গুগল অ্যালারটস নিয়ে কিছু মজার ইনফো

আসালামু আলাইকুম। সবাই কেমন আছেন,আশা করছি নিশ্চয়ই ভাল আছেন । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে করে একটা বিষয়ের উপর পাবলিশ করা আজকের সকল পোস্ট  পেতে পারেন। চলুন তাহলে আমাদের মুল পোস্টে যাওয়া যাক ।

আমরা যারা এসইও এক্সপার্ট তাদের সব সময় আপডেট থাকতে হয় । কারন এসইও ফিল্ড সব সময় পরিবর্তন হতে থাকে । আপনি যত আপডেট থাকবেন ততো ভাল এক্সপার্টিস দেখাতে পারবেন এই ফিল্ডে । তাই আমরা এসইও এক্সপার্টরা সব সময় আপডেট থাকতে চেষ্টা করি ।

যারা নিউ এসইও ফিল্ডে ভাবছেন তারা কিভাবে আপডেট থাকতে পারেন । আপনাদের ভাবনার জাল ভেঙ্গে দিতেই আজকের এই পোস্ট এর ডালি সাজিয়েছি । তো যাওয়া যাক আজকের পর্বে ।

গুগল এর অনেক সার্ভিস আছে আমরা সব সার্ভিস এর ফিচার জানি না । এমনি একটা সার্ভিস রয়েছে যেটা দিতে পারে আপনাকে ডেইলি আপডেট একটা নির্দিষ্ট বিষয়ের উপর । ভাবছেন সার্ভিস এর নাম কি ? এই সার্ভিস এর নাম গুগল অ্যালারটস (Google Alerts) ।

কোন ভাবনার কিছু নাই । আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে আপনাকে অ্যালারটস সেট আপ করতে হয় স্টেপ বাই স্টেপ ।

 

স্টেপ ০১: প্রথমে আপনাকে গুগল অ্যালারটস যেতে হবে ।গুগল অ্যালারটস যেতে এই ঠিকানায় ক্লিক করুনঃ https://www.google.com/alerts

স্টেপ ০২:আপনাকে গুগল অ্যালারটসে গেলে এমন একটা স্ক্রীন দেখাবে ।

alert 1
  • Save

স্টেপ ০৩: তারপর আপনি আপনার কাঙ্ক্ষিত বিষয়কে লিখবেন সার্চ অপশনে । কই লিখবেন দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন ।

alert 2
  • Save

উপরের ছবিতে আমি আপনাদের দেখানোর জন্য এসইও নামের একটা অ্যালারটস বানালাম ।
তারপর দেখুন প্রথম বক্সে আমি বলে দিলাম যে সারাদিনে আমি কতগুলা অ্যালারটস চাই । আমি একবার বলেছি চাইলে আপনি যতবার খুশি ঠিক করে দিতে পারেন ।

দ্বিতীয় ঘরে আপনি চাইলে আপনার ভাল লাগার সোর্স বলে দিতে পারবেন । আমি যে কোন সোর্স বাছাই করেছি ।

তৃতীয় ঘরে আপনি ভাষা বাছাই করতে পারবেন । এখানে আমি ইংলিশ ভাষা বাছাই করেছি ।
চতুর্থ ঘরটা দিয়ে বলে দিতে পারেন আপনার এরিয়া যার ফলে ও আপনাকে দিন শেষে আপনার আপডেট দিতে পারে ।

পঞ্চম ঘরটা আমি বাছাই করেছি যেইগুলো বেস্ট রেজাল্ট হয়েছে সারাদিন এর সেইগুলো দেখানোর জন্য । না হয় ফালতু পোস্ট ও দেখাবে ।
শেষ ঘরটা হল আপনি যেই মেইলে পেতে চান সেই মেইল টা ঠিক করে দিবেন ।

সবার শেষে ক্রিয়েট অ্যালারটসে ক্লিক করুন । তাহলেই আপনার গুগল অ্যালারটস সেট আপ সম্পন্ন হবে ।

যারা ভাবছেন মেইল কোথায় যাবে ইনবক্স নাকি জাঙ্ক নাকি স্প্যামে তাদের বলছি এই গুগল অ্যালারটস এর সব মেইল আপনাকে ইনবক্সে দেখাবে ।
তারপরও আমার নিচের ছবিটা দেখতে পারেন ।

alert 3
  • Save

কি তাহলে জেনে গেলেন যে কিভাবে নিজেকে সবসময় আপডেট রাখবেন এই ফিল্ডে তার গোপন রহস্য ।

এখন আসি এর কিসু অসাধারণ কাজ সমন্ধে জেনেনি;


১। সার্ভে ও রিসার্চ স্টাডিতে কাজে লাগে :
গুগল এলার্টস এর মাধ্যমে আপনি আপনার নিশ রিলেটেড বিসনেস বা সাইট এর আপডেট পেতে পারেন। এইটি সার্ভে ও রিসার্চে খুব ভালো কাজ করে থাকে যেমন : কোন বিসনেস এর অবস্থা বা পসিশন জানতে এইটি ব্যবহার হয়ে থাকে।

২। নিউস ওয়েবসাইট :

গুগল এর নিউস ওয়েবসাইট আছে যাকে গুগল নিউস বলে থাকে। আপনি যেকোনো নিউস আপডেট এই পেতে পারেন। খেলাধুলা, পলিটিক্স, টেকনোলজি আরো অনেক কিসুই আপনি গুগল নিউস থেকে পেতে পারেন। কিন্তু এই গুগল নিউস এ বিশ্বের বিভিন্ন দেশের অনলাইন পত্রিকার নিউস থাকে বিধায় আপনি সহজেই এলার্টস অন করে দিয়ে আপডেট ও আপনার পছন্দের অনলাইন নিউস পেতে পারেন।

৩। স্পেশাল সার্চ রিকুইরেমেন্ট সাপোর্ট করে:

যারা প্রেস রিলিজ এক্সপার্ট আছেন তাদের প্রমোশনাল কনটেন্ট বা ব্র্যান্ড লক্ষ্য রাখতে হয়। ব্র্যান্ড সম্পর্কে জানতে ও বুঝতে হয়। তাই তাদের ব্র্যান্ড বা কীওয়ার্ড রিলেভেন্ট মনিটর করে থাকে। অপরপক্ষে, যারা মার্কেট স্ট্রেটেজি প্রফেশনাল তাদের বিভিন্ন ডাটা ম্যাপ ও স্ট্যাটিসটিক্স প্রয়োজন পরে তাই তাদের জন্যও এই এলার্টস অনেক তাৎপর্যপূর্ণ।

৪। গুগল অপ্টিমাজ করেছে ইনডেক্সিং এলার্ট:

গুগল এ ডেইলি লক্ষ পেজ ইনডেক্স হচ্ছে কিন্তু আপনার কিন্তু সব গুলো গুগল এলার্ট সিস্টেম এ দরকার পরে না। তাই আপনার নিশ রিলেটেড যে সাইট গুলোর পেজ ইনডেক্স হয়েছে ওই গুলা এই এলার্ট সিস্টেম এ আপনাকে দেখাবে।

৫। মার্কেট ইন্টিলেজেন্টদের কৌশলগত লক্ষ্য নির্ধারণে সহায়তা:

মার্কেট ইন্টিলেজেন্টদের তাদের কম্পেটিটরদের ওয়েবসাইট পর্যবেক্ষণ বা স্ট্রেটেজি গুলো জানতে হয় তাই তাদের রিলেটেড সকল তথ্যের প্রয়োজন হয়ে থাকে। তাই রিলেটেড পরিসংখ্যান পেতে আপনি গুগল এলার্টস ব্যবহার করতে পারেন।

আপনার যে কোন প্রশ্ন, সমস্যা, অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে ২ ভাবে মেইল ও কমেন্ট এর মাধ্যমে । কমেন্ট এর মাধ্যমে হেল্প চাইলে নিচে কমেন্ট করুন। মেইল এর মাধ্যমে যোগাযোগ করতে চাইলে আমাদের কনটাক আস পেজ যোগাযোগ করতে পারেন ।

আজ যাচ্ছি আগামী কোন লিখাতে আপনাদের সামনে হাজির হব নতুন কোন এসইও ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কোন নতুন কোন পার্ট নিয়ে । আল্লাহ হাফেজ ।

 

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap