Amazon API , Sneaky এবং Chain redirect, সাইলো structure, Tyre link-building এবং Crawl budget কি?

আমাদের SEO Mastermind ফেসবুক গ্রুপে একজনের প্রশ্ন ছিল এমনঃ

Amazon API কি???
Sneaky redirection কি???
Chain redirection কি????
সাইলো structure কি???
Tier link-building কি???
Crawl budget কি???
Craiglist কি???

চলুন উত্তরগুলো জেনে নেয়া যাকঃ 

Amazon API : অ্যামাজনের বিভিন্ন তথ্য যেগুলো আপনি আপনার সাইট ব্যবহার করছেন; কিন্তু নিচ্ছেন অ্যামাজনের মাধ্যমে; সেটাই অ্যামাজন এপিআই। ধরুন, আপনি Amazon Image Insert প্লাগিন এর মাধ্যমে অ্যামাজন থেকে ইমেজ নিচ্ছেন। এই ইমেজটা আসলে অ্যামাজনের এর এপিআই ব্যবহার করে আসছে।

Sneaky Redirection: ধরুন আপনার একটা পোস্টে আপনি Wikipedia কে লিঙ্ক দিলেন। কিন্তু কোন কারণে বা ইচ্ছাকৃত লিঙ্কটা Wikipediaতে রিডাইরেক্ট না হয়ে গেলো NShamim.com এ। এটাই Sneaky Redirect। সোজা কথায়, ভিজিটরকে একটা লিঙ্ক দেখাইয়া অন্য লিঙ্কে পাঠানো।

Chain redirection: ধরেন আপনার সাইট একবার http তে রিডাইরেক্ট হলো, সাথে সাথেই আবার httpsতে গেলো, আবার ফাইনালি https://www তে গিয়ে স্থির হলো। এটাই চেইন রিদাইরেকশন।

সাইলো structure: আপনার সাইটের অভারল স্ত্রাকচার। ধরুন আপনার সাইটে একটা পেইজ আছে “Online Education” নিয়ে। এখন ওই পেজের যদি দুটো সাব পেজ থাকে যেমন Online Education Colleges, Online Education Degrees. এখন এই দুইটা পেজ থেকে আপনি মুল Online Education কে ইন্টারনাল লিঙ্ক করবেন তাই তো? এটাই সাইলো স্ত্রাকচার। এটা ব্যবহার করে আপনি আপনার টার্গেট পেজগুলো কে র্যাঙ্ক করতে পারবেন।

Tier link-building: ধরেন আপনার সাইট হচ্ছে nshamim.com/seo-training-bd/. এখন এই Page টা কে লিঙ্ক দিলেন আপনি wikipedia.org/education/ এই পেজ থেকে। আবার wikipedia.org/education/ এই পেজকে আপনি লিঙ্ক দিলেন https://blogger.googleblog.com থেকে। এটাই টিয়াররড লিঙ্ক বিল্ডিং।

Crawl budget: আপনার ওয়েবসাইটটা কেমন পপুলার সেটার উপর বেইজ করে গুগল পার ডে কতগুলো লিঙ্ক (পোস্ট) ইনডেক্স করা উচিত বলে মনে করে এবং করা উচিত; সেটাই ক্রল বাজেট।

craiglist: একটা ক্লাসিফাইড সাইট। বিক্রয় ডট কমের মতো। বিক্রয় ডট কম এ যেমন কেনা বেচা সাইট তেমনি ক্রেইগ লিস্ট দিয়ে আপনি কেনা বেচা করতে পারবেন। এর মাধ্যমে আপনি আপনার স্কিলও বিক্রি করতে পারবেন। 

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap