কিভাবে অ্যাডোবি ফটোশপ এক্সপার্ট (Adobe Photoshop Experts) হবেন এবং অনলাইনে ফ্রিতেই ফটোশপ শিখবেন?

অ্যাডোবি ফটোশপ কি? 

অ্যাডোবি ফটোশপ একটি গ্রাফিক্স ডিসাইন সম্পাদনাকারী সফটওয়্যার। সাধারণ ভাবে সফটওয়্যারটিকে শুধুমাত্র ফটোশপ নামেই ডাকা হয়। এই সফটওয়্যারটির নির্মান করেছে অ্যাডোবি সিস্টেমস। এটি অ্যাডোবির সব থেকে জনপ্রিয় সফটওয়্যার। বর্তমানে সফটওয়্যারটি ম্যাক ওএস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য পাওয়া যায়। থমাস নল (Thomas Knoll) এবং জন নল (John Knoll) নামের দুই ভাই ১৯৮৭ সালে ফটোশপ তৈরির কাজ আরম্ভ করেন। আজ আমরা জন্য অ্যাডোবি ফটোশপ এর কাজ কি ? কোন কোর্স গুলা করলে আপনি এক্সপার্ট হতে পারবেন; ফটোশপের কাজ কোথা থেকে পাবেন এবং ভবিষ্যত কেমন ?

১) অ্যাডোবি ফটোশপ দিয়ে কি কি কাজ করা যায়

আপনি ফটোশপ দিয়ে আপনার ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা ফুটিয়ে তুলতে পারবেন। এর মাধমে আপনি যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড,কালার চেঞ্জ করে দিতে পারবেন। .নিচে অ্যাডোবি ফটোশপ এর কাজ গুলা বর্ণনা করা হলো;

  • ফটোশপের মাধ্যমে প্রায় সব ধরনের গ্রাফিক্স ডিজাইন করা যায় যেমন বিভিন্ন এনিমেশন এবং বিভিন্ন গ্রাফিক্স দেখানো হয় সেগুলো মূলত ফটোশপ দিয়ে তৈরি করা হয়।
  • ফটোশপ দিয়ে ভিডিও এডিটিং এর কাজ ও করা যায় যা আপনার কম্পিউটারের কনফিগারেশন খুবই ভালো হয় তাহলে আপনার ভিডিও এডিটিং এর কাজও করতে পারবেন
  • ফটোশপ দিয়ে আপনার নষ্ট হয়ে যাওয়া কোন ছবি কে পুনরায় ফিরিয়ে আনতে পারবেন আগের রূপে।
  • ফটোশপ ফটো এডিটিং এর একটি চমৎকার সফটওয়্যার যেকোনো নষ্ট ফটোকে আপনি সুন্দর একটা লুকিং দিতে পারবেন ফটোশপ সফটওয়্যারটির মাধ্যমে।
  • টাইপোগ্রাফির কাজ করতে পারবেন বিভিন্ন ব্যানার পোস্টার এবং বিভিন্ন ধরনের ডিজাইন আপনি তৈরি করবেন ফটোশপ দিয়ে।
  • ছবির কালার পরিবর্তন করে ফেলতে পারবেন আপনার ছবিতে যদি কোন অপছন্দের কালার থাকে অথবা চেহারা তে কোন রিপোর্ট থেকে থাকে এগুলো খুব সহজে আপনি ফটোশপের মাধ্যমে সারিয়ে ফেলতেপারবেন

২) অ্যাডোবি ফটোশপ অনলাইন কোর্সসমূহ

অ্যাডোবি ফটোশপ এর অনলাইনে বেশ কিছু কোর্স আছে যার মাধ্যমে আপনি এক্সপার্ট হতে পারেন। তাহলে চলুন কোন কোন কোর্স গুলা আপনি ফ্রীতেই অনলাইনে পেয়ে যাচ্ছেন।

২.১) গ্রাফিক ডিজাইন ফান্ডামেন্টালস

  • Save

আপনি যদি প্রফেশনালি গ্রাফিক্স ডিসাইন শিখতে চান তবে আপনি এই কোর্সটি করতে পারেন। আপনি এই কোর্সটির মাধ্যমে টাইপোগ্রাফি, ইথিকস অব কালার অ্যান্ড প্যাটার্ন, বেসিক প্রিন্সিপালস অব সেইপস, ইমেজ মেকিং টেকনিকস, কম্পোজিশন ভিজ্যুয়াল কন্ট্রাস্ট প্রভৃতি বিষয় সর্ম্পকে শিখতে পারবেন। 
কোর্স লিংক : https://www.coursera.org/learn/fundamentals-of-graphic-design

২.২) ফটোশপ ফান্ডামেন্টাল

  • Save

যদি আপনি পেইন্টিং সম্পর্কে ভালোভাবে জানতে চান তবে এই কোর্সটি উদিমি থেকে করে নিতে পারেন ফ্রীতেই।ফটোশপের জটিল ও বিস্তৃত ইন্টারফেস নতুন গ্রাফিক ডিজাইনারদের ভয়ের কারণ হয়ে উঠতে পারে। তবে চিন্তা করবেন না! এ কোর্সটি সহজ পদ্ধতিতে ফটোশপের বিভিন্ন কাজ শেখার পথকে সুগম করে দেবে। উডেমির এ কোর্সেটি করতে চাইলে কোর্স লিংকে ক্লিক করুন; https://www.udemy.com/course/photoshop-fundamentals-in-one-hour/

৩.৩) বিজনেস কার্ড তৈরি করতে ফটোশপ ব্যবহার

  • Save

মার্কেট প্লেস গুলাতে বিসনেস কার্ড এর প্রচুর চাহিদা আছে। স্কিল শেয়ার কোর্সটিতে আপনি ফ্রীতেই বিসনেস কার্ড করাটা শিখতে পারবেন। আপনি প্রাথমিক ধারণা, টেমপ্লেট ডিজাইন, কোনো ব্যবসায়িক কার্ডের ফ্রন্টসাইড এবং ব্যাকসাইড তৈরি এবং চূড়ান্তভাবে তৈরি কাজের ডিজিটাল সংস্করণ প্রদর্শন শিখতে পারবেন। কোর্স লিংক;
https://www.skillshare.com/classes/Create-a-Business-Card-From-Scratch-using-Photoshop/929268591

৪.৪) টেক্সট ও ইমেজ ফ্রেম, স্ট্যাটিক ক্যাপশন এর জন্য অ্যাডোবি ইনডিজাইন

  • Save

ব্রোশিওর, ইবুকস, অনলাইন ম্যাগাজিন ইত্যাদির লেআউট ডিজাইন করার বিখ্যাত গ্রাফিক ডিজাইনিং সফটওয়্যার হলো অ্যাডোবি ইনডিজাইন। কোর্সটিতে আপনি থ্রেড ফ্রেমের লেআউট তৈরি করা শিখতে পারবেন। যেখানে আপনি বিভিন্ন কলামের মধ্যে টেক্সট, ইমেজ এবং স্ট্যাটিক ক্যাপশন যুক্ত করে একে সুন্দর করে তুলতে পারবেন। কোর্স লিংক; https://www.skillshare.com/classes/Adobe-InDesign-Working-With-Text-and-Image-Frames-Adding-Static-Captions/662914614 

৩) কাজ পাবেন কিভাবে

ফটোশপের কাজ করে আপনি মার্কেটপ্লেস ও মার্কেটপ্লেসের বাহিরে পেতে পারেন তাহলে চলুন কোথায় কোথায় কাজ পাবেন তা জেনে নেই; 
৩.১) আপওয়ার্ক: আপনি আপওয়ার্কে প্রোফাইল তৈরী করে আপনার ফটোশপের দক্ষতা বিক্রি করতে পারেন। তবে এই মার্লেটপ্লেসে আপনাকে প্রোফাইল রিভিউ করে অপপ্রভাল দিলেই বিড করতে পারবেন। 
৩.২) ফাইভার: এই মার্কেটপ্লেসে আপনি গিগ তৈরির মাধ্যমে আপনি আপনার দক্ষতা বিক্রি করতে পারেন। প্রথম পর্যায়ে ৫ ডলার করে তবে আপনার রিভিউ বাড়ার সাথে সাথে আপনার কাজের রেট বাড়াতে পারবেন। 
৩.৩) ফ্রীল্যান্সার ডট কম: আপওয়ার্কের মতন প্রোফাইল তৈরী করেই আপনি সহজেই কাজের জন্য বিড করতে পারেন।
৩.৪)  পিপল পার আওয়ার: এই মার্কেটপ্লেসেও আপনি প্রোফাইল করবেন তারপর কাজে এর জন্য বিড করতে পারবেন কিন্তু মনে রাখবেন ২ মাসের মধ্যে ৩টি কাজ কমপ্লিট করতে না পারলে আপনাকে এই মার্কেটপ্লেস এর প্রোফাইল অপ্প্রভ করে না।
তা ছাড়াও guru তেও আপনি ফটোশপের কাজ পাবেন। 

মার্কেটপ্লেসের বাহিরের থেকে কাজ

৩.৫) ফেসবুক: আপনি ফেইসবুক গ্রাফিক্স ডিসাইন গ্রুপ গুলাতে জয়েন হয়ে থাকলে দেখবেন অনেকেই জব পোস্ট করে সেইখান থেকে কাজ পাবেন। অথবা ফেইসবুক সার্চ এ যেয়ে “looking for Adobe photoshop” দিয়ে সার্চ করলেই জব পোস্ট গুলা পেয়ে যাবেন। 
৩.৬) টুইটার : টুইটার এর সার্চ বক্সে যেয়ে আপনি “looking for Adobe photoshop” দিয়ে সার্চ করলেই জব পোস্ট গুলা পেয়ে যাবেন। ঐ পোস্ট গুলা থেকে রিসেন্ট পোস্ট গুলাতে রি-টুইট এর মাধ্যমে তাদের নক করতে পারবেন। 
৩.৭) লিংকডইন: লিংকডইন এ আগে ভালো করে প্রোফাইল সাজান তারপর আপনি লিংকডইন এর জব সেক্শনে যেয়ে Adobe photoshop লিখে সার্চ করেন তবে মনে রাখবেন আপনি রিমোট জব গুলতে এপলাই করবেন।          

৪) অ্যাডোবি ফটোশপ ভবিষ্যত কেমন

ব্যক্তি বিশেষের ছোট খাটো কাজ থেকে শুরু করে বড় প্রতিষ্ঠানের কাজেও অ্যাডোবি ফটোশপ এর প্রয়োজন দেখা যাচ্ছে। আর ভবিষ্যতেও সব কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে বিধায় এর চাহিদা বাড়বে বৈ কমবে না। অ্যাডোবি ফটোশপ এর কাজের বাজেট সর্বনিম্ম ১০/১৫ ডলারের হয়ে থাকে তাহলে আপনি মাসে অনায়াসে ৩০০ ডলার ইনকাম করতে পারছেন। আর যারা এক্সপার্ট তারা এর থেকে মাসে ২০০০/৩০০০ ডলার ইনকাম করছে অনায়াসেই।  

৫) ফ্রি সার্টিফিকেশন কোর্স

আপনার কাছে যদি কিছু প্রফেশনাল সার্টিফিকেট থাকে তবে সেটা আপনার ক্যারিয়ার এর জন্যই ভালো হবে তাই নিচের কোর্স গুলা করলে আপনি ফ্রি সার্টিফিকেট পাবেন। 
১) https://www.bitdegree.org/free-certifications-online
২) https://www.coursera.org/courses?query=photoshop 
৩) https://www.udemy.com/course/photoshop-fundamentals-in-one-hour/

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap