গুগলে অ্যাডভান্স সার্চ করার টিপস

হাই বন্ধুরা , কেমন আছো, নিশ্চয়ই ভাল আছো । আজকে তোমাদের সামনে আমি যেই ব্যাপারে আলোচনা করবো তা হচ্ছে  কিভাবে গুগলে অ্যাডভান্স সার্চ করবেন কিছু  টিক্স নিয়ে। তো যাওয়া যাক আমাদের আজকের পর্বে ।

আজকে আমরা দেখবো Google এর কিছু Advanced Search Techniques।যা Off-page Optimization এর জন্য খুবই সহায়ক।

 Advanced Search Techniques
  • Save

১. ধরুন আপনি চাচ্ছেন কোন একটি নির্দিষ্ট ওয়েবসাইট এর নির্দিষ্ট কোন Topics গুলো একবারে Search Result এ পেতে। কারন একটি বড় ওয়েবসাইট এ নানাধরনের Topics নিয়ে Content থাকে। তাই এইধরনের জটিলতা থেকে সময় বাঁচানোর সহজ উপায় হচ্ছে শুধু গুগল এ লিখুন site:about.com economics ব্যাস আপনার কাজ শেষ। এখন আরাম করে দেখুন Google কত সুন্দর করে about.com থেকে শুধু আপনার কাঙ্খিত keyword (economics) এর গাদাগাদা result নিয়ে এসেছে।

২. আপনি যদি চান আপনার কাঙ্খিত keyword টা শুধু search result এর URL এ থাকবে তাহলে আপনি লিখুন url:coffeemaker ব্যাস। মনে রাখতে হবে url: এর পর কোন space হবে না।

৩. এছাড়াও আপনি যদি চান আপনার কাঙ্খিত keyword টা শুধু search result এর title এ থাকবে তাহলে আপনি লিখুন intitle:coffeemaker ব্যাস। এখানেও মনে রাখতে হবে intitle: এর পর কোন space হবে না।

৪. আবার আপনার মন চাইতেই পারে যে, url আর intitle তো দেখলাম এখন আমি চাচ্ছি আমার কাঙ্খিত keyword টা শুধু meta description এ থাকবে। তাহলে দেরি না করে শুধু লিখুন intext:coffeemaker ব্যাস মজা নেন। এখানেও মনে রাখতে হবে intext: এর পর কোন space হবে না।

৫. এছাড়াও কাজের খাতিরে অনেকসময় Gov/Edu Site থেকে Download File (Pdf/Doc) নামানোর দরকার হতে পারে। সেক্ষেত্রে আমরা filetype:doc site:gov confidential লিখে google এ সার্চ দিতে পারি। দেখবেন আপনার সামনে ভুরিভুরি doc file হাজির! আবার যদি আপনার pdf file এর দরকার পরে তাহলে লিখুন filetype:pdf site:gov confidential ব্যাস!

৬. অনেকসময় আমাদের একটি website এর related অনেকগুলো website দরকার হতে পারে। উদাহরণস্বরূপ আমরা releted:www.google.com এটা লিখে সার্চ দিলে দেখুন google related সব search engine এসে পড়েছে। আবার আপনি releted:www.wikipedia.org লিখে সার্চ দেন। দেখবেন wiki related সব সাইট এসে পড়েছে। মোটকথা related: এর পরে আপনাকে website এর address লিখতে হবে www সহ।

৭. আপনি যদি কোনো কীওয়ার্ড anchor টেক্সট এ পেতে চান তাহলে আপনি লিখুন allinanchor: ‘coffeemaker’ বা inanchor: ‘coffeemaker’ ব্যাস হয়ে গেলো। আপনি এই ভাবে খুব সহজে anchor টেক্সট থেকে কীওয়ার্ড পেতে পারেন।
৮. আপনি যদি কোনো কিছু বাদ দিতে চান সার্চ রেজাল্ট থেকে তখন আপনি “-” এই চিহ্ন কীওয়ার্ড এর আগে দিতে পারেন। যেমন
SW development methodologies -waterfall
best agile books -site:www.amazon.com
৯. আপনি যদি কোনো ওয়ার্ড ট্রান্সলেট করতে চান তাহলে আপনি এই সার্চ পেরামিটার ব্যবহার করবেন ; Translate “how are you” to spanish আপনি এই পেরামিটার ব্যবহার করে যেকোনো ভাষায় রূপান্তর করতে পারেন।
১০. আপনি যদি লোকেশন জানতে চান তাহলে আপনি টাইপ করুন Location:“Film Schools” আপনি আপনার কাঙ্খিত ফলাফল পেয়ে যাবেন।
১১. আপনি যদি গভর্মেন্ট ট্রেনিং সাইট বা এডুকেশনাল সাইট গুলো খুঁজতে চান তাহেল আপনি এইভাবে সার্চ করবেন; site:.org OR site:.edu OR site:.gov “cancer research”
১২.আপনি যদি রান্না কলা কৌশল বা খাবারে সাইট খুঁজতে চান তাহলে আপনি এইভাবে সার্চ করুন; Recipe site: ‘place your search query here’
১৩. আপনি যদি ক্যাশ থেকে কিছু খুঁজে পেতে চান তাহলে আপনি cache: now place site address লিখে সার্চ করুন।

আপনার যে কোন প্রশ্ন, সমস্যা, অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে ২ ভাবে মেইল ও কমেন্ট এর মাধ্যমে । কমেন্ট এর মাধ্যমে হেল্প চাইলে নিচে কমেন্ট করুন। মেইল এর মাধ্যমে যোগাযোগ করতে চাইলে আমাদের কনটাক আস পেজ যোগাযোগ করতে পারেন ।

আজ যাচ্ছি আগামী কোন লিখাতে আপনাদের সামনে হাজির হব নতুন কোন এসইও ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কোন নতুন কোন পার্ট নিয়ে । আল্লাহ হাফেজ ।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

1 thought on “গুগলে অ্যাডভান্স সার্চ করার টিপস”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap