AI নাকি হিউমান রাইটিং কনটেন্ট ভালো ?

Ai কনটেন্ট ও হিউমান রাইটিং এর তুলনা করলে স্টিল Ai কনটেন্ট এখনো হিউমান এর কাছে ধারেও নাই। হয়তো আমার এই কথার সাথে অনেকেই দি মত পোষণ করবে। কিন্তু কেন বললাম এমন কথা যেখানে Chatgpt এর মতন টুলস ফ্ৰীতেই ভালো আউটপুট দিচ্ছে ? 

চলুন তাহলে একটু বুঝার চেষ্টা করি 

১) AI কনটেন্ট নিয়ে গুগল ও Danny Sullivan এর ক্লিয়ার স্টেটমেন্ট অলরেডি দিয়েই দিয়েছে; https://prnt.sc/UHCffT4fSaDN & https://prnt.sc/kciLNgbTU6e0 যদি সার্চ ইনটেন্ট অনুযায়ী লিখা হয় ও প্রয়োজনীয় ইনফো কভার করে কনটেন্ট দেয় তবেই গুগল AI কনটেন্ট হলেও রাঙ্ক এর কথা চিন্তা করবে। এখন আপনি যদি একটি কনটেন্ট আউটলাইন বের করতে যান বা একটি কনটেন্ট লিখন দেখবেন অনেক কিছুই irrelevant ইনফো আউটপুট হিসেবে দিচ্ছে যেইটা আসলেই কনটেন্ট এর ইনটেন্ট অনুযায়ী যায় না। 

২) AI কনটেন্ট টোন আর হিউমান রাইটিং টোন বহুত তফাৎ আছে যেমনঃ একজন কনটেন্ট রাইটার কিন্তু রিসার্চ করে লিখছে মানে কীওয়ার্ড এর সাথে কোন ইনটেন্ট অনুযায়ী কোন সাব-হেডিং যাচ্ছে সেই বুঝেই লিখছে অন্য দিকে AI কিন্তু সার্চ ইঞ্জিন সার্ভ করে সঠিক হোক বা ভুল সব কিছু জগাখিচুড়ি একসাথে দিচ্ছে তাই ইনটেন্ট ও রাইটিং টোন এর ক্ষেত্রেও হিউমান এগিয়ে থাকবে। 

৩) কনটেন্ট ইনটেন্ট গেলো; ডাটা /স্টেট গেলো; রিলেভ্যান্সি গেলো এখন অনেকেই মনে করতে পারেন AI টুল মোটামোটি রেজাল্ট দিলেও আপনি তা পড়ে হিউমান টাচ দিয়ে ঠিক করে নিবেন। আপনি যদি এমন মনে করেন থাকেন তবে আপনি আবারো ভুল করলেন। কারণ লিখার একটা ফ্লো ও টোন থাকে যেইটা হিউমান রাইটার হলে সে তার নিজের স্টাইল এ লিখে যায় কিন্তু তাকে যদি Ai কনটেন্ট দিয়ে বলা হয় সেইটা রি-রাইট করতে ঐ কনটেন্ট হয়তো অনেক কিছুই মিসিং থেকে যাবে যেমনঃ কনটেন্ট ফ্লো, কনটেন্ট টোন, এক লাইনের লিখার সাথে অন্য লাইন এর লিখা কিছুটা অমিল। 

৪) AI এর সব থেকে বড় দুর্বলতা হচ্ছে তাদের ডাটা আপ-টু-ডেট না। আপনি খেয়াল করলে দেখবেন তারা বলেই দিসে তাদের ডাটা ব্যাকডেটেড https://prnt.sc/WNOma1H-KXMi অন্যদিকে একজন হিউমান রাইটার যদি একটু ভালো রিসার্চ করে লিখে সে অনেক ভালো কিছু আউটপুট দিতে পারে AI টুলস গুলা থেকেও।    

সোজা কথা হচ্ছে এখনো AI টুল গুলা হিউমান রাইটার রিপ্লেস এর জন্য তৈরী হয়ে উঠে নাই। তাই আপনাদের যদি ওয়েবসাইট নিয়ে বড় কিছু করতে চান তবে AI কনটেন্ট থেকে দূরে থাকাই ভালো।    

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap