আমরা সবাই কম বেশি ahrefs ইউজ করি। কিন্তু এই টুলস থেকে আমরা যেসব ডাটা পাই, সবই কি একুরেট?
চলুন দেখে আসি!
১। ওয়েবসাইট চালু করেছি ৩ মাস আগে।
২। ahrefs অনুযায়ী আজকে ট্রাফিক দেখাচ্ছে 11.5k (লাস্ট ৩০ দিনের এস্টিমেটেড ডাটা) । স্ক্রিনশট – https://www.dropbox.com/s/y7ev8ivazoyfecj/Screenshot%202019-09-16%2017.14.57.png?dl=0
৩। গুগল ওয়েবমাস্টের এর ক্লিক রিপোর্ট অনুযায়ী ট্রাফিক হচ্ছে ৮৭৯ ( লাস্ট ২৮ দিনের এস্টিমেটেড ডাটা)। স্ক্রিনশট – https://www.dropbox.com/s/iox4jfb6dv66wu1/Screenshot%202019-09-16%2017.14.19.png?dl=0
৪। গুগল এনালাইটিক্স এর রিপোর্ট অনুযায়ী ট্রাফিক হচ্ছে ৬৭৭ ( লাস্ট ২৮ দিনের অরিজিনাল এবং একুরেট ডাটা )। স্ক্রিনশট – https://www.dropbox.com/s/6xvj3724y2axek3/Screenshot%202019-09-16%2017.22.12.png?dl=0
আসল ট্রাফিক এবং ahrefs এর এস্টিমেটেড ডাটা এর আকাশ-পাতাল তফাৎ!!
সুতরাং কোন সাইটের ahrefs ডাটা দেখে খুশি অথবা মন খারাপ করার দরকার নেই। একটা কিওয়ার্ড র্যাঙ্ক করলে তার এস্টিমেটেড সার্চ ভলিউম এবং সম্ভাব্য CTR% এর একটা হিসেব করে গড়পড়তা ডাটা দেয় ahrefs এবং অন্যান্য টুলসগুলো সেইম কাজটাই করে।
আসল রিপোর্টের জন্যে গুগল ওয়েবমাস্টার অথবা গুগল অ্যানালাইটিকস দেখুন।
আবার ahrefs এর KD নিয়েও আরও এক্সপেরিমেন্ট করার দরকার আছে। কারণ আমার এই নতুন সাইটটি KD ১৯ দেখাচ্ছে এমন কিওয়ার্ডেও প্রথম পেজে বসে আছে (Provided that the content, site age, and inbound link metrics) । সুতরাং তাদের KD মেট্রিকটা কতোটা কাজের সেটা নিয়ে আরেকদিন এক্সপেরিমেন্ট করবো।
ভালো থাকুন। 🙂
সুস্থ থাকুন।
রিসোর্সটি শেয়ার করুন। কারণ, শেয়ারিং ইজ লাভ। 🙂
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
- গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে? - November 6, 2021