নিস আইডিয়া পাবেন কিভাবে?

আসালামু আলাইকুম। সবাই কেমন আছেন,আশা করছি নিশ্চয়ই ভাল আছেন । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে করে একটা বিষয়ের উপর ভালো নিস আইডিয়া খুঁজে পেতে পারেন। তবে তার আগে চলুন দেখে আসি নিস অথবা নিশ বলতে আমরা কি বুঝি! 

নিস / নিশ কি? 

নিস হচ্ছে বেশ বড় একটা গ্রুপ অথবা সেক্টর/ক্যাটাগরি থেকে বেছে নেয়া যায় এমন একটা খুবই স্পেসিফিক ইন্ডাস্ট্রি অথবা সেক্টর। যেমন ধরুন আপনি টেক্সটাইল সেক্টর এর কথা চিন্তা করলে, পুরো টেক্সটাইল একটা বড় একটা সেক্টর। কিন্তু তার মধ্যে শুধু গার্মেন্টস সেকশন একটা নিশ। আরেকটা উদাহরণ দেই – আমরা সবাই একাউন্টিং নিয়ে কম-বেশি জানি, তাই না? একাউন্টিং কিন্তু একটা বেশ বড় একটা সেক্টর। এখন যদি আপনি একটা ব্লগ বানাতে চান, তাহলে পুরো Accounting এর সব কিছু নিয়ে ব্লগ বানালে এটা অনেক বেশি কম্পেটিটিভ হবে, কারণ অনেক বড় বড় কোম্পানিগুলো অলরেডি একাউন্টিং নিয়ে ব্লগ বানিয়েছে। সুতরাং আপনি তাদের সাথে শুরুতেই কম্পেটিশন এ যেতে পারবেন না। বরং আপনি যদি শুধু “Accounting Equation” নিয়ে ব্লগ বানান তাহলে এটা হবে একটা নিস ব্লগ। কারণ আকাউন্টিং এর মধ্যে একাউন্টিং ইকুএশন অনেক ছোট একটা পার্ট, যেখানে কম্পিটিশন অপেক্ষাকৃত কম। 

চলুন তাহলে আমাদের মুল পোস্টে যাওয়া যাক ।

নিস আইডিয়া জেনারেশন

 

যখন নতুন নিশে ঢুকবেন তখন কিভাবে ইন্টেরেস্টের প্যাটার্ণ খুঁজে বের করবেন অথবা বুঝবেন আপনার টার্গেটেড অডিয়েন্স কি কি পছন্দ করে শুরু করার আগে গল্প দিয়ে শুরু করি, আমার রুমমেটের এক আত্মীয়ার বিয়ের প্রস্তাব এসেছে । সে সাথে সাথেই সেই ছেলের ইমেইল আইডি নিয়ে প্রোফাইল খুঁজে বের করেছে ছেলে কি কি লাইক করেছে এটা বোঝার জন্য । এখানে একটা পয়েন্ট নিশ্চিত, একজন কি কি লাইক করে আর কোন কোন গ্রুপে একটিভ এটা দেখে বলে দেয়া যায় তার পার্সোনালিটি কেমন হবে বা সে কি চায় ।

আর একারণেই আমার রুমমেটের এমন পদ্ধতি অবলম্বন করা । সুতরাং যখনই নতুন কোন নিশে অথবা কমপ্লেক্স নিশে ঢুকবেন যেখানে টার্গেটিং করা কঠিন বা যাদেরকে টার্গেট করতে চাচ্ছেন তারা কি লাইক করে বুঝতে পারছেন না তখনই প্রোফাইল ঢুঁ মারা শুরু করবেন ।

niche
  • Save

কোন সুপার একটিভ পেজ থেকে সুপার প্যাশনেট কমেন্ট করেছে এমন সবার প্রোফাইলে যাবেন আর দেখবেন তারা কি কি লাইক করেছে যেটা আপনার সাবজেক্টের সাথে যায়। আমি এই কাজই করি যখন কোন কমপ্লেক্স নিশে যাই যেখানে টার্গেটিং বুঝে উঠতে পারছিনা, পারছিনা বায়ার পারসোনা ক্রিয়েট করতে।

এবার আসি বায়ার পারসোনা নিয়ে , নেটে সার্চ করে দেখবেন এটা কি । কিছু কিছু ব্রড নিশ আছে যেখানে টার্গেটিং নিয়ার ইম্পোসিবল সেখানে এটা কাজে লাগানো হয় , বা কাজে লাগাই। কিভাবে? আমি নিজেকে বায়ারের জায়গায় বসাবো আর একটা প্যাডে লিখবো আমি বায়ার হলে কি কি করতাম , আমার বয়স কত হতো আমি কি কি পেইজ লাইক করতাম। ধরুণ আন্টি নিশ , আমার ডিজাইন যদি এমন হয় শুধু মাত্র সে সব আন্টিকে টার্গেট করা যাদের টিনেজ ভাগ্নী বা ভাতিজি আছে , তাহলে আমার কাজ হবে নিজেকে সেখানে কল্পনা করা একটা বায়ার পারসোনা ক্রিয়েট করা । যার টিনেজ ভাগ্নী আছে তার বয়স কখনই ৪০৪২ এর কম হবেনা । বেশীরভাগের শুরু হবে ৪৪ বয়সে । আমি আমার টার্গেটিং পেয়ে গেলাম এক্ষেত্রে আমার এজ গ্রুপ ৪৪৬৫+ আর জেন্ডার অবশ্যই ফিমেল (আন্টি এবার যদি আমার  নিস  ফানি প্রোডাক্ট নিয়ে হয়  হয় , তাহলে আমি সে সব পেজ খুঁজবো যেখানে ৪৪+ ফিমেলরা একটিভ থাকে আর যারা অনেক বেশী সার্কাস্টিক এবং ফানি ।

অন্য আরো একটি পদ্ধতি হলো  আপনি নিজে, আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সেটি আপনার জন্য ইন্টারেস্টিং হতে হবে, সেটি নিয়ে আপনি অনেক দিন কাজ করতে পারবেন ঐ নিস নিয়াটাই উত্তম। অপরপক্ষে, এমন নিস নিলেন জিনিসটা নিয়ে সব থেকে বেশি প্রবলেম ফেস করছে করেছেন, যেটি সলভ করতে আপনার প্রচুর সময় লাগছে তাহলে ঐটা নিয়ে না আগানোই ভালো। যে বিষয়টার উপর আপনার এক্সপার্টিজ আছে, সে বিষয়ে নিশ সিলেক্ট করতে হবে।
যদি আপনি আপনার সক্ষমতা অনুযায়ী নিস না নেন তাহলে নিস সিলেক্ট করতে পরিশ্রম করতে হবে, রিসার্চ করতে হবে, যদি এ বিষয়ে বই পড়তে হবে, আপনাকে এ বিষয়ে কনটেন্ট তৈরি করতে হবে।
এখন নিশ এর বিষয়টি যদি আপনার কাছে ইন্টারেস্টিং না হয় তাহলে দেখা যাবে কাজটা আপনার কাছে বোরিং হয়ে গিয়েছে। খুব সাধারণ ভাবেই তখন আর কাজ করার আগ্রহ পাবেন না।


নিস খুঁজার নিয়ম


নিস্ খুঁজা কঠিন কিছু নয় তাই চিন্তার কোনো কারণ নেই। অভিজ্ঞরা খুব সহজেই নিস খুঁজে পায়। কিন্তু যারা অনভিজ্ঞ তারা খুব সমস্যায় পরে যায়। তাই আমি কিসু কৌশল আপনাকে দিচ্ছি নিস খুজার জন্য।

Yahoo Answer: নিস খুঁজার অসাধরন একটি সাইট হল Yahoo Answer এই সাইটের ক্যাটাগরি এবং মানুষের প্রশ্ন থেকে আপনি অসাধারন কিসু নিস খুজে বের করতে পারবেন। মনে রাখবেন-

যেখানেই সমস্যা, সেখানেই ব্যবসায়!

এই সাইট থেকেই জানা যায় মানুষের বিভিন্ন সমস্যার কথা। আর সাথে সমাধানের লেখাও পাওয়া যায় এইখানে। সুতরাং এই সাইট হতে পারে একটি আদর্শ সাইট যেখান থেকে আপনি/আমি খুব সহজেই নিস খুজে বের করতে পারেন/পারি।

Amazon: Amazon এর প্রডাক্ট অ্যাফিলিয়েট করতে চাইলে Amazon.com হবে আপনার আদর্শ নিশ খুজার জায়গা। আমাজনের এই ডিরেক্টরি থেকে অনেক নতুন নতুন নিসের আইডিয়া পাবেন। আবার প্রতিটা ক্যাটাগরির ভিতর রয়েছে অনেক সাব-ক্যাটাগরি। অ্যাফিলিয়েট করার জন্য আদর্শ নিস আসলে ঐ সাব ক্যাটাগরির ভিতর রয়েছে

আপনার যে কোন প্রশ্ন, সমস্যা, অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে ২ ভাবে মেইল ও কমেন্ট এর মাধ্যমে । কমেন্ট এর মাধ্যমে হেল্প চাইলে নিচে কমেন্ট করুন। মেইল এর মাধ্যমে যোগাযোগ করতে চাইলে আমাদের কনটাক আস পেজ যোগাযোগ করতে পারেন ।

আজ যাচ্ছি আগামী কোন লিখাতে আপনাদের সামনে হাজির হব নতুন কোন এসইও ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কোন নতুন কোন পার্ট নিয়ে । আল্লাহ হাফেজ ।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

4 thoughts on “নিস আইডিয়া পাবেন কিভাবে?”

  1. আমার টার্গেটেট পেজ খুজে পাবো কেমনে?
    যেমন: ৪৪+ ফিমেল একটিভ থাকে.. এরকম পেজ

    Reply
  2. vai ami english kom pari so ami banglai website korte chacchi bangla niche kivbe choose korbo ba akta video baniye diben please sir ..

    Reply
  3. ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ইনফরমেশন শহরে করার জন্য।

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap