গুগল অ্যাডসেন্স অ্যাড লিমিট হয়ে যাওয়ার কারণ এবং সমাধান!

গুগল অ্যাডসেন্সের অ্যাড লিমিট দেখছি একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইদানীং।


👍🏽 অ্যাড লিমিট অনেক কারণে হতে পারে। তার মধ্যে কিছু কমন কারণঃ 👍🏽


১। প্রচুর পরিমাণে ইনভ্যালিড ক্লিক পরলে।

২। ট্রাফিক কোয়ালিটি ভালো না থাকলে। যেমনঃ


_ সোশাল ট্রাফিক (বিভিন্ন গ্রুপে স্প্যাম করা লিঙ্ক থেকে ফোর্স ট্রাফিক),

_ ফোরাম সিগনেচার লিঙ্ক থেকে আসা ট্রাফিক,

_ বট ট্রাফিক ,

_ ট্রাফিক ক্রয় বিক্রয় হয় এমন সাইট থেকে আসা ট্রাফিক।


এই লো-কোয়ালিটি ট্রাফিকগুলোই অ্যাড লিমিট করার পিছনে বড় কালপ্রিট।


৩। সাইটে প্রচুর কন্টেন্ট , প্রচুর ভিজিটর, কিন্তু যেসব কন্টেন্ট দিচ্ছেন সেগুলো থেকে Google ADx পর্যাপ্ত কন্টেক্সুয়াল অ্যাড দেখাতে পারছে না (এটার বিভিন্ন কারণ থাকতে পারে; যেমন গুগলে মানুষ অ্যাড দিতে পারে এমন কোন কিছুর রিলেটেড কন্টেন্ট না থাকা)।


👍🏽👍🏽👍🏽 সমাধানঃ 👍🏽👍🏽👍🏽

১। কম্পেটিটরদের সাইট দেখুন। খেয়াল করুন কি ধরনের অ্যাড শো করছে এবং ঐ অ্যাডগুলো কোণ ক্যাটাগরির বা ঐ অ্যাডের ডেসক্রিপশন বা টাইটেলের টপিক কি! ঐ ক্যাটাগরি বা টাইটেল ফোকাস করে কন্টেন্ট দিতে থাকুন।


২। ইনভ্যালিড ট্রাফিক ব্লক করে রাখুন। কিভাবে করতে হয়; সেটা নিয়ে গুগলেরই গাইডলাইন আছেঃ https://support.google.com/adsense/answer/1112983


৩। গ্রুপ বা পেজে আপাতত লিঙ্ক শেয়ার করা থেকে বিরত থাকুন। কোন পিপিসি অ্যাড রান করা থাকলে এখনি অফ করুন।


৪। কন্টেন্ট কোয়ালিটি এবং ট্রাফিক কোয়ালিটি বাড়লেই অ্যাড লিমিট অটো ফিক্সড হয়ে যাবে। গুগল নিজে থেকেই অনেক ইনভেলিড ক্লিক এবং ট্রাফিক ম্যানেজ করে ফেলে এবং এইটা কিভাবে করে সেটা জানতে এইটা পড়ে ফেলুনঃ https://www.google.com/ads/adtrafficquality/how-we-prevent-it/


৫। একটু ওয়েট করেন। অ্যাড লিমিট হলে নিজে থেকে তেমন কিছু করার থাকে না উপড়ের ট্রিক্সগুলো বাদে। সব ঠিকঠাক হয়ে গেলে অ্যাড লিমিট অটো সড়ে যাবে।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap