ব্লগিং নিস – যেখানে আমেরিকানরা সবচেয়ে বেশি টাকা খরচ করে

কি নিস নিয়ে ব্লগিং করবো সেটা নিয়ে দ্বিধায় থাকি আমরা প্রায় সবাই। একদম নতুন যারা ব্লগিং শুরু করবেন তাদের জন্যে একটা নিস বাছাই করা আসলেই অনেক কষ্টকর একটা কাজ। কারণ আসে পাশে হাজার হাজার নিস আইডিয়া ঘুরপাক খায়। অ্যামাজনের অফিশিয়াল সাইট বলেন, কোন ব্লগিং ফোরাম বলেন বা কোন নিউজ পোর্টাল – প্রচুর নিস আইডিয়া ছড়িয়ে ছিটিয়ে আছে। যখন অনেকগুলো অপশন থেকে একটা জিনিস বেছে নিতে বলা হয় – তখনি আমরা ভ্যাবাচ্যাকা খেয়ে যাই। 

এইক্ষেত্রে আমি একটা ছোট সাজেশন দিতে পারি কিছু স্ট্যাটিস্টিক্স এবং ডাটার উপর ভিত্তি করে। 

চলুন আসল নিসগুলোতে যাওয়ার আগে কিছু মজার ডাটা দেখি। 

ডাটা এবং ফ্যাক্টস নিয়ে কাজ করে এমন একটা জনপ্রিয় সাইট হচ্ছে MentalFloss. 

মেন্টালফ্লজ গত কয়েক বছর আগে,  আমেরিকানরা কোথায় কোথায় টাকা খরচ করে এমন একটা স্ট্যাটিস্টিক্স দেখায় তার ঠিক আগের বছরের ডাটার উপর ভিত্তি করে। ঐ তথ্য মোতাবেকঃ 

  • –  আতশবাজি পুড়ানোর জন্যে তারা বছরে ৮০০ মিলিওন ডলার খরচ করে। 
  • – Cheetos, Doritos এবং  Funyuns এর মতো স্ন্যাক্স জাতীয় খাবারের পিছনে বছরে ৪.৮ বিলিয়ন ডলার খরচ করে। 
  • – বরফ কিনতে খরচ করে ৩ বিলিয়ন ডলার। 
  • – পাখি দেখতে খরচ করে ২৬ বিলিয়ন ডলার। 
  • – কুকুরের কামড় থেকে বাঁচতে এবং কামড় খাওয়ার পর সেটার চিকিৎসা নিতে খরচ করে ৫৭০ মিলিওন ডলার। 
  • – চুইংগাম চাবাইতে খরচ করে ২ বিলিয়ন ডলার। 
  • – ফেইক ডিগ্রি কিনতে খরচ করে ১০০ মিলিওন ডলার। 
  • – পিজ্জা খাইতে খরচ করে ৩২ বিলিয়ন ডলার। 
  • – অনলাইনে ডেইট করতে খরচ করে ২ বিলিয়ন ডলার। 
  • – বহু বছর আগে যুদ্ধ হয়েছে এমন জায়গা দেখতে খরচ করে ৪৪২ মিলিওন মার্কিন ডলার। 

উপড়ের অদ্ভুত সব ডাটা থেকে একটা মিল আমরা খুঁজে পাই। সেটা হচ্ছে – শখ বা ইচ্ছের/ভালোলাগার জিনিসগুলোর পিছনে আমেরিকানরা সবচেয়ে বেশি খরচ করে (বাড়ি, গাড়ি এবং ট্যাক্স বাদ দিয়ে)। 

যেহেতু শখ বা হবি জিনিসটা আমেরিকানদের কাছে অনেক দামি এবং আমরা সাধারণত ব্লগিং করার ক্ষেত্রে টার্গেট কান্ট্রি হিসেবে আমেরিকাকেই বেছে নেই – চলুন কিছু কাজের ডাটা দেখে আসি। 

Statista ( স্টেটিস্টা) একটা প্রিমিয়াম ডাটা এনালাইসিস কোম্পানি। ইউএসএ কন্সিউমারদের সার্ভে করে তারা ডিটেইল একটা স্ট্যাটিস্টিকস রেডি করেছে। ঐ  পাবলিশ করা একটা ডাটা মোতাবেক, আমেরিকানরা নিচের এই হবি বা ইন্টারেস্টগুলোতে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড ( % অনুসারে) – 

  • Music – 53% 
  • Food – 51% 
  • Reading/Writing – 43% 
  • Travel – 41%
  • Pets – 39%
  • Video Games – 37%
  • Health & Fitness – 33%
  • Watching Sports – 31%
  • Arts & Crafts – 30%
  • Technology/Computers – 29%
  • Socializing- 27%
  • Gardening – 26%
  • Photography- 20%
  • Playing Sports – 18% 
  • Dancing – 12%

এই হবি লিস্ট থেকে আপনার পছন্দের নিসটি বেছে নিন। আপনি রিসার্চ করতে ভালোবাসেন বা আপনার শখ এর সাথে কিছুটা মিলে যায় এমন নিস পিক করুন।  তারপর কিওয়ার্ড রিসার্চ করে দেখুন কতো বেশি সংখ্যক কিওয়ার্ড পান এবং সেগুলো কতোটা লেস কম্পেটিটিভ। 

তারপর কাজে নেমে পড়ুন। 

হবি নিসে কাজ করার মজা আছে অনেক। এই বাংলাদেশে বসে থেকেই নিজের ক্যামেরা দিয়ে বা মোবাইল ফোন দিয়ে অনেক ইউনিক ইমেজ তুলতে পারবেন। 

আজ এই পর্যন্তই। 

হ্যাপি ব্লগিং এন্ড #BuildYourSkillToday

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap