২০২০ সালে যেসকল SEO’র ভুল গুলো এড়িয়ে চলবেন।

২০১৯ সালে গুগলের অনেক মেজর আপডেট এর মধ্যে অনেকের ওয়েবসাইট বেশ খারাপ অবস্থা দিয়ে গেছে। ২০২০ সালে আমরা কিছু ভুল এড়িয়ে চলার চেষ্টা করবো। চুলুন জেনে আশা যাক। 

২০২০ সালে যেসকল SEO ভুল গুলা এড়িয়ে চলবেন। 

১) ইউসার অসন্তুষ্ট হলে :
কনটেন্ট অবশ্যই কনটেক্সট অনুযায়ী  হতে হবে। ইউসার যে ইনফরমেশন এর জন্য আসবে ঐটা না পেলে ইউসার অসন্তুষ্ট হবেই স্বাভাবিক। এই কারণে আপনি সমস্যায় পড়তে পারেন।

২) গতানুগতিক SEO টেকনিক :
SEO প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে তাই আপনি যদি গতানুগতিক পদ্ধতিতে পরে থাকেন যেমন কীওয়ার্ড স্তুফিং বা PBN নিয়ে তাহলে সমস্যাতে পড়বেন।  কারণ গুগল এখন আগের থেকেও বেশি স্মার্ট। গুগল ম্যানুপুলেশন বুজে সহজেই। 

৩) নিজেকে আপডেট না রাখা : 
উপরেই বলেছি গুগল প্রতিনিয়ত আপডেট হচ্ছে তার সাথে আপনাকেও আপডেট হতে হবে তা না হলে আপনি SEO ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবেন না। তাই বাস্তবিক ভাবে দেখলে দেখবেন জুলাই কোর আপডেট ও সেপ্টেম্বরে আপডেট গুলায় অনেক কিছুর চেঞ্জ আসছে তার সাথে আপনাকেও পরিবর্তন বা আপডেট হতে হবে। 

৪) সার্চ ফীচার ও স্ট্রাকচার্ড ডাটাকে অবজ্ঞা করা :
২০২০ সালে স্ট্রাকচার্ড ডাটা খুবই গুরুত্বপূর্ণ।  তাই আপনি যখন সার্চ রেজাল্ট এর প্রথম পেজ এ থাকবেন তখন সার্চ রেজাল্ট এ আপনার কীওয়ার্ডটি ফিচার্ড আকারে দেখাবে। 
যেসকল কন্টেন্ট এ  স্ট্রাকচার্ড ডাটা ব্যবহার করা হয় :
Product Review (for product review)
How to (for “how-to” content)
FAQ (for FAQ content)
Address (for company address)
Books (for books)
Events (for events)

৫) কোনভার্শন অপ্টিমাইজ অবজ্ঞা করা :
২০২০ সালে আপনি কোনো ভাবেই আপনার লিডকে অপ্টিমাইজ না করে টিকতে পারবেন না। কারণ আপনি যত কোনভার্শন করতে পারবেন  ততই আপনি লিড বা ট্রাফিক জেনারেট করতে পারবেন। 

৬) ব্র্যান্ডেড এংকর টেক্সট ফোকাস না করা : 
আমরা মিলিয়ন বা হাজার হাজার ব্যাকলিংক করে থাকি সেটা পেজ বা পোস্ট যেকোনো তাই হোক না কেন কিন্তু আপনি যদি অথরিটি চান তাহলে আপনাকে ভালো ভালো রিলেভেন্ট সাইট থেকে আপনার ব্র্যান্ডেড এংকর টেক্সট এ লিংক নিতেই হবে। 

৭) ব্র্যান্ডিং ও ব্র্যান্ড সার্চ এ ফোকাস না করা :
আপনি শুধুই ট্রাফিক আনার জন্য SEO করবেন তাহলে আপনি SEO গেম এ হেরে যাবেন। আপনার ওয়েবসাইটকে ব্র্যান্ড এ পরিণত করতে হবে যদি আপনি চান আপনার ওয়েবসাইট বিশ্বাসযোগ্য ও প্রফিটেবলে হোক তাহলে আপনাকে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে হবে। যখন মানুষ আপনার ওয়েবসাইট নাম দিয়ে গুগল এ সার্চ করবে তখন এটি এমনিতেই টপ এ চলে আসবে। 

৮) মোবাইল ফ্রেন্ডলি না হলে : 
কম বা বেশি ৫০% ট্রাফিক আসে মোবাইল সার্চ থেকে। তাই আপনার ওয়েবসাইট ২০২০ সালে মোবাইল ফ্রেন্ডলি না হলে সমস্যায় পড়তে হবে। 

৯) SEO লক্ষ্য ঠিক না থাকা :
আপনি SEO করছেন কিন্তু আপনার কোনো লক্ষ্য নেই যে আপনার অবস্থান কোথায় থাকবে ১ মাস পর বা কোনো প্ল্যান নাই তাহলে আপনার সব কাজ অসম্পর্ন থেকে যাবে।

১০) সার্চ ইঞ্জিন এর উপর ইউসার/পাঠককে প্রাধান্য না দেয়া :
আপনি যখন কনটেন্ট লিখবেন বা লিখবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন আপনার সত্যিকারের পাঠক/ ইউসার দরকার। কারণ আপনি সেল বাড়াতে হলে টার্গেট ইউসার জরুরি তাই কনটেন্ট হতে হবে ইউসার ফ্রেন্ডলি। 

১১) লোডিং স্পিড অবজ্ঞা করা :  
প্রতিটা পেজ ও পুরা সাইট এর লোডিং স্পিড চেক করা।  ২০২০ সালে এইটাও রাঙ্কিং এ মাইনর হলেও ফ্যাক্টর। 

১২) UI/ UX: 
সাইট ডিসাইন ও সাইট নেভিগেশ ঠিক থাকা যাতে ইউসাররা যেকোনো কিছু সহজেই খুঁজে পায়। 

১৩) অন-পেজ :       
২০২০ সালে অন-পেজ হচ্ছে গুরুত্বপূর্ণ ইস্যু গুলার মধ্যে অন্যতম। সঠিক অন-পেজ আপনার ওয়েবসাইটকে অনেক দূর নিতে পারে। 

১৪) ব্যাকলিংক :
হাবি জাবি সাইট থেকে হাজার হাজার ব্যাকলিংক থেকে ১০ টা রিলেভেন্ট সাইট এ ব্যাকলিংক অনেক ভালো কাজে দিবে। 


 

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

3 thoughts on “২০২০ সালে যেসকল SEO’র ভুল গুলো এড়িয়ে চলবেন।”

  1. Thank you Nipu bhai for your informative and suggestive post. If possible, can you elaborate the point “Search feature and structured data”.

    Reply
  2. অনেক সুন্দর একটি পোস্ট যা অনলাইন মার্কেটারদের জন্য হেল্প হবে

    Reply
  3. ভাই, আমি মোবাইল/সিম অফার পোস্ট নিয়ে কাজ করি। এক্ষেত্রে, আমার সিমের ব্লগের জন্য অন্য সিম ব্লগে গেস্ট পোস্ট করা দুরূহ। আমি কিভাবে সেম নিশে গেস্ট পোস্ট করতে পারি?

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap