যে সকল লিংক বিল্ডিং রেকমেন্ডেড না।

আমরা অনেকে আর্টিকেল পাবলিশ করার পর, চিন্তায় পরে যাই কখন আমার আর্টিকেলটা গুগলে রেঙ্ক করবে ! তারপর আমরা লিঙ্কবিল্ডিং শুরু করে দেই। কিন্তু আমরা অনেকের কথা মতন অনেক আজে বাজে লিংক করে বসি। অনেকে আবার এমন কিসু করতে চায় যেটা আসলে ব্ল্যাক হেট্ মেথডস। জেনে হোক না জেনে হোক নিজের বিপদ নিজেই করে বসি। আসলে আমরা অনেকে নিজেকে অনেক বেশি over smart মনে করে এইসব লিংক বিল্ডিং করতে যাই। কিন্তু এইটা মাথায় রাখবেন গুগল এইসব over smart মানুষদের ধরার জন্য হাজার হাজার employee নিয়োগ দিয়ে রাখসে। আর আপনার যদি অনেক টাকা পয়সা থাকে তাহলে করতে পারেন বা রিসার্চ করতে চাইলেও করতে পারেন ঐটা আলাদা কথা। এখন আসেন আজ আলোচনা করবো যে সকল লিংক বিল্ডিং রেকমেন্ডেড না।

১) TireLink building : TireLink building একটা ব্ল্যাক হেট্ মেথডস। গুগল খুব সহজেই আপনার tire link গুলো ধরতে পারে। এইটা মানি সাইট এর জন্য অনেক বেশি রিস্কি। তাই এইটা না করাই ভালো।

২) PBN : Personal Blog Network এটি হচ্ছে নিজের অনেক গুলো ব্লগ সাইট থেকে নিজেকে লিংক দেয়া। আসলে গুগল সব কিছুর ফুটপ্রিন্ট রাখে তাই আপনি সহজেই ধরা খেয়ে যাবেন। এটিও এখন ব্ল্যাক হেট মেথড।

৩) Article Directory : আর্টিকেল ডিরেক্টরি গুলো থেকে ইচ্ছে মতন আর্টিকেল সাবমিশন করে লিংক আনাটা খুব সহজ এইটা গুগল খুব ভালো ভাবে জানে। গুগল এই লিংককে ব্যাড লিংক হিসেবে গণনা করে থাকে। তাই এই লিংক বিল্ডিং মেথডস এখন ব্ল্যাক হেট্।

৪) Reciprocal Link : Reciprocal Link হচ্ছে give and take মানে আপনি একটা সাইট থেকে লিংক নিবেন আবার আপনার সাইট থেকে ঐ সাইটকে লিংক দিবেন। গুগল খুব সহজেই বুজতে পারে আপনি গুগলকে ম্যানুপুলেট করতে চাচ্ছেন। তাই এই লিংক বিল্ডিং তাও কোনো কাজে আসে না। এটিও ব্ল্যাক হেট্ মেথড।

৫) Buying Link : অনেক ওয়েবসাইট আছে যারা প্রচুর লিংক দিচ্ছে টাকার বিনিময়ে। গুগল ঐসকল সাইট এর লিংক গণায় আনে না। ঐ সাইট পেনাল্টি খেলে আপনি যদি লিংক আনেন তাহলে আপনিও পেনাল্টি খেতে পারেন কারণ হচ্ছে ফুটপ্রিন্ট। গুগল বট দেখে কোন সাইট ঐ সব বাজে লিংক কিনলো ঐ সাইট এরও সমস্যা হয়। কারণ আপনি গুগলকে ম্যানুপুলেট করতে চাচ্ছেন। এই লিংক গুলাও ব্ল্যাক হেট্ মেথডস।

“কথায় আছে সৎ সংগে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ” তাই নিজের মানি সাইটকে নিরাপদ রাখুন খারাপ লিংক থেকে।

Advice: “If you want to manipulate Google then that will really waste of time nothing else.”

বিঃদ্রঃ আপনি যদি যথেষ্ট এক্সপার্ট হন ও রিসার্চ করতে চান বা আপনার যদি অনেক টাকা পয়সা থাকে তাহলে করতে পারেন ঐটা আলাদা কথা।

আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।

সকলেই ভালো থাকুন

সুস্থ থাকুন 🙂

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

3 thoughts on “যে সকল লিংক বিল্ডিং রেকমেন্ডেড না।”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap