যে ১০ টি ভুল আমরা SEO তে করে থাকি।

আমরা সাধারণত seo করতে প্রায়ই এই ৫ টি ভুল করে থাকি বা আমরা হয়তো এই ভুল গুলাকে গুরুত্বই দেয় না যার কারণে আপনার সাইট ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ডুপ্লিকেট কনটেন্ট পাবলিশিং:

আমরা হয়তো কনটেন্ট কাউকে দিয়া লিখাই বা নিজেই লিখি কিন্তু কনটেন্ট তার ডুপ্লিকেসি চেক করি না। তাই কনটেন্ট লিখলেও না নিজে লিখলে অবশ্যই কনটেন্ট ডুপ্লিকেট কি না তা একবার চেক করে পাবলিশ করবেন। সেক্ষেত্রে আপনি টুলস ব্যবহার করতে পারেন। টুলস গুলা নাম আমি নিচে দিয়ে দিচ্ছি।

টুলস :

Copyscrape (paid)

quetext (paid)

seo small tools (Free)

LSI কীওয়ার্ড ব্যবহার না করা :

কনটেন্ট তো হয়ে গেলো এখন খেয়াল করুন আপনার কনটেন্ট এ কীওয়ার্ড রেশিও ঠিক আছে কি না ? কনটেন্ট এ ঠিক করে LSI কীওয়ার্ড ব্যবহার হইসে কিনা ? LSI হচ্ছে আপনার exact কীওয়ার্ড এর সমগোত্রীয় কীওয়ার্ড বা আপনি এইটাকে suggessted Keyword ও বলতে পারেন। গুগলে আপনার exact কীওয়ার্ড দিয়া সার্চ করলে নিচে suggested keyword দেখায় ঐটাই হচ্ছে LSI কীওয়ার্ড। LSI কীওয়ার্ড এর ক্ষেত্রে আপনি যেসকল টুলস বেবহার করতে পারেন;

টুলস :

Google suggested results/related keyword

Ubersuggest.io

Ahrefs  (paid)

Answerthepublic

ইন্টারনাল লিঙ্কিং না করা :  

ইন্টারলিংক হচ্ছে এক পোস্ট থেকে অন্য পোস্ট ও এক পেজ থেকে অন্য পেজ এ লিংক জুস পাস করার একটি মাধ্যম যার মাধ্যমে আপনার ওয়েবসাইট এর গঠনও মজবুত হয়, ভিসিটর এক পেজ থেকে অন্য পেজ এ যেতে পারে।  এটি অনপেজ SEO তে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিন্মমানের লিংক কেনা বা বিল্ড করা:

লিঙ্কবিল্ডিং করার সময় আমরা যারা নিজেরা লিংক করি তারা অনেকে ফোরাম সাইট গুলো থেকে লিংক করে থাকি বা যে ওয়েবসাইট থেকে লিংক করি বা করে তাদের DA /TA অনেক কম বা স্পামি সাইট এ লিংক করে ফেলি যা কিনা নিজের ওয়েবসাইট এর জন্যই ক্ষতির কারণ হয়ে থাকে।

৫। মোবাইল ইউসার ফ্রেইন্ডলী না করা :

পৃথিবীতে এখন বেশিরভাগ মানুষ এর হাতে স্মার্ট ফোন। এখন মানুষ কিছু সার্চ করতে হলে ল্যাপটপ বা ডেস্কটপ এ বসতে হয় না।  তাই গুগল ও এখন মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটকে বেশি prefer করে। তাই আমাদের মাথায় রাখতে হবে আমাদের ওয়েবসাইটকে মোবাইল ইউসার ফ্রেন্ডলি করতে হবে।

৬। পেজ লোডিং স্পিড :

পেজ লোডিং স্পিড টেস্টটা SEO তে অনেক গুরুত্বপূর্ণ। আপনার ওয়েবসাইট যদি লোডিং স্পিড কম থাকে তাহলে আপনার ট্রাফিক ওয়েবসাইট থেকে চলে যাবে অর্থাৎ আপনার বাউন্স রেট বেড়ে যাবে। যা SEO জন্য ভালো নয়।

৭। কনটেন্ট এ কীওয়ার্ড বেশি দেয়া :

আমরা অনেক ক্ষেত্রে আমাদের আর্টিকেল এ কীওয়ার্ড বেশি করে স্তুফিং করে থাকি যা আপনার কন্টেন্ট SEO জন্য ভালো নয় তাই কনটেন্ট এ কীওয়ার্ড রেশিও হচ্ছে ১.৫% রাখা।

৮। ভুল কীওয়ার্ড টার্গেট করা :

অনেক ক্ষেত্রে আমরা ইচ্ছে মতন LSI কীওয়ার্ড ব্যবহার করে থাকি তাই অনেক সময় কীওয়ার্ড কনটেন্ট এ চলে আসে যা কিনা কনটেন্ট এর বিষয় বস্তুর সাথে যায় না। ফলে এই ভুল কীওয়ার্ড গুলো আপনার কনটেন্ট এর উপর প্রভাব ফেলে দেয়।

৯।পারফর্মেন্স ট্র্যাক না করা :

আপনার কীওয়ার্ড গুলো কেমন পসিশন এ আছে কি করা উচিত এইসব ট্র্যাক না করলে ভবিৎষত পরিকল্পনা আপনি করতে পারবেন না তাই পারফরমেন্স ট্র্যাক করতে হবে।

১০। থিন কনটেন্ট :

আপনার কনটেন্ট অবশ্যই কম্পেটিটর থেকে বেশি হতে হবে আর অবশ্যই রেলিভেন্সি হতে হবে। যাতে আপনার টাইটেল পরে বিষয়বস্তু বুজতে পারে। রেলিভেন্সি অভাব ও শব্দ কম হলে ঐটা থিন কনটেন্ট হিসেবে গণনা করা হয়ে থাকে।

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

1 thought on “যে ১০ টি ভুল আমরা SEO তে করে থাকি।”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap