কন্টেন্ট মার্কেটিং স্ট্রাটেজি: ২০২৪ এ কী পরিবর্তন হতে পারে?

আগামী বছর কনটেন্ট মার্কেটিং স্ট্রেটেজি কেমন পরিবর্তিত হবে তা সম্পর্কে নির্দিষ্ট পূর্বাভাস করা কঠিন, তবে, কিছু সাধারণ বিষয় এর পরিবর্তন থেকে বুঝা যায়  সামনে কি কি বিষয় গুলা মাথায় রেখে কনটেন্ট মার্কেটিং করতে হবে ? বা পরিবর্তিত মার্কেটিং স্ট্রাটাজি কেমন হবে ?

১) ভিডিও কনটেন্ট ব্যবহারের গুরুত্ব বাড়বে: ভিডিও কনটেন্টটি সাম্প্রতিক বছরে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই প্রবণতা আগামী বছরেও থাকবে। 2024 তে আমরা আরও বেশি ভিডিও কনটেন্ট দেখতে পাব, যেমন ইন্টারঅ্যাক্টিভ ভিডিও বা 360-ডিগ্রি ভিডিও।

২) ভিজুয়াল কনটেন্টের আরও বেশি ফোকাস: ইনফোগ্রাফিক এবং ছবি ইত্যাদি ভিজুয়াল কনটেন্ট জনপ্রিয় মাধ্যম ভিসিটরের মনোযোগ আকর্ষণ করার জন্য। 2024 তে আমরা আরও বেশি ভিজুয়াল কনটেন্ট দেখতে পাব, যা স্টোরি/রিল গুলাতে তৈরি করে ব্যবহৃত হবে।

৩) ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর বৃদ্ধি: ইনফ্লুয়েন্সার মার্কেটিং কনটেন্ট মার্কেটিং স্ট্রেটেজির একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট হয়ে উঠেছে। 2024 তে আমরা আরও বেশি ইনফ্লুয়েন্সার সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান এর সম্পর্ক দেখতে পাব। 

৪) কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার: কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা কনটেন্ট মার্কেটিং 2024 তে আমরা আরও বেশি  দেখতে পাব যা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে কনটেন্ট তৈরি এবং মার্কেটিং করবে। এই প্রযুক্তিগুলি মার্কেটারদের সাহায্য করতে পারে বাল্ক অটোমেটেড কনটেন্ট তৈরিতে ও  ভিডিও কনটেন্ট এর টেম্পলেট তৈরিতে।      

৫) ভয়েস সার্চ ব্যবহারের বৃদ্ধি: সিরি এবং আলেক্সা এর মতো ভয়েস অ্যাসিস্ট্যান্স জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, যার ফলে ভয়েস সার্চ আরও বৃদ্ধি পাচ্ছে। ২০২৪ সালে, আমরা আশা করতে কনটেন্ট মার্কেটাররা তাদের কন্টেন্টকে ভয়েস সার্চের জন্য অপটিমাইজ করবে।

৭) ইন্টারেক্টিভ কনটেন্ট: কুইজ, জনপ্রিয় পোল ও জরিপ সহ ইন্টারেক্টিভ কনটেন্ট পাবলিশ করা যাতে ভিসিটরদের সাথে কনটেন্ট এর একটি সংযোগ করা যায় ও ভিসিটর / পাঠকদের রিঅ্যাকশন পাওয়া যায়। ২০২৪ সালে, আমরা আশা করতে পারি আরও ব্র্যান্ড কনটেন্ট মার্কেটাররা ইন্টারেক্টিভ কনটেন্টকে  তাদের কনটেন্ট মার্কেটিং স্ট্রাটেজিতে সংযোজন করবেন।

৮) লোকাল এসইও: যেহেতু অনেকেই এখন সার্চ ইঞ্জিন ব্যবহার করেছেন লোকাল বিসনেস গুলা খোঁজার জন্য, তাই এখন লোকাল বিসনেস এর জন্য লোকাল এসইও করাটাও গুরুত্বপূর্ণ। ২০২৪ সালে, আমরা আশা করতে পারি কনটেন্ট মার্কেটাররা তাদের কনটেন্টকে লোকাল সার্চ কুয়েরী জন্য অপটিমাইজ করবেন যাতে লোকাল সার্চাররা যাতে সার্চ ইঞ্জিন ব্যবহার করে তার কুয়েরী অনুযায়ী কনটেন্ট পেতে পারে।  

৯) ডেটা গোপনীয়তায় আরও জোর দেওয়া: ডেটা গোপনীয়তার সম্পর্কে সংশয় বেড়েছে, অতএব ভিসিটরদের ব্যক্তিগত তথ্য দেয়ার ক্ষেত্রে বেশি সতর্ক হচ্ছেন। ২০২৪ সালে, আমরা আশা করতে পারি কনটেন্ট মার্কেটাররা ডেটা গোপনীয়তা বজায় রাখবে যাতে করে পাঠকদের/ভিসিটরদের ডাটা সুরক্ষিত থাকে।  

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap