যারা প্রথম পেইজে আছে তারা আমার টার্গেট কিওয়ার্ড ইউজ করছে না! আমি কি আগাতে পারবো?

 এক্স্যাক্ট কিওয়ার্ড আমরা টার্গেট করি। কিন্তু গুগল এই জিনিসটাকে এখন র‍্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে ধরে না। Artificial Intelligence এপ্লাই করে গুগল এখন একটা আর্টিকেলের কনট্যাক্সট বুঝতে পারে। একটা আর্টিকেলের মূল প্রতিপাদ্য বিষয় কি সেটা বোযার জন্যে তার আর কিওয়ার্ড এর দরকার হয় না।

এখন এই ব্যাপারটা যদি আমরা গুরুত্ব দেই, এবং প্রথম পেইজে যারা র‍্যাঙ্ক করে বসে আছে তাদের নিয়ে যদি এনালাইসিস করেন; একটা বিষয় দেখতে পাবেন; সেটা হচ্ছে – প্রত্যেকটা সাইটের বিষয়/কনট্যাক্সট/সারাংশ কিন্তু আপনি যেই কিওয়ার্ডকে টার্গেট করতে চাচ্ছেন; সেটাকেই রিপ্রেসেন্ট করে।

সুতরাং এই ক্ষেত্রে আপনি শুধু কিওয়ার্ড ফোকাস করলেই র‍্যাঙ্ক করে ফেলবেন; এটা ভুল। কারণ গুগল অলরেডি ধরে নিয়েছে প্রথম পেইজে যারা আছে, তারাই মোস্ট রিলেভেন্ট এবং যোগ্যতাসম্পন্ন।

এখন আপনি যেটা করতে পারেন; প্রথম পাতার সবার চেয়ে ভালো কন্টেন্ট দিতে পারেন এবং সবার চেয়ে ভালো লিঙ্ক বিল্ড করতে পারেন। এবং আপনার সাইটের অন্যান্য রিলিভেন্ট পেইজ/পোস্ট থেকে ইন্টারনাল লিঙ্ক করতে পারেন। তাহলেই একমাত্র ভালো কিছু করা পসিবল।

প্রথম পাতায় আস্তে চাইলে আপনি যেটা করতে পারেন তা এখন বলছি;

ভালো কনটেন্ট দিতে হবে :
আপনাকে অবশ্যই কম্পেটিটর থেকে বেশি ওয়ার্ড এর কনটেন্ট দিতে হবে। আর কনটেন্ট এর বিষয় বস্তু অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে।
সাইট এর সাইলো স্ট্রাকচার ঠিক রাখতে হবে :
আপনার সাইট এর ইন্টারলিংকিং অবশ্যই ঠিক থাকে করতে হবে। ইন্টারলিংকিং যদি ঠিক না থাকে তবে এসইও তে সমস্যা দেখা দিবে।
লিংকবিল্ডিং :
সাইট এর লিংক বিল্ডিং অবশ্যই কম্পেটিটর থেকে ভালো হতে হবে। কম্পেটিটর লিংকবিল্ডিং চেক করার জন্য আপনি Ubersuggest ফ্রিতে ব্যবহার করতে পারেন তবে পেইড টুলস ব্যবহার করাই ভালো এই ক্ষেত্রে। তার জন্য Ahrefs খুব ভালো টুলস। আপনি সহজেই কম্পেটিটর ট্র্যাক করে সেই অনুযায়ী লিংকবিল্ডিং করতে পারেন।

এজন্যেই আমি বলি ইন-দেপড আর্টিকেল লিখতে।

যতো ভালো ভাবে আপনি একটা আর্টিকেল এর টপিক কভার করতে পারবেন, যতো গভীরভাবে একটা টপিক বিশ্লেষণ করতে পারবেন; ততো ভালো ভালো কিওয়ার্ড এ র‍্যাঙ্ক করতে পারবেন। এখানে কিওয়ার্ডটা এক্সাক্টলি আর্টিকেলের মধ্যে টার্গেট করা হয়েছে কি না সেটা মুখ্য বিষয় নয়।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap