 120 char থেকে 130 char এর মধ্যে লেখা ভালো।

২। Main keyword রাখতে হবে।

৩। Simple and Easy language এ Unique ভাবে লিখতে হবে।

৪। খুব অল্প কথায় নিশ নিয়ে লিখতে হবে যেনো ভিজিটর বুঝতে পারে article টা কতটা deep নিশ related লেখা।

৫।. Avoid keyword stuffing।

তারপর Post টা Google বট এর জন্য open করে দিতে হবে। On page বলতে আমি এতটুকুই বুঝি।

Shah Alam Ranju
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap