গুগল অ্যাডসেন্স যারা করছেন; তারা নিশ্চয়ই এই ম্যাসেজটা পেয়েছেন – The California Consumer Privacy Act (CCPA) goes into effect January 1, 2020. Learn how to manage your options for users in California.
এইটা ওই FTC এর মতো একটা অ্যাক্ট যেটাতে আমাদের সাইটগুলো কম্প্যাটিবল কিনা সেটা গুগলকে বলে দিতে হবে।
যদিও এই আইনটা শুধুমাত্র আপনি যদি California, USA থেকে ট্রাফিক পান তবেই প্রযোজ্য, কিন্তু আপনি কিন্তু জানেন না যে অদূর ভবিষ্যতে ওখান থেকে ভিজিটর আসতে পারে কি না। সুতরাং সবারই এইটা ফিক্স করা উচিত।
কিভাবে করবেন?
১। আপনার গুগল অ্যাডসেন্স ড্যাশবোর্ডে ঢুকবেন। উপড়ের ডান কোনায় দেখবেন একটা নোটিফিকেশন আইকন আছে। ওখানে ক্লিক করুন। ওখানে দেখবেন উপড়ে উল্লেখিত অ্যাক্ট এর নিচে Take Action বাটন আছে। ওখানে ক্লিক করুন।
২। নতুন পেজে Restricted data processing নামে একটা বক্স আসবে সেখানে দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে Don’t restrict data processing এবং আরেকটা হচ্ছে Restrict data processing। আমরা Restrict data processing এর রেডিও বাটনে ক্লিক করে পেজটা সেভ করে দিবো।
৩। আপনার প্রাইভেসি পলিসি পেজে, We do not sell personal information এই লাইনটা ম্যানশন করে দিতে পারেন।
এর মানে হচ্ছে, ক্যালিফোর্নিয়াতে বসবাসরত ট্রাফিকদের গুগল অটোম্যাটিক্যালি Restricted অ্যাড শো করবে। অ্যাডসেন্স এর ডিফল্ট ইন্টারেস্ট বেজড অ্যাড অথবা ডেমগ্রাফিক-টার্গেট বেজড অ্যাড ওদেরকে শো করাবে না। জাস্ট কন্টেক্সুয়াল এড শো করাবে।
উল্লেখ্য, আপনি এই অ্যাক্ট শুধুমাত্র ক্যালিফোর্নিয়াবাসির জন্যে প্রযোজ্য হবে, বিশ্বের অন্যান্য দেশের ভিজিটর আপনার নরমাল অ্যাডই দেখবে।
কিপ লার্নিং। 🙂
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
- গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে? - November 6, 2021
ধন্যবাদ