এসইও করতে হলে আপনাকে বিভিন্ন টুলস এর সাহায্য প্রয়োজন হয়ে থাকে। আর এসইও’র যদি পূর্ণাঙ্গ কোনো টুলস চান যেটা ব্যবহার করলে অন্য কোনো টুলস খুব একটা প্রয়োজন হয় না বা যার ডাটা গুলো সবার কাছে গ্রহণযোগ্য এমন টুলস তার নাম হচ্ছে Ahrefs। আপনার ওয়েবসাইট এর হেলথ, কীওয়ার্ড রিসার্চ, রাঙ্কিং ও লিংক প্রোফাইল এনালাইসিস করার নির্ভরযোগ্য সফটওয়্যার হচ্ছে Ahrefs।
এই টুলসটি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারলে অনেক কিছুর সমাধান আপনি পেয়ে যাবেন। তাই সব কিছু বর্ণনা করার আগে আমি এর ফিচারস গুলো লিস্ট আকারে নিচে দিয়ে দিচ্ছি;
ফিচারস লিস্ট
# ইউআরএল রেটিং
# ডোমেইন রেটিং
# ব্যাকলিংক
# রেফারেল ডোমেইন
# অর্গানিক কীওয়ার্ড
# অর্গানিক ট্রাফিক
# এংকর
# টপ পেজ
# কম্পিটেটিং ডোমেইন
# কনটেন্ট গ্যাপ
# কীওয়ার্ড এক্সপ্লোর
ফিচারস লিস্ট গুলার প্রয়োগ
আপনি যখন ahrefs এ লগইন করবেন তখন আপনি ডেসবোর্ড, সাইট এক্সপ্লোরার, কীওয়ার্ড এক্সপ্লোরার, সাইট অডিট, কনটেন্ট এক্সপ্লোরার পাবেন। আপনি যদি কোনো ডোমেইন এর অদ্যপান্ত জানতে চান তবে সাইট এক্সপ্লোর থেকে ডোমেইন নাম দিলেই দেখতে পাবেন। এভাবে আপনি আপনার প্রয়োজন মতন Ahrefs ব্যবহার করতে পারবেন।
নিচে এর প্রয়োগ দেয়া হলো:
১) সাইট এক্সপ্লোরার

আপনার যেই ডোমেইন তা এক্সপ্লোর করার দরকার ঐটা শুধু সার্চ বারে লিখে বা পেস্ট করে এন্টার চাপুন। ধরুন আপনার ডোমেইনটার নাম Ahrefs.com আপনি site explorer এ ডোমেইন নাম দিয়ে সার্চ দিলে উপরের ছবির মতন ডাটা শো করবে ;
প্রথমেই আপনি UR ও DR দেখতে পাবেন সাথে ব্যাকলিংক, রেফারিং ডোমেইন, অর্গানিক কীওয়ার্ড, অর্গানিক ট্রাফিক এবং ট্রাফিক ভ্যালু দেখতে পাবেন।
ইউআরএল রেটিং (UR) : ইউআরএল রেটিং হচ্ছে ওয়েবপেজ লিংক অথরিটি। এটি মূল্যায়িত হয়ে থাকে কনটেন্ট কোয়ালিটি ও ঐ ওয়েবপেজ এর লিংক কোয়ালিটির উপর।
ডোমেইন রেটিং: ডোমেইন রেটিং মূলত আপনার ডোমেইন ওয়েবপেজ লিংক গুলার কোয়ালিটির উপর নির্ভর করে।
ব্যাকলিংক: টোটাল আপনার সাইট অন্য রিলেভেন্ট অথবা যেকোনো সাইট থেকে যত লিংক পেয়েছে তার সমষ্টি।
রেফারিং ডোমেইন : আপনি একটি সাইট থেকে একাধিক লিংক পেতে পারেন তবে রেফারিং ডোমেইন তা একটি হিসেব করবে।
অর্গানিক কীওয়ার্ড : আপনার কনটেন্ট থেকে যত কীওয়ার্ড রাঙ্ক পেয়েছে তা ahrefs দেখায়।
অর্গানিক ট্রাফিক : Ahrefs ট্রাফিক ২ ভাবে দেখায় একটি হচ্ছে অর্গানিক অন্যটি হচ্ছে পেইড। আপনি অর্গানিকভাবে অর্থাৎ গুগল/সোশ্যাল মিডিয়া থেকে যেই ট্রাফিক পাবেন তাই হচ্ছে অর্গানিক ট্রাফিক।
ট্রাফিক ভ্যালু : Ahrefs তার নিজস্ব মেট্রিকস দিয়ে ঐ ওয়েবসাইট এর একটি ভ্যালু নির্ধারণ করে থাকে। যেটা খুব একটা দরকার পরে না।
এখন চলুন এইগুলা ব্যবহার করে কিভাবে আপনার সাইট এর যেকোনো সমস্যা বা সাইট হেলথ চেক করবেন তার বিশদ বর্ণনা করবো;
২) ব্যাকলিংক
ব্যাকলিংক এ ক্লিক করলে আপনি পুরা একটি লিস্ট পাবেন ব্যাকলিংক এর। এখন আপনি ইচ্ছে করলেই অনেক কিছু মেট্রিকস ব্যবহার করে আপনার অনুসন্ধান চালাতে পারেন। নিচে বর্ণনা দেয়া হলো।
One link per domain: “One link per domain” এ ক্লিক করলে আপনি প্রতিটা ডোমেইন থেকে একটি লিংক দেখতে পারবেন।

Link type: আপনি Link type এ ক্লিক করেন তবে Do-follow/No-follow/UGC/Sponsored এমন কিছু অপসন পাবেন সেখান থেকে আপনার পছন্দ মতন সিলেক্ট করে প্রয়োজনীয় লিংক দেখে নিতে পারেন।

Platform: প্লাটফর্মে ক্লিক করে আপনি কোন প্লাটফর্ম থেকে কি কি লিংক পেয়েছে তা দেখতে পারেন।
language: যদি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লিংক করা থাকে আপনি তা sort করে দেখতে পারবেন ল্যাংগুয়েজ এ ক্লিক করে।
Ahrefs এ ব্যাকলিংক ৩ ভাবে দেখানো হয়ে থাকে। New, lost এবং broken লিংক।
১) New link : এখন ধরুন আপনি জানতে চাচ্ছেন রিসেন্ট কোন কোন লিংক গুলা করা হয়েছে। তার জন্য আপনাকে ব্যাকলিংক এর নিচে নিউতে ক্লিক করতে হবে। Ahrefs এ আপনাকে তারিখ অনুযায়ী দেখাবে লিংক গুলা কবে করা হয়েছে এর ধরণ কেমন।

২) Lost link: আপনি লস্ট লিংক এ ক্লিক করলে তারিখ অনুযায়ী আপনি কোন দিন কত গুলা লিংক হারিয়েছেন তার লিস্টসহ দেখাবে।

৩) Broken Link: ব্রোকেন লিংক এর মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন কোন লিংক গুলা 404 দেখাচ্ছে। তাদের দ্রুত রিপ্লেস করতে হবে।
রেফারেল ডোমেইন

রেফারেল ডোমেইন গুলো হচ্ছে আপনি একটি ইউনিক ডোমেইনকে বুঝায়। ধরুণ আপনি ১০ তা ব্যাকলিংক পেলেন ১টি ওয়েবসাইট থেকে ঐ ১ টি ওয়েবসাইট হবে ১০ তার রেফারেল ডোমেইন।
রেফারেল ডোমেইন এর মধ্যে আবার আপনি links type এবং TLDs পাবেন।
Links types : আপনি লিংক টাইপ এ গেলে কি ধরণের লিংক তা দেখতে পারবেন।
TLDs : লিংক গুলা কোন কোন ডোমেইন এক্সটেনশন্স থেকে এসেছে তা দেখতে পাবেন।

রেফারিং ডোমেইন এর মধ্যে আবার new ও lost লিংকস পাবেন।
New রেফারেল : আপনি রেফারেল ডোমেইন এর মধ্যে যেগুলা নতুন হয়েছে ঐগুলা ডেটসহ দেখাবে।

Lost রেফারেল : যে রেফারেল ডোমেইন গুলা লস্ট বা লিংক গুলা হারিয়ে গেসে সেইগুলা ডেট অনুযায়ী পাবেন।

Anchors

এংকর বলতে ব্যাকলিংক করার সময় আপনি যে শব্দ দিয়ে এংকর করে ইন্টারনাল লিংক করেছে তা বুঝানো হয়েছে।
অর্গানিক কীওয়ার্ড

অর্গানিক কীওয়ার্ড হচ্ছে আপনার ওয়েবসাইট এর যত গুলা কীওয়ার্ড গুগলে রাঙ্ক করেছে কিন্তু Ahrefs তার আলাদা এলগোরিদম ব্যবহার করে আপনার যত কীওয়ার্ড রাঙ্ক পেয়েছে তার ডাটা দেখায়।
অর্গানিক ট্রাফিক

অর্গানিক ট্রাফিক বলতে আপনি কেমন ট্রাফিক পাচ্ছেন গুগল ও সোশ্যাল মিডিয়া থেকে তার সারা মাসের ডাটাকে বুঝিয়ে থাকে।
টপ পেজ

টপ পেজ থেকে আপনি রাঙ্ক করা পেজ বা পোস্ট গুলা দেখতে পারবেন। আপনি টপ পেজ অপসন এ ক্লিক করে পজিশন, ভলিউম, সিপিসি, কোনো শব্দ ইনক্লুড বা কোনো শব্দ এক্সক্লুড করে টপ পেজ গুলা চেক করতে পারেন।
কম্পিটিটর ডোমেইন

কম্পিটিটর ডোমেইন থেকে আপনি চাইলে কম্পিটিটর থেকে ইউনিক কীওয়ার্ড বের করতে পারবেন যা কিনা পরবর্তীতে আপনার কীওয়ার্ড রিসার্চ এ কাজে দিবে। .
কনটেন্ট গ্যাপ

কনটেন্ট গ্যাপ বলতে আপনি আপনার কনটেন্ট আইডিয়া পেতে কনটেন্ট গ্যাপ বের করতে পারেন। তার জন্য কনটেন্ট গ্যাপ এ যেয়ে আপনাকে আপনার কম্পিটিটির ডোমেইন গুলা দিয়ে “show keyword” এ ক্লিক করলেই আইডিয়া জেনারেট করতে পারবেন।
৩) কীওয়ার্ড এক্সপ্লোরার

কীওয়ার্ড এক্সপ্লোরার দিয়ে আপনি সহজেই কীওয়ার্ড রিসার্চসহ আরো কীওয়ার্ড এর আইডিয়া , কীওয়ার্ড ম্যাট্রিক্স ও SERP এর অবস্থান জানা যায়। নিচে এর বিস্তারিত দেয়া হলো;
আপনার পছন্দের কীওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনি সাথে সাথে কীওয়ার্ড ডিফিকাল্টি, সার্চ ভলিউম, ক্লিক, গ্লোবাল ভলিউম পাবেন।
কীওয়ার্ড ডিফিকাল্টি
আপনি কীওয়ার্ড কেমন ডিফিকাল্ট হবে রাঙ্ক করতে তা সহজেই জানতে পারবেন কীওয়ার্ড এক্সপ্লোরার এর মাধ্যমে।
কীওয়ার্ড সার্চ ভলিউম :
আপনার কীওয়ার্ড এর কত জন মানুষ সার্চ করছে তা জানার জন্য এই সার্চ ভলিউম তা জানা জরুরি। যদি কোনো কীওয়ার্ড এ সার্চ ভলিউম না থাকে তবে তা নিয়ে কাজ করলে সময় নষ্ট ছাড়া লাভ হবে না।
গ্লোবাল সার্চ :
আপনার কীওয়ার্ডটি কোন দেশ এ কেমন সার্চ হয়ে থাকে তা আপনি গ্লোবাল সার্চ থেকে জানতে পারবেন।
কীওয়ার্ড আইডিয়া

কীওয়ার্ড আইডিয়া পাবার জন্য আপনি “having same terms” এ যেয়ে “view all” এ ক্লিক করবেন। তারপর আপনি আপনার সমগোত্রীয় কীওয়ার্ড আইডিয়া থেকে আরো কিছু কীওয়ার্ড পেয়ে যেতে পারেন।
প্রশ্ন

আপনি কীওয়ার্ড দিয়ে কনটেন্ট লিখলে FAQ সেকশন এর জন্য রিলেভেন্ট প্রশ্ন গুলা Ahrefs থেকে নিতে পারেন।
SERP ওভারভিউ

আপনার কীওয়ার্ড এ কোন কোন ওয়েবসাইট রাঙ্ক করে আছে তা জানার জন্য আপনি SERP ওভারভিউটি দেখতে পারেন। সাথে কম্পিটিটররা কোন কোন ওয়ার্ডস ব্যবহার করেছে তার একটা ভালো আইডিয়া পাবেন।
আশা করি আপনারা কনটেন্টটি পরে ahrefs এর সকল ব্যবহার সঠিক ভাবে প্রয়োগ করতে পারবেন। Ahrefs নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে জানান।
- ২০২৪-এ এসইও ট্রেন্ড হিসেবে কি কি কাজ করবে ? - June 21, 2023
- ভাইরাল মার্কেটিং: ২০২৪ সালে নতুন সাফল্যের উপায়? - June 21, 2023
- ভার্চুয়াল রিয়েলিটি (VR) এবং মার্কেটিং: প্রয়োজনীয়তা ও সুযোগ - June 21, 2023
How much keywords difficulty is rankable for a beginner’s?