কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর এক্সপার্ট (Adobe Photoshop Experts) হবেন এবং অনলাইনে ফ্রিতেই ইলাস্ট্রেটর শিখবেন?

বিশ্বের সব থেকে জনপ্রিয় ভেক্টরভিত্তিক গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার হচ্ছে এডবি ইলাস্ট্রেটর। ম্যাক কম্পিউটারের জন্য ইলাস্ট্রেটর সর্বপ্রথম ডেভেলাপ করা হয় ১৯৮৭ সালে, এরপর ১৯৯৭ সালে ইলাস্ট্রেটর ৭.০ আসে। আমরা অনেকেই ইলাস্ট্রেটর ৮.০ দিয়ে কাজ শুরু করেছিলাম। এক এক করে এখন ইলাস্ট্রেটর সিসি (ক্রিয়েটিভ ক্লাউড) দিয়ে অনেক ডিজাইনার কাজ করেন। ইলাস্ট্রেশন, ওয়েব ডিজাইন, প্রিন্ট ডিজাইন এ ইলাস্ট্রেটরের বিকল্প নেই বলা যায়। তাই আজ আমরা জন্য ইলাস্ট্রেটর দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন? কোথায় কাজ পাবেন? এর ভবিষ্যত কেমন ? ও ফ্রীতে সার্টিফিকেট কোর্স যেটা আপনার প্রফেশনালি কাজে দিবে।   

১) অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কি কি কাজ করা যায়

  • Save
  • ইলাষ্ট্র্টরে যারা কাজ করেন তাদের একাধিক শেপ/অবজেক্টকে সঠিকভাবে, সঠিক স্থানে বসানোটা চ্যালেঞ্জিং। প্রিন্ট মিডিয়াতে যারা কাজ করেন তাদের জন্য এইটি অনেক গুরুত্বপূর্ন।
  • ইলাস্ট্রেটরে ব্রাশ এর ব্যবহার ও এর গুরুত্ব ব্যাপক।  ইলাস্ট্রেটরে আমরা ৫ ধরনের ব্রাশ দেখা যায়। ফটোশপের মাধ্যমে প্রায় সব ধরনের গ্রাফিক্স ডিজাইন করা যায় যেমন বিভিন্ন এনিমেশন এবং বিভিন্ন গ্রাফিক্স দেখানো হয় সেগুলো মূলত ফটোশপ দিয়ে তৈরি করা হয়। Calligraphic brush, Scatter brush, Art brush, Bristle brush, Pattern brush এই ৫ ধরনের ব্রাশ কাস্টমাইজ করার প্রক্রিয়া সহজেই করতে পারবেন।
  • Swirl ও Flourishes ইলাস্ট্রেটরে অংকন করা হয়। মুলত ইলাস্ট্রেটরের পেইন্ট ব্রাশ দিয়ে এগুলো আঁকা হয়।
  • সিম্বল এর কার্যকারিতার উপর আপনার দক্ষতা বাড়াতে ও এগুলোত বিভিন্ন ধরনের এফেক্ট প্রদান করা হয়। যত বেশি এংকর পয়েন্ট ইলাস্ট্রেটরের ফাইলের সাইজ ততই বাড়তে থাকে। তাই সিম্বলের কাজ ভালো প্রভাব করে। 
  • ইলাস্ট্রেটরে যতগুলো ডিজাইন আমরা করে থাকি তাতে যে অবজেক্টগুলো ব্যবহার করি যেমনঃ বিভিন্ন শেপ, সিম্বল, বিভিন্ন ভেক্টর অবজেক্ট সবগুলোতেই স্ট্রোক এর কালার পরিবর্তন, অপসিটি, ওয়েট পরিবর্তন করে আপনি Width tool এর ব্যবহার করে Stroke কে মুডিফাই করতে পারবেন।
  • ইলাস্ট্রেটরে ভেক্টর শেপ, সিম্বল অনেক আছে। এগুলো যারা বিগেনার তারা ব্যবহার করে থাকে। এডভান্স লেভেলে কাজ করতে গেলে আপনাকে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে অনেক শেপ তৈরি করা শিখতে হবে। তাই Shape Builder tool ব্যবহার করে Advanced shape তৈরি করতে পারবেন। 
  • ইলাস্ট্রেটরে আপনি Drawing mode এ যে কোন কিছু অংকন করার অভ্যাস করতে পারেন। 
  • Blend tool এর ব্যবহার করে ডিজাইনের মধ্যে অন্যরকম একটা লুক নিয়ে আসতে পারেন। তাই ইলাস্ট্রেটরে Blend tool এর ব্যবহার গুরুত্বপূর্ণ।
  • ইলাস্ট্রেটরে এডভান্স মাসকিং করতে Transparency panel থেকে Make Opacity Mask এর ব্যবহার করতে পারবেন।  

২) অ্যাডোবি ইলাস্ট্রেটর অনলাইন কোন কোন কোর্স আছে

অ্যাডোবি ফটোশপ এর অনলাইনে বেশ কিছু কোর্স আছে যার মাধ্যমে আপনি এক্সপার্ট হতে পারেন। তাহলে চলুন কোন কোন কোর্স গুলা আপনি ফ্রীতেই অনলাইনে পেয়ে যাচ্ছেন।

অ্যাডোবি ইলাস্ট্রেটরে নবিশ থেকে বিশেষজ্ঞ

  • Save

লোগো, টাইপোগ্রাফি, ভেক্টর ইমেজ, ইমেজ/কার্টুন চরিত্র, টি-শার্ট, ইনফোগ্রাফিক্স ইত্যাদির ডিজাইন তৈরি করার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় গ্রাফিক ডিজাইনিং সফটওয়্যার হলো ইলাস্ট্রেটর। এর মাধ্যমে আপনি ড্রয়িং টুলস, পেন টুলস, পেইন্ট টুলস, ব্রাশ টুলস এবং আরও অনেক অ্যাপ্লিকেশনের প্রয়োগ শিখতে পারেন।
কোর্স লিংক : https://www.udemy.com/course/adobe-illustrator-comprehensive-training/

অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে পেশাদার লোগো ডিজাইন

  • Save

অ্যাডোবি ইলাস্ট্রেটর সফ্টওয়্যারটি নিয়ে আপনার মৌলিক ধারণা থাকলে এবং আপনি যদি ব্যবহারিক দক্ষতা আরও বাড়াতে চান, তবে লোগো ডিজাইন কোর্সটি শুরু করতে পারেন। কোর্সটিতে আপনি টাইপফেসের সঠিক প্রয়োগ, মেকিং সিম্পল শেইপস, কালার, টেক্সচার, শাইন, স্পেস ও ট্রান্সপারেন্সির মতো বিভিন্ন কৌশল শিখতে পারবেন। কোর্স লিংক: https://www.udemy.com/course/professional-logo-design-crash-course/ 

টি-শার্ট ডিসাইন ইলাস্ট্রেটর কোর্স 

  • Save

বর্তমানে গ্রাফিক ডিজাইনারদের জন্য টি-শার্ট ডিজাইনিং একটি লোভনীয় কাজ। আপনার ডিসাইনকৃত টি-শার্ট টি-স্প্রিং, অ্যামাজন, ই-বে ইত্যাদি প্লাটফর্মে বিক্রি করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। টি-শার্ট ডিসাইন এর উপর অ্যাডোবি ইলাস্ট্রেটরের কোর্স করতে পারেন। কোর্স লিংক https://www.skillshare.com/classes/How-To-Create-A-T-Shirt-and-Get-It-Ready-to-Sell/1099699068

টাইপোগ্রাফি: কম্পোজিশন ও ফন্ট

  • Save

লোগো বা বিজনেস কার্ড- যাই আপনি ডিজাইন করেন না কেন, টাইপোগ্রাফির অপপ্রয়োগ আপনার চিত্তাকর্ষক ডিজাইনের সৌন্দর্য এবং যোগ্যতা উভয়ই নষ্ট করে দিতে পারে।  টাইপোগ্রাফির নীতি, কম্পোজিশন এবং ফাংশন শেখাতে বিনামূল্যে এ কোর্সটি করতে পারেন। কোর্স লিংক; https://www.skillshare.com/classes/Typography-That-Works-Typographic-Composition-and-Fonts/1694217981

৩) কোথায় কাজ করতে পারবে

অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজ করে আপনি মার্কেটপ্লেস ও মার্কেটপ্লেসের বাহিরে কাজ পেতে পারেন তাহলে চলুন কোথায় কোথায় কাজ পাবেন তা জেনে নেই;
আপওয়ার্ক: আপনি আপওয়ার্কে প্রোফাইল তৈরী করে আপনার ইলাস্ট্রেটর দক্ষতা বিক্রি করতে পারেন। তবে এই মার্লেটপ্লেসে আপনাকে প্রোফাইল রিভিউ করে অপপ্রভাল দিলেই বিড করতে পারবেন।
ফাইভার: এই মার্কেটপ্লেসে আপনি গিগ তৈরির মাধ্যমে আপনি আপনার ইলাস্ট্রেটর দক্ষতা বিক্রি করতে পারেন। প্রথম পর্যায়ে ৫ ডলার করে তবে আপনার রিভিউ বাড়ার সাথে সাথে আপনার কাজের রেট বাড়াতে পারবেন।
ফ্রীল্যান্সার ডট কম: আপওয়ার্কের মতন প্রোফাইল তৈরী করেই আপনি সহজেই কাজের জন্য বিড করতে পারেন।পিপল পার আওয়ার: এই মার্কেটপ্লেসেও আপনি প্রোফাইল করবেন তারপর কাজে এর জন্য বিড করতে পারবেন কিন্তু মনে রাখবেন ২ মাসের মধ্যে ৩টি কাজ কমপ্লিট করতে না পারলে আপনাকে এই মার্কেটপ্লেস এর প্রোফাইল অপ্প্রভ করে না।
তা ছাড়াও guru তেও আপনি ফটোশপের কাজ পাবেন।

মার্কেটপ্লেসের বাহিরের থেকে কাজ

ফেসবুক: আপনি ফেইসবুক গ্রাফিক্স ডিসাইন ও ইলাস্ট্রেটর গ্রুপ গুলাতে জয়েন হয়ে থাকলে দেখবেন অনেকেই জব পোস্ট করে সেইখান থেকে কাজ পাবেন। অথবা ফেইসবুক সার্চ এ যেয়ে “looking for Adobe illustrator” দিয়ে সার্চ করলেই জব পোস্ট গুলা পেয়ে যাবেন।
টুইটার: টুইটার এর সার্চ বক্সে যেয়ে আপনি “looking for Adobe illustrator” দিয়ে সার্চ করলেই জব পোস্ট গুলা পেয়ে যাবেন। ঐ পোস্ট গুলা থেকে রিসেন্ট পোস্ট গুলাতে রি-টুইট এর মাধ্যমে তাদের নক করতে পারবেন।
লিংকডইন: লিংকডইন এ আগে ভালো করে প্রোফাইল সাজান তারপর আপনি লিংকডইন এর জব সেক্শনে যেয়ে Adobe illustrator লিখে সার্চ করেন তবে মনে রাখবেন আপনি “রিমোট জব”/”Easy Apply” গুলতে এপলাই করবেন।

৪) অ্যাডোবি ইলাস্ট্রেটর ভবিষ্যত কেমন

ব্যক্তি বিশেষের ছোট খাটো কাজ থেকে শুরু করে বড় প্রতিষ্ঠানের কাজেও অ্যাডোবি ইলাস্ট্রেটর এর প্রয়োজন দেখা যাচ্ছে। আর ভবিষ্যতেও সব কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে বিধায় এর চাহিদা বাড়বে বৈ কমবে না। অ্যাডোবিইলাস্ট্রেটর এর কাজের বাজেট সর্বনিম্ম ১০/২০ ডলারের হয়ে ঘন্টা প্রতি থাকে। তাহলে আপনি মাসে অনায়াসে
সর্বনিম্ম ৩০০ ডলার ইনকাম করতে পারছেন। আর যারা এক্সপার্ট তারা এর থেকে মাসে ২০০০/৩০০০ ডলার ইনকাম করছে অনায়াসেই।

৫) ফ্রি সার্টিফিকেশন কোর্স

আপনার কাছে যদি কিছু প্রফেশনাল সার্টিফিকেট থাকে তবে সেটা আপনার ক্যারিয়ার এর জন্যই ভালো হবে তাই নিচের কোর্স গুলা করলে আপনি ফ্রি সার্টিফিকেট পাবেন।
১) https://www.udemy.com/course/professional-logo-design-crash-course/
২) https://www.udemy.com/course/illustrator-cc-2018-for-beginners-basics-tricks/
৩) https://www.udemy.com/course/convert-image-to-vector-in-adobe-illustrator/

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

1 thought on “কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর এক্সপার্ট (Adobe Photoshop Experts) হবেন এবং অনলাইনে ফ্রিতেই ইলাস্ট্রেটর শিখবেন?”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap