খুব সহজেই আপওয়ার্কে কাজ পাবেন কিভাবে? ফ্রিল্যান্সিং পর্ব ২।

খুব উৎসাহী হয়ে একাউন্ট খুলছেন কিন্তু জব পাচ্ছেন না। এক্সক্লুসিভ কোন স্কিল নাই, শিখতেছেন কোন টিউটরিয়াল দেখে, সময় লাগবে; এরকম হলে আজই চলে আসুন এই পোস্ট পড়তে। আমরা দিচ্ছি ভাই ১০০% জব পাওয়ার নিশ্চয়তা! কেম্নে?

আপনার মুল সার্ভিসগুলাই আপনার প্রোফাইল এ দেন:

আসলে আপনি যে কাজগুলা ভালো করে জানেন সেগুলা আপনার প্রোফাইল এ দেন। কারণ জানা আর ভালো করে জানার মধ্যে কিন্তু পার্থক্য আছে।

আপনার একাউন্ট লিঙ্ক করুন:

আপনি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাড করে দিন যেমন ফেসবুক, লিঙ্কডিন, টুইটার, বিহান্স, ইত্যাদি। কারন হচ্ছে এখন আপনার বায়ার হতে পারে সোশ্যাল মিডিয়া থেকে আপনার তথ্য নিতে পারে। আপনার সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনার প্রোফাইল দেখতে চাইতেই পারে।

আপনার ফটো আপলোড করুন:

ছবি হচ্ছে আপনার পরিচায়ক। হাসি মুখে কিন্তু প্রফেশনাল ছবি আপনাকে অনেক বেশি আকর্ষণ তৈরী করবে। প্রোফাইল এর বিশ্বাস যোগ্যতা তৈরি করবে। বায়ার মনে করবে যে আপনি আপনার কাজের প্রতি সিরিয়াস এবং আপনার কাজ পাওয়ার সম্ভবনা অনেক বেড়ে যাবে।

আপনার জব টাইটাল ঠিক করুন:

আপনার প্রোফাইল টাইটেল অবশ্যই সুন্দর, জব ফোকাস ও নির্দিষ্ট স্কিল এর হতে হবে। যেমন ধরুন আপনি লোকাল এসইও এক্সপার্ট কিন্তু আপনি টাইটেল এ শুধু লোকাল এসইও এক্সপার্ট দিলে চলবে না। আপনাকে এমনভাবে দিতে হবে যাতে ক্লায়েন্ট আপনার স্কিল বুজতে পারে। যেমন ধরুন local SEO citation এমন টাইটেল দিবেন।

স্কিল টেস্ট দেন

আপ ওয়ার্ক এ বিভিন্ন স্কিল টেস্ট দিতে পারেন পারবেন। আর এখন স্কিল টেস্ট ছাড়া আপনার একাউন্ট ভ্যারিফাইড হবে না। তাই চেষ্টা করুন আপওয়ার্ক এর নির্দেশিত টেস্ট গুলো দিয়ে ফেলুন। যাতে আপনার স্কিল ভালো হয়। আপনার স্কিল অনুযায়ী টেস্ট দিবার পর আপনার প্রোফাইল এ অ্যাড করুন যাতে আপনার প্রোফাইল ক্লায়েন্ট দেখে পছন্দ করে।

প্রথমেই বলে রাখি, এটা সব জবের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমি যে এক্সাম্পল দিব সেটা হলো ওয়েব রিসার্চ জব। এই লিঙ্কে ক্লিক করে আপওয়ার্কের সব লেটেস্ট ওয়েব রিসার্চ জব সম্পর্কে আইদিয়া পাবেন।

জবঃ

I would need the email list of CMOs of Fortune 500 companies.

********
*********
**********

এখন আপনি Fortune 500 companies জিনিসটা কী সেটা জানেন না (ব্যাপার না, স্ট্রেস নিয়েন না), কিন্তু ইমেইল কেম্নে খুজতে হয় সেটা জানেন।

আপনি যা করবেন সেটা হলো, গুগল করবেন। Fortune 500 companies জিনিসটা কী? তাহলে আপনি লিস্ট পাবেন। লিস্ট পাইলে সেখান থেকে কয়েকটা কোম্পানি রিসার্চ করেন; তাদের CMO কারা, এরপর CMO দের ইমেইল খুজে বের করেন।

একটা এক্সেল ফাইল (গুগল স্প্রেডশিট হতে পারে) সুন্দর করে সাজান; কোম্পানি নেম, Fortune র‍্যাঙ্কিং, CMO-র নাম, ইমেইল এড্রেস; ৪ টা কলাম হইলো। ফাইলটা একটু প্রেজেন্টেবল করেন। তারপর একটা প্রপোজাল পাঠান রিজনেবল প্রাইস, টার্নএরাউন্ড টাইম দিয়ে, কাভার লেটারটা এরকম হতে পারেঃ

Hi ********,

You’re looking for the email list of CMOs of Fortune 500 companies. I took some few minutes and looked for the emails as per your requirement.

Please look into the enclosed file and let me know if it matches with your expectations.

Best Regards,
James Bond

এই ফরম্যাট যে সব জবের ক্ষেত্রে ম্যাচ করবে প্রতি ৩ টা প্রপজালে একটা জব পাবেন, গ্যারান্টিড!

যদি কাজ না করে তাহলেও আমার দোষ নাই, মনে হয় আপওয়ার্ক আপনার জন্যে না।

নোটঃ ফ্রিল্যান্স আউটসোর্সিং এর কাজের ক্ষেত্রে কিভাবে প্রোপোজাল লিখবেন, সেটা নিয়ে পড়ুন এই লিঙ্ক থেকে।

আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap