রিডাইরেক্টশন (SEO Redirection) নিয়ে যত কথা

আসালামু আলাইকুম। সবাই কেমন আছেন , আশা করছি নিশ্চয়ই ভাল আছেন । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে করে একটা ডোমেইন কে আপনি রিডাইরেক্ট করতে পারবেন। চলুন তাহলে আমাদের মুল পোস্টে যাওয়া যাক ।

আমরা আমাদের ওয়েবসাইট এর পিএ,ডিএ বাড়াবার জন্য আমাদের রিলেটেড ডোমেইন কিনে নিয়ে তারপর আমাদের ওয়েবসাইটে রিডাইরেক্ট করে থাকি । অনেকেই রিডাইরেক্ট কিভাবে করে সেই ব্যাপারে নিয়ে ক্লিয়ার থাকে না । ট্রাই করতে থাকে তারপর একটা হয়ে যায় অনুমানের উপর তারপর দেখা যায় ঐ কাজে ভুলভাল থাকলে আবার ট্রাই করে ভুলগুলোকে সংশোধনের জন্য । তাদের কথা ভেবে আজকের এই পোস্ট উপস্থাপন করা ।
প্রথমে আমরা কিভাবে ইউআরএল রিডাইরেক্ট করতে হয় তাই দেখছি ।

কিভাবে ইউআরএল রিডাইরেক্ট করবেন?

স্টেপ ১: সবার প্রথমে আপনি আপনার ডোমেইন এর অ্যাকাউন্টে অ্যাক্সেস করবেন আমি আপনাদের নেমচিপ দিয়ে পুর কাজ টা করে দেখাচ্ছি । নিচের ছবিতে উপরের বর্ণনা অনুযায়ী কাজ করে দেখানো হয়েছে ।

redirect1
  • Save

স্টেপ ২: তারপর আপনি আপনার ডোমেইন লিস্টে যাবেন । সেইখান থেকে আপনি যেই ডোমেইন টার ইউআরএল রিডাইরেক্ট করতে চান সেই ডোমেইন এর ম্যানেজ বাটন প্রেস করুন । নিচের ছবিতে উপরের বর্ণনা অনুযায়ী কাজ করে দেখানো হয়েছে ।

redirect1
  • Save

স্টেপ ৩: তারপর ক্লিক অ্যাড রিডাইরেক্ট বাটন ক্লিক করতে হবে ।নিচের ছবিতে উপরের বর্ণনা অনুযায়ী কাজ করে দেখানো হয়েছে ।

redirect3
  • Save

স্টেপ ৪: তারপর আপনি আপনার যেই ইউআরএল রিডাইরেক্ট করতে চান সেই ইউআরএল টা বসাবেন সোর্স ইউআরএল এর ঘরে, তারপর পাশের ঘরে যেই ইউআরএলে রিডাইরেক্ট করবেন আগের ইউআরএল সেই টা বসাবেন ডেসটেনিসন ইউআরএল এর ঘরে । তারপর সেভ দিবেন । তাহলেই আপনার ইউআরএল রিডাইরেক্ট করা হয়ে যাবে ।নিচের ছবিতে উপরের বর্ণনা অনুযায়ী কাজ করে দেখানো হয়েছে ।

redirect4
  • Save

ডোমেইন রিডাইরেক্ট করা এর সময় যেই ব্যাপারগুলো মাথায় রাখা উচিত! 

#১. প্রথম যেই ভুল টা করে থাকি, সেই টা হল আমরা আগের ডোমেইন এর নাম টা হাইড করি না । নেকড ইউআরএল রেখে দেই যার ফলে আমাদের শত্রু সাইট আমার রিডাইরেক্ট ডোমেইন দেখে সে নিউ নিউ প্লান করতে পারে আমাকে বিট করতে ।

#২. এটা যদি আমার রিলেটেড নিস না হয় তাহলে গুগল ইউআরএল রিড করে পেনাল্টি দিতে পারে ।

#৩. আমার শত্রু রা আমার রিডাইরেক্ট ডোমেইন দেখে তার জন্য স্প্যামই ব্যাকলিংক করে দিতে পারে ।

#৪. আমার শত্রু ওঁত পেতে থাকতে পারে কখন ডোমেইন টা খালি হবে আর সে কিনে নিতে পারবে ।

এইগুলো হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য সমস্যা যদি আপনি ডোমেইন রিডাইরেক্ট করবার সময় নেকড ইউআরএল রেখে দেন তারফলে সমস্যা সৃষ্টি হতে পারে ।

পুরনো ডোমেইন নতুন ডোমেইনে রিডাইরেক্ট করবো কিভাবে?

আপনার হোস্টিং এর public_html ফোল্ডারে যাবেন এবং আপনার সাইটের উপর ক্লিক করবেন বাম পাশ থেকে। তারপর .htaccess  ফাইলটি খুঁজে বের করবেন।

.htaccess  ফাইলটি এডিট করতে হবে। ওই ফাইলটি সিলেক্ট করে উপরের মেনু বার থেকে এডিট বাটনে ক্লিক করলে নতুন পেজ ওপেন হবে। ওখানে নিচের এই কোডটি পেস্ট করে দিবেন।

RewriteEngine on
RewriteCond %{HTTP_HOST} ^example.com [NC,OR]
RewriteCond %{HTTP_HOST} ^www.example.com [NC]
RewriteRule ^(.*)$ http://example.net/$1 [L,R=301,NC]

এখানে অবশ্যই দ্বিতীয় লাইনে example.com এর  জায়গায় আপনার পুরনো ডোমেইন এবং তৃতীয় লাইনে www.example.com   এর জায়গায়  আপনার নতুন ডোমেইনের ঠিকানা বসিয়ে দিবেন।

তারপর ফাইলটি সেভ করে নতুন কোন ব্রাউজারে আপনার সাইট চেক করে দেখুন সব ঠিক ঠাক আছে কি না।

www ভার্সন থেকে non-www ভার্সনে সাইট রিডাইরেক্ট করবো কিভাবে?

ঠিক আগের মতোই .htaccess ফাইলটি ওপেন করবেন। তারপর এডিট অপশনে গিয়ে নিচের কোডটা বসিয়ে দিবেন –

RewriteEngine on
RewriteCond %{HTTP_HOST} ^www.example.com [NC]
RewriteRule ^(.*)$ http://example.com/$1 [L,R=301,NC]

www.example.com এই প্যারামিটারগুলো নিজের সাইট দিয়ে চেঞ্জ করে নিবেন।

এই রিলেটেড আমার একটা ভিডিও আছে, দেখে নিনঃ

ম্যানুয়ালি একটা স্পেসিফিক পোস্ট অথবা পেজ লিঙ্ককে অন্য পেজ অথবা পোস্টে রিডাইরেক্ট করবো কিভাবে?

এটা খুবই সহজ আপনি যদি একটা প্লাগিন ইউজ করেন।

এই ইউআরএল স্পেসিফিক রিদাইরেকশনের জন্যে আমার প্রিয় প্লাগিন হচ্ছে Redirection  কারণ এটা ফ্রি এবং খুব সিম্পলি আপনার কাজটা করে দিবে।

url redirection bangla
  • Save

উপড়ের  ইমেজটা দেখুন এবং সে মোতাবেক আপনার আগের লিঙ্কটা “Source URL”  এবং নতুন লিঙ্কটা  “Target URL” বক্সে বসিয়ে দিবেন। বাকি কাজটা ওই প্লাগিনটাই করে দিবে।

আশা করি পোস্টটি কাজে লাগবে আপনার।

কাজে লাগলে শেয়ার করুন।

ভালো থাকুন সবাই।

আপনার যে কোন প্রশ্ন, সমস্যা, অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে ২ ভাবে মেইল ও কমেন্ট এর মাধ্যমে । কমেন্ট এর মাধ্যমে হেল্প চাইলে নিচে কমেন্ট করুন। মেইল এর মাধ্যমে যোগাযোগ করতে চাইলে আমাদের কনটাক আস পেজ যোগাযোগ করতে পারেন ।

আজ যাচ্ছি আগামী কোন লিখাতে আপনাদের সামনে হাজির হব নতুন কোন এসইও ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কোন নতুন কোন পার্ট নিয়ে । আল্লাহ হাফেজ ।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

4 thoughts on “রিডাইরেক্টশন (SEO Redirection) নিয়ে যত কথা”

  1. প্রথমেই সালামের জবাব ”ওয়াআলাইকুম সালাম”
    জনাব, আপনারাই আমাদের অনুপ্রেরণা আর ভরসাও বটে। আপনাদের মত কিছু মানুষ এবং তাদের এরকম হেল্পফুল চিন্তাচেতনাই আমাদের মত কিছু অজ্ঞ মানু্ষের পথের পাথেয়।আল্লাহ্ আপনাদের মঙ্গল করুক।

    আপনার nsamim সাইটের প্রায় সব ভিডিওই দেখা আর আজ পেলাম এই সাইটটি। এবং এটাকেও বুকমার্ক করলাম। ইনশাআ্ল্লাহ্ আশা করব আরো ভাল ভাল আর্টিকেল দিয়ে আমাদের সাহায্য করবেন।
    ধন্যবাদ

    Reply
  2. #১. প্রথম যেই ভুল টা করে থাকি, সেই টা হল আমরা আগের ডোমেইন এর নাম টা হাইড করি না । নেকড ইউআরএল রেখে দেই যার ফলে আমাদের শত্রু সাইট আমার রিডাইরেক্ট ডোমেইন দেখে সে নিউ নিউ প্লান করতে পারে আমাকে বিট করতে ।

    accha vaia, ai naked url ta hide korbo kivabe? jate sotru dekhte na pare?

    Reply
  3. It was a nice post and very helpful for me. Bhaia, amar facebook page e kono post e amar affiliate website er link korte geley akta message asche (message dekhe bujha jasse, FB amar Domain ta e block kore diese). Ager shob post gulo o delete hoye gese. Ami FB marketing er shubhida nite parsi na. Ei muhurte amar ki kora uchit? Ak bhaia suggest koresen ar akta Domain kine otake ei Domain er shathe redirect korte, ta hole natun domain die ami FB marketing korte parbo. Ullekkho je amar site er SEO cholse ar tukitaki sell o hosse. Ar site o onek boro kore felesi by this time. Tai bhalo kore na jene ei muhurte kono risker moddhe o jete chassi na ami. Please help me bhaia.

    Reply
    • আপনি ফেসবুকের কাছে ওই ডোমেইনটা আনব্লক করার রিকুয়েস্ট পাঠাইসেন? না হলে আগে রেকুএস্ট করেন।

      Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap