ব্যাসিক লিঙ্ক বিল্ডিং |প্রশ্নোত্তর পর্ব ০৩

আমাদের NShamimPRO ফোরামে একজনের প্রশ্ন এবং তার বিপরীতে আমার উত্তর।

লিঙ্ক বিল্ডিং প্রশ্নসমূহ

1। 2019 এই সময়ে ব্যসিক ব্যাকলিংকের গুরুত্ব কত পারসেন্ট?
2। কোন কোন ক্যাটাগরির বেসিক লিংক গুলো সেফ এবং পারফেক্ট?
3। সাইট তৈরির কত দিন পর বেসিক লিংক শুরু করা উচিত?
4। একটি টেক এডসেন্স সাইটের জন্য কতগুলো বেসিক ব্যাকলিংক করা উচিত?
5। এবং কত দিনে করা উচিত?
6। বেসিক ব্যাকলিংক গুলা প্রিমিয়াম ইন্ডেক্সার দিয়া ইনডেক্স করালে কি কোন ক্ষতি আছে?
7। নিরাপদ ও দ্রুত ইন্ডেক্স করানো উপায় কি?
8। বেসিক ব্যাকলিংকের পরিধি কি কি? যেমন প্রফাইল, বুকমার্ক ইত্যাদি। 9 । ব্যাকলিংক কত দিনে Ahrefs ডাটাতে দেখা যায়।

উত্তর

১। ব্যাসিক ব্যাকলিঙ্ক সবসময়ের জন্যেই কাজে লাগে। এঙ্কর টেক্সট ডাইভারসিফিকেশন এর জন্যে ব্যাসিক লিঙ্ক অনেক গুরুত্বপূর্ণ।

২। ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং, প্রোফাইল ক্রিয়েশন সেফ।

৩। ব্যাসিক ব্যাকলিঙ্ক সাথে সাথেই শুরু করা উচিত। ১৫ দিন পর শুরু করলে ভালো।

৪। এটা আসলে নির্ভর করে কম্পিটিশন এর উপর। আপনার টপ কম্পিটিটর যদি ১০০টা ব্যাসিক লিঙ্ক করে, তবে আপনি ১৫০টা করবেন। সিম্পল।

৫। নিয়মিত লিঙ্ক বিল্ডিং চালিয়ে যাওয়া উচিত। ধরুন আপনি প্রথম ১ মাস করলেন। তার পর ২ মাস কোন লিঙ্ক করছেন না। এটা ন্যাচারাল না। নিয়মিত সময় দিবেন লিঙ্ক তৈরিতে।

৬। না ক্ষতি নেই। তবে নেচারালি গুগলের কাছে ইনডেক্স এর ব্যাপারটা ছেড়ে দেয়া উচিত।

৭। ব্যাকলিঙ্ক ইন্ডেক্সেশন এর সবচেয়ে নিরাপদ উপায় হচ্ছে অলরেডি ট্রাফিক আছে এবং ইনডেক্স হচ্ছে এমন পোস্ট থেকে ওই লিঙ্ককে একটা লিঙ্ক দেয়া। এতে করে গুগল বট লিঙ্ক ধরে ধরে গিয়ে নতুন পোস্ট অথবা লিঙ্ক ইনডেক্স করতে পারে।

৮। ২ নম্বর স্টেপে বলা আছে।

৯। ৩/৪ দিনেই ahrefs ডাটাতে দেখা যায়।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap