ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস)

✌️
  • Save
✌️
  • Save
 এই ব্ল্যাক ফ্রাইডেতে কি কি কিনে রাখা উচিত? 
✌️
  • Save
✌️
  • Save

দামে কম থাকায় আমরা অনেক সময় ভুলভাল টুল কিনি যেটা আদৌ তেমন একটা কাজে লাগে না। যেমন গত ব্ল্যাকফ্রাইডেতে আমি Whitesmoke কিনেছিলাম, ভিডিও স্ট্রিম করার একটা টুল কিনেছিলাম, হোস্টিং কিনেছিলাম ২টা – একদিনও ইউজ করা হয় নাই। তাই, ইমেডিয়েটলি বা অন্তত পরবর্তী ৬ মাসের মধ্যে অবশ্যই অবশ্যই ইউজ করবেন – এমনটা হলে কিনতে পারেন।

আমি অলরেডি যা যা কিনেছি (কিছু আছে যেগুলো লাস্ট দিনে কিনবো), সেগুলোর লিস্ট নিচে দিয়ে দিচ্ছিঃ

✌️
  • Save
 ১। ডোমেইন – নেইমচিপ থেকে কিনতে পারেন। ৫.৫৮ ডলার লাগবে যেটা নরমালি ১০ ডলার। এই কোপনটা ইউজ করেনঃ BFCMTLD21

নেইমচিপ লিঙ্কঃ https://www.namecheap.com/

আগামী ৬ মাসের মধ্যে ব্লগ বা ওয়েবসাইট শুরু করার প্লান থাকলে তবেই ডোমেইন কিনে রেখে দিতে পারেন। অন্যথায় নয়। নেইমচিপ থেকে ডোমেইন কিনে পরবর্তিতে ১ বছর হওয়ার আগেই আমি ক্লাউডফ্লেয়ারে ট্রান্সফার করে ফেলি অবশ্য।

✌️
  • Save
 ২। হোস্টিং – আমি ড্রিমহোস্টটা কিনেছি এবার। প্লান হচ্ছে লো-টিয়ার সব হোস্টীং থেকে সব সাইট সরিয়ে ফেলে ড্রিমহোস্টে নিয়ে আসা। নেইমহিরো এবং ড্রিমহোস্ট – এই দুইটার মধ্যে কনফিউজড ছিলাম। পরে Trustpilot এ রিভিউ দেখে ড্রিমহোস্ট নিয়েছি। মজার বিষয় হচ্ছে ওদের অটোমেটিক সাইট মাইগ্রেশন সিস্টেম যেটা ফ্রি। মানে অন্য হোস্টিং থেকে আপনি অটোম্যাটিক্যালি মাইগ্রেট করে নিতে পারবেন সাইটগুলো। আমি যেই প্যাকেজটা কিনেছি – তার একটা স্ক্রিনশটঃ https://go.nshamimpro.com/share/uo4QS6s1ydkRvZv9ZrvX

লিঙ্কঃ https://nshamim.com/dreamhost

ওয়ার্ডপ্রেস হোস্টীং নিবেন ওদের – যদি নেন। ৩ বছরের জন্যে নিয়ে নিলে প্রতি মাসে ৩৩০ টাকার মতো খরচ পড়বে। এক কথায় অসাধারণ! আমি ড্রিমহোস্টের পাশাপাশি Amazon AWS, Siteground এবং Hostinger ইউজ করছি।

✌️
  • Save
 ৩। ক্লাউড স্টোরেজ – পিক্লাউড – যাদের গুগল ড্রাইভের বাইরেও আলাদা করে গুরুত্বপুর্ন ফাইল বা ভিডিও বা ছবি রাখার দরকার হয় তারা পিক্লাউড ট্রাই করতে পারেন। বেশ রিলায়েবল এবং ফাস্ট।

লিঙ্কঃ https://nshamim.com/pcloud

আমি ওয়েবসাইটের ব্যাকআপ রাখার জন্যে পিক্লাউড ইউজ করি। সেইফ এবং সিকিউরড।

✌️
  • Save
 ৪। ভিডিও মেকিং, এডিটিং এবং স্টোরেজ – ওয়েভ ভিডিও। invideo এর সফলতম অল্টারনেটিভ। ষ্টক ভিডিও ফুটেজ কিংবা নিজের ভিডিও নিয়ে ইচ্ছেমত এডিট করা যায়। বেশ প্রফেশনাল।

লিঙ্কঃ https://nshamim.com/WaveVideo

যারা ভিডিও দিয়ে অ্যামাজন বা অন্যান্য এফিলিয়েট প্লাটফর্মে কাজ করছেন এবং লাস্ট অফারে ইনভিডিও কিনতে পারেন নাই – এইটা মাস্ট। এক বছরের জন্যে ফ্রিতে Lumen5 টাও দেখতে পারেনঃ https://nshamim.com/lumen5 (এক বছরের জন্যে ফ্রি)।

✌️
  • Save
 ৫। কিওয়ার্ড র‍্যাঙ্ক ট্রাকার – সার্পওয়াচ – প্রতি মাসে ৪৫০০+ কিওয়ার্ড এর র‍্যাঙ্ক ট্রাক করতে পারবেন। নতুন ওয়েবসাইট বা পুরনো ওয়েবসাইট কেমন করছে, কোন কিওয়ার্ড এর র‍্যাঙ্ক আগালো বা পিছালো – এইসব খুঁটিনাটি বিষয়গুলো ট্রাক করার জন্যে এবং কোন কিওয়ার্ডে বেশী ফোকাস করবেন বা কোনটাতে কম – এইসব ডিসিশন নিতে সার্পওয়াচ বেশ কাজের।

লিঙ্কঃ https://nshamim.com/SerpWatch

আমি Accuranker ইউজ করি যেটা বেশ এক্সপেন্সিভ। সেই হিসেবে সার্পওয়াচ ঢের সস্তা কিন্তু বেশ কাজের।

✌️
  • Save
 ৬। সোশাল মিডিয়া অটোশেয়ারিং এবং AI Writing – অকোয়া – যারা লাস্ট টাইম পাবলার এবং কন্টেন্ট স্টুডিও মিস করেছেন – তাদের জন্যে এইটা চরম একটা সফটওয়ার। ইমেজ বানানো থেকে শুরু করে স্ট্যাটাস লিখা এআই টুল দিয়ে – সব কিছু করতে পারবেন এইটা দিয়ে। ইন্সটাগ্রাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল বিজনেস পেজ এবং হোয়াটসঅ্যাপ অটো শিডিউলের জন্যে অকোয়া বাফার এবং হুটস্যুট অল্টারনেটিভ।

লিঙ্কঃ https://nshamim.com/ocoya

যারা নিজে কন্টেন্ট লিখবেন, এবং অন্য কোন প্লাটফর্মে ইমেজ বা বানাবেন – তারা পোস্টওপ্লান দেখতে পারেনঃ https://nshamim.com/postoplan

✌️
  • Save
 ৭। ক্যানভা অল্টারনেটিভ – গ্লোরিফাই – ইমেজ নিয়ে যারা কাজ করেন এবং ব্লগে/সোশাল মিডিয়ায় বা ভিডিওতে/অনলাইনের যেকোন প্লাটফর্মে যারা ইউনিক ইমেজ ইউজ করতে চান, তাদের জন্যে এইটা বেশ ভালো একটা টুলস।

লিঙ্কঃ https://nshamim.com/glorify

আমি ফ্রি ক্যানভা, ক্রেলো এবং স্টেন্সিল ইউজ করি। আপনাদের যদি ক্রেলো বা স্টেন্সিল না থাকে – তাহলে নির্ধিধায় গ্লোরিফাই নিয়ে নেন।

✌️
  • Save
 ৮। এআই কন্টেন্ট রাইটিং – ওয়ার্ডহিরো – এই টুলটার সুবিধা হচ্ছে, কোয়ালিটি বেশ ভালো এবং ইন্টারফেইস বেশ চমৎকার। নিসেস যারা ইউজ করেছেন, তারা জানেন ইউজার ইন্টারফেস ভালো না হলে কতো সময় নষ্ট হয় – এই টুলটা এইসব দিক থেকে বেশ ফাস্ট এবং ইন্টুইটিভ।

লিঙ্কঃ https://nshamim.com/WordHero

✌️
  • Save
 ৯। প্রিমিয়াম ইমেজ – ডিপোজিটফটোস – নরমালি ১০০টা ইমেজের দাম ১০০ ডলার। তবে ওদের এই ব্ল্যাক ফ্রাইডে দিলে ১০০টা ইমেজ পাচ্ছেন ৩৯ ডলারে। আমি পার্সোনালি অনেক ব্লগ নিয়ে কাজ করি এবং প্রায় সময়ই দেখেই ফ্রি স্টক ফটো সাইটে অনেক ইমেজ পাওয়া যায় না – যেগুলো ঠিকই আমি ডিপোজিটফটোসে পাই।

লিঙ্কঃ https://nshamim.com/Depositphotos

ব্লগার এবং এফিলিয়েট মার্কেটারদের জন্যে ডিপোজিটফটোস হাইলি রিকমেন্ডেড।

✌️
  • Save
 ব্ল্যাক ফ্রাইডের মধ্যে কিনলে মানে ২৮ তারিখের আগে কিনলে উপড়ের লিঙ্কগুলোতে যেই দাম দেখতে পাচ্ছেন, সেগুলোর উপরেও আলাদা করে ১০% ডিস্কাউণ্ট পাবেন।

মানে ডিস্কাউন্টের উপর আবার ডিস্কাউন্ট। 

🙂
  • Save
✌️
  • Save

শেয়ারিং ইজ ক্যেয়ারিং।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap