আমাজন এফিলিয়েট মার্কেটিং – রিসার্চ | কন্টেন্ট প্লানিং | লিঙ্ক প্লানিং | বাজেট

যাদের বাজেট কম কিন্তু ভাবছেন একটা নিস সাইট শুরু কবেন, তবে কোন কারনে সফলতা না পেলে পথের ফকির হয়ে যাবেন না এই লেখাটা তাদের জন্য 🙂

১) নিস –

নিস সিলেক্ট করার সময় এমন নিস সিলেক্ট করতে হবে যেখানে আপনি প্রচুর মানি কন্টেন্ট দিতে পারবেন। শুরুতেই কন্টেন্ট আইডিয়ার অভাব হবে এমন নিসে না যাওয়াই ভাল হবে।

২) কিওয়ার্ড –

কিওয়ার্ড সিলেকশনের সময় খুব খুব সতর্ক হতে হবে। লো কম্পিটিশন কিওয়ার্ড টার্গেট করে আমরা কাজ করব। শুরুতে লো কম্পিটিশন কিওয়ার্ডের সার্চ ভলিউম ২০০+ হলেই সেটা টার্গেট করে কন্টেন্ট দেয়া যেতে পারে। চেষ্টা করতে হবে টার্গেট কিওয়ার্ডের রিলেভ্যান্ট কিওয়ার্ড যেগুলার জন্য সেম কন্টেন্টে র‍্যাংক করা যাবে সেগুলাকেও কন্টেন্টে নিয়ে আসতে।

৩) কন্টেন্ট এবং কন্টেন্ট প্লানিং –

আমাদের বাজেটের বড় একটা অংশ চলে যায় কন্টেন্টের খরচ হিসেবে। তাই কন্টেন্ট দেয়ার সময় যদি একটু ট্রিকি হওয়া যায় তাহলে আপনি কম খরচেই বেশি মানি কন্টেন্ট কাভার করতে পারবেন।

★★★ আমরা অনেকেই নিস সাইট কন্টেন্ট বলতেই মনে করি টপ১০ কন্টেন্ট, কিন্তু আপনি যদি এমন নিস নিয়ে কাজ করেন যেখানে সিঙ্গেল প্রোডাক্টের রিভিউ দেয়ার সুযোগ আছে তাহলে আপনি প্রথমে সিঙ্গেল প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারবেন। এতে করে লাভ হল সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ সাধারণত ১০০০-১২০০ শব্দের বেশি হয়ে থাকে না, খরচ প্রতি হাজার শব্দের জন্য ১৫$ হলেও ২০$ মত খরচ করে আপনি মানি কন্টেন্ট দিতে পারবেন। এধরনের প্রোডাক্ট রিভিউয়ের কনভার্শন বেশ ভালোই, ক্ষেত্রবিশেষে টপ প্রোডাক্ট রিভিউ কন্টেন্ট থেকেও ভাল পাওয়া যায়।

★★★ খুবই লো কম্পিটিশন কিওয়ার্ড টার্গেট করে প্রথমে কন্টেন্ট দিতে হবে। কিছু কিওয়ার্ড থাকে যেসবের জন্য টপ ৫ প্রোডাক্ট নিয়ে ১৫০০ -২০০০ শব্দের কন্টেন্ট দিলেই হয়, সেগুলা নিয়ে আগে কন্টেন্ট দিলে আপনার কম খরচেই মানি কন্টেন্ট দেয়া হয়ে যাচ্ছে।

★★★ সিংগেল প্রোডাক্ট + কম শব্দের টপ প্রোডাক্ট রিভিউ যদি ঠিকঠাক দেয়া যায় তাহলে আপনার সাইট এই কন্টেন্ট গুলা র‍্যাংক করলেই ইনকাম করা শুরু করবে ইনশাআল্লাহ। সেই ইনকামের টাকা পুনরায় সাইটের জন্য ইনভেস্ট করে আস্তেধীরে তুলনামূলক কম্পেটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন।

৪) ব্যাক্লিঙ্ক এবং লিংক প্লানিং –

লিংক একটি খরচ সাপেক্ষ ব্যাপার হয়ে দাড়িয়েছে এখন এবং সেটা বাড়তেই আছে। তাই আমাদের চেষ্টা করা উচিত হবে লিংক ছাড়া + কম লিংকে র‍্যাংক করবে এমন সব কিওয়ার্ড নিয়ে কাজ করা।

অনেকেই সুনির্দিষ্ট কন্টেন্ট টার্গেট করে লিংক করে টাকা খরচ করে ফেলি, কিন্তু এখনে একটু ট্রিকি হয়ে কম লিংক করে ভাল রেজাল্ট নিয়ে আসতে হবে।

যেই সেই কিওয়ার্ডের জন্য আপনার লিংক করা উচিত হবে না শুরুতে। কন্টেন্ট পাবলিশ করার পর ন্যাচারালি র‍্যাংক করতে থাকে, যেসব কিওয়ার্ড কোন প্রকার লিংক ছাড়াই র‍্যাংকে টপ ২০তে চলে আসবে সেসব কিওয়ার্ড টার্গেট করেই শুধুমাত্র লিংক করলে তাড়াতাড়ি ভাল রেজাল্ট পাবেন।

একটা নিস সাইটের জন্য প্রতীকী বাজেট এবং খরচ –

বাজেট ১০০০$

খরচের হিসাব –

★ ডোমেইন + হোস্টিং + অন্যান্য খরচ = ১০০$

★ সিঙ্গেল প্রোডাক্ট কন্টেন্ট ১০টা – ১০*২০$ = ২০০$

★ টপ৫ প্রোডাক্ট কন্টেন্ট ১৫টা – ১০*৩০$ = ৩০০$

★ ইনফরমেশন কন্টেন্ট ২০টা – ১৫*১০$ = ১৫০$

★ লিংকের জন্য রিজার্ভ – ২৫০$

এভাবে যদি কাজ করা যায় তাহলে ইনশাআল্লাহ বাজেট কম নিয়েও একটা নিস সাইট শুরু করে সেটা থেকে একটা ভাল ইনকাম(300$/m, বড় স্বপ্ন দেখালাম না😛) জেনারেট করা সম্ভব 😎

পোস্টটি লিখেছেন আরমান ভাই – উনি আমাদের NShamimPRO এর একজন মেম্বার এবং সফল এফিলিয়েট মার্কেটার।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap