রাইটিং টোন কি?

ইংরেজী কিংবা বাংলা ভাষা হতে পারে ভিন্ন কিন্তু টোন এর বিষয় সব ভাষায় পরিলক্ষিত।

আর এই টোন কে আমরা বলে ফেলি নেটিভ টোন বা কি সব একটা।

তবে নেটিভ টোন আসলে কি বুঝায়?

আসেন নিচের উদাহরনে চোখ বুলাই আর বুঝে নেই টোন কাকে বলে।

Example #1Father: “We are going on a vacation.”

Son: “That’s great!!!”– The tone of son’s response is very cheerful.

Example #2Father: “We can’t go on vacation this summer.”

Son: “Yeah, great! That’s what I expected.”– The son’s tone is sarcastic.

Example #3“Yeah, your grades on this exam will be as good as the previous exams.”– The tone is pessimistic in this example.

Example #4“Can someone tell me what the hell is going on here?”– This has an aggressive tone.

তাহলে রাইটিং টোন হচ্ছে একটা এপ্রোচ যে এপ্রোচ আপনি আপনার কাছের মানুষ কে করবেন সেটা হয়তো যাকে অপছন্দ করেন তাকে করবেন না।

যেমনঃ আপনি এক গ্লাস পানি চাচ্ছেন সেটি দুই জন ভিন্ন মানুষের জন্য কি করে ভিন্ন হতে পারে?যখন মাকে বলছেন- Would you pass me that glass of water, mummy?যখন আপনার ছেলে কে বলছেন- Little lad, just bring a glass of water for me.মানে একজন কে অনুরোধ করছেন তো আরেকজন কে আদেশ।

এখন আবার ফিরে আসি নেটিভ টোন যা নিয়ে ক্লায়েন্ট এর নানা কথা। নেটিভ টোন বলতে আদৌ কিছু নেই এটি একটি প্রচলিত ভুল ধারনা আরো বিস্তারিত জানতে হলে আমার আগের পোষ্ট এর কিছু অংশ তুলে দিলামঃ

আমার কাছে নেটিভ টোন মানে নির্দিষ্ট কোন ভাষার আঞ্চলিক সংস্করণ। যেমন ইংরেজী ভাষা ইউরোপ-আমেরিকা সহ আফ্রিকান কিছু দেশে মাদার লেংগুয়েজ হিসাবে পরিচিত।

নোয়াখালীর মানুষের নেটিভ টোন যেমন বরিশালের নেটিভ টোন থেকে আলাদা তেমনি আফ্রিকার টোন ও আমেরিকানদের থেকে আলাদা। ভাষা খুবই ডাইভারসিফাইড, একই ভাষার মানুষ রাও ভিন্ন ভাবে একই জিনিষ কে উল্লেখ করে। যেমন কোথাও মৌ তো কোথাও ঝোল।

আপনি শুনে অবাক হবেন সাউথ আফ্রিকায় ট্রাফিক লাইট কে বলা হয় রোবটস, তাছাড়া এমন আরো পার্থক্য আছে।

আমাদের দেশের কোন রাইটার যখন দাবী করে আমি নেটিভ টোনে লিখি বিষয়টা হাস্যকার মনে হয় আমার কাছে। মূলত নেটিভ টোনের বিষয়টা থেকে বের হয়ে আমাদের বলা দরকার আমাদের টার্গেট অডিয়েন্স কোন অঞ্চলের। সেটি যদি ইউ এস এ এর হয় তবেও এর মধ্যে ডাইভারসিফাইড বিষয় আছে।

imran chowdhury
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

1 thought on “রাইটিং টোন কি?”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap