অনেক সময় দেখা যায় এমন কিছু টপিক/নিশ/ কীওয়ার্ড পাওয়া যায় যেটা নিয়ে খুব বেশি ইনফরমেশন থাকে না বা লিখার তেমন কিছু থাকে না। অথচ আমরা জানি গুগল একদম ছোট কনটেন্ট গুলাকে থিন কনটেন্ট ধরে ও এর জন্য একটা পেনাল্টিও আছে।
তাহলে এমন কীওয়ার্ড নিয়ে কি করবো ? আমার কি আগানো উচিত ? বা কিভাবে কনটেন্ট সাজাবো ?
আচ্ছা আসল কথাতে আসি, এমন কীওয়ার্ড নিয়ে অবশ্যই আগাবেন। তবে এই ক্ষেত্রে আপনাকে স্কিল ইনফো কাভার করতে হবে।
কনটেন্ট যেভাবে সাজাবেন ?
ইনফরমেশন : কোনো ইনফরমেশন গ্যাপ রাখবেন না যেহেতু পোস্টটা ছোট। যত টুকু পারেন ততটুকু ইনফো কনটেন্ট এ দেন।
ইনফো-গ্রাফিক: এমন কনটেন্ট এ অবশ্যই ইনফো-গ্রাফিক অ্যাড করুন কারণ ভিসিটর ভিজ্যুয়াল কনটেন্ট এ এনগেজমেন্ট ভালো পাবেন।
ইমেজ : আপনার কনটেন্ট ছোট হলেও আপনি ছোট ছোট পেরা করে করে কনটেন্টটা লিখুন প্রতিটা পেরাতে একটা করে রিলেভেন্ট ইমেজ ব্যবহার করুন।
ভিডিও : প্রাসঙ্গিক কোনো ইউটিউব ভিডিও থাকলে কনটেন্ট এ এম্বেড করুন। কিন্তু ভিডিও তা নেয়ার আগে চেক করে নিন ঐটায় কোনো এফিলিয়েট লিংক আছে কিনা ? থাকলে ঐ ভিডিও এম্বেড করা থেকে বিরত থাকুন।
কনটেন্ট ডেমো: https://www.wikihow.com/Disable-AdBlock/ (এই কনটেন্টটি দেখুন)
আশাকরি আমার এই ছোট পোস্ট থেকে ব্লগিং যারা করেন তারা উপকৃত হবেন।
বিঃদ্রঃ ইমেজ ও ইনফো-গ্রাফিক এর জন্য Crello; Stencil; PicMonkey অথবা Canva PRO ব্যবহার করতে পারেন।
- কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে। - May 29, 2023
- ইনফরম্যাশনাল ও বায়িং কীওয়ার্ড কত রকমভাবে খুঁজতে পারেন ? - May 28, 2023
- ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ? - May 27, 2023