গুগল অ্যাডসেন্সের সিপিসি | এইটা কতটুকু কাজের রিসার্চ এর সময়?

আমরা অনেকেই গুগল অ্যাডসেন্স সাইটের জন্যে কিওয়ার্ড রিসার্চ করার সময় CPC দেখি। এইটা কতোটুকু কাজের?

চলুন এই ধাঁধার অ্যানাটমি করা যাক –

সিপিসি নির্ভর করে একটা কিওয়ার্ডকে টার্গেট করে করা অ্যাডভার্টাইজার এর এভারেজ বিড এর উপর। ধরেন আপনার কিওয়ার্ডে একজন অ্যাডভারটাইজার গুগলে অ্যাড দিলো এবং সে একটা বাজেট ঠিক করলো পার ক্লিক অনুযায়ী।

এমন অনেক অ্যাডভার্টাইজারও সেইম জিনিশটা করবে। এবং তখনি ঐ কিওয়ার্ডের জন্যে আপনি একটা এভারেজ সিপিসি দেখতে পারবেন।একটা কিওয়ার্ড আজকে হয়তো কেউ টার্গেট করে অ্যাড দিচ্ছে না – তাই কোন কিওয়ার্ড রিসার্চ টুল (ahrefs, semrush, KWFinder) এই সিপিসি ডাটাটা গুগল থেকে পিক করতে পারছে না। তাই বলে, কাল যে কেউ এই কিওয়ার্ড টার্গেট করে নতুন কোন অ্যাডভারটাইজার গুগলে অ্যাড দিবে না, সেটার শিউরিটি কি?

তারমানে, শুধু মাত্র একটা ভুল সিদ্ধান্তের কারণে খুব ভালো ভালো কিওয়ার্ড আপনি টার্গেট করছেন না আপনার ব্লগে এবং অনেক রেভেনিউ হারাচ্ছেন। 

🙂
  • Save

আবার হয়তো আপনি যেই কিওয়ার্ড টার্গেট করছেন সেটার সিপিসি নাই, কিন্তু ঐ কিওয়ার্ডটা একটু এদিক সেদিক করলেই দেখবেন সিপিসি পাচ্ছেন। তারমানে, আমাদের এক্স্যাক্ট কিওয়ার্ডে সবসময় সিপিসি ফোকাস করে লাভ নাই। গুগল যেহেতু কন্টেন্ট এর উপর বেইজ করে এড শো করে, সুতরাং আমাদের টপিক বেইজড সব কন্টেন্ট দেয়া উচিত যাতে করে গুগল পর্যাপ্ত পরিমাণে রিলেটেড কন্ট্যাক্সুয়াল অ্যাড দেখাতে পারে।

তাই, অ্যাডসেন্স বা এই ধরনের কন্ট্যাক্সুয়াল সাইটের জন্যে রিসার্চ করার সময় কিওয়ার্ডের সিপিসি না দেখে সার্চ ভলিউম দেখেন। এক্স্যাক্ট ঐ কিওয়ার্ডে কোন কিওয়ার্ড রিসার্চ টুলে সিপিসি না পেলেও রিলেটেড এড শো করবে।

এবং যতো বেশি অ্যাড, ততো বেশি ক্লিক, আর ততো বেশি …কি? 

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

1 thought on “গুগল অ্যাডসেন্সের সিপিসি | এইটা কতটুকু কাজের রিসার্চ এর সময়?”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap