কিভাবে ডোমেইন হোস্টিং কিনবেন ?

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভালো আছেন, আজকে আমি আপনাদের সামনে গল্পে গল্পে কিভাবে আপনি ডোমেইন হোস্টিং কিনবেন? সে সম্পরকে আলোচনা করবো।

বন্ধুরা গত পর্বগুলোতে আমরা জেনেছিঃ

এসইও কি?
• এসইও কেন করবেন?
• কিভাবে গুগল তার সার্চ রেজাল্ট দেখায় ?
রাঙ্কিং ফ্যাক্টর কি?
• অ্যালগোরিদম কি?
এসইও কত প্রকার ও কি কি?
• ব্ল্যাক হ্যাট এসইওকি?
• হোয়াইট হ্যাট এসইওকি?
• গ্রে হ্যাট এসইওকি?
অন পেজ এসইও কি?
• অফ পেজ এসইও কি ?
• কিওয়ার্ড রিসার্চ কি, কিভাবে গুগল কিওয়ার্ড প্লানার ইউস করে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন
• সেমরাস দিয়ে কিভাবে ইউস করে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন
• সেমরাস দিয়ে কিভাবে নিশ সাইট এর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন?

তো যাওয়া যাক আমাদের আজকের পর্বে।

করিম তারপরের দিন গেল আইটি এক্সপার্ট ভাই এর কাছে ডোমেইন হোস্টিং কিনবেন তা নিয়ে জানবার জন্য ।

করিমঃ ভাই ভাল আছেন?

আইটি এক্সপার্টঃ জি ভাল আছি, আপনি ভাল আছেন তো?

করিমঃ ভাই কালকে আপনার দেখানো পথে আমি কিওয়ার্ড রিসার্চ করেছি ও একটা কিওয়ার্ড বাছাই করেছি । এখন আমি কি করবো ভাই।

আইটি এক্সপার্টঃ ভাই আপনি যেকোন ডোমেইন সেলার ওয়েবসাইট থেকে ডোমেইন কিনতে পারবেন ।

করিমঃ ভাই ডোমেইন সেলার এর কিছু নাম যদি বলতেন?

আইটি এক্সপার্টঃ নেমচিপ(https://www.namecheap.com/), নেমসিলো( https://www.namesilo.com/), ওয়ান ডট কম(https://www.1and1.com) ইত্যাদি ডোমেইন সেলার আছে ।

করিম : কেন ভাই আমি তো শুনেছি ফ্রীতে পাওয়া যায় যেমন : Blogger, Wix ইত্যাদি
আইটি এক্সপার্ট : হা ভাই, ঠিক কিন্তু ফ্রীতে আপনি গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে রাঙ্ক করাতে কষ্ট হবে কারণ গুগল ফ্রী সাইট গুলা ভালো রাঙ্ক দেয় না। আর আপনি যেহেতু গুগলের সাথে ব্যবসা করবেন সেহেতু ডোমেইন হোস্টিং কিনে করাই ভালো।
করিম : আচ্ছা ভাই ডোমেইন হোস্টিং কিনতে আমার কেমন টাকা লাগবে ? বা কিভাবে আমি কিনতে পারি ?
আইটি এক্সপার্ট : ডোমেইন হোস্টিং এর জন্য আপনাকে ডলার খরচ করতে হবে।
করিম : ভাই আমার তো ডলার নাই তাহলে কি আমি ডোমেইন হোস্টিং কিনতে পারবো না ?
আইটি এক্সপার্ট : কেন কিনতে পারবেন না ? অবশ্যই কিনতে পারবেন। আমাদের দেশে অনেক হোস্টিং প্রোভাইডার আছে তাদের কাছে থেকেও কিনতে পারবেন। বা বিকল্প একটা পথও আছে।
করিম : বিকল্প পথটা কি ভাই ?
আইটি এক্সপার্ট : আপনি একুয়া মাস্টার কার্ডের নাম শুনেছেন ? বা স্বাধীন মাস্টারকার্ড এর ?
করিম : না ভাই তবে এইগুলা কি করে পাবো ? আর এইগুলা দিয়ে কি আমি ডোমেইন হোস্টিং কিনতে পারবো ?
আইটি এক্সপার্ট : হা পারবেন। আপনি EBL ব্যাংকে একুয়া মাস্টারকার্ড করতে পারবেন এইতা ডুয়েল কারেন্সী কার্ড সহজেই আপনি টাকাকে ডলার এ রূপান্তর করে যে কোনো কিসুই ক্রয় করতে পারবেন। আর স্বাধীন কার্ড অবশ্য মার্কেটপ্লেস এর একাউন্ট দরকার হয়। এইটা দিয়েও আপনি যেকোনো কিসু ক্রয় করতে পারবেন। তবে আমি আপনাকে একুয়াটাই নিতে বলবো।
করিম : আর ভাই আমি যদি দেশীয় কোনো প্রোভাইডার এর কাছে থেকে নিয়ে থাকি ?
আইটি এক্সপার্ট : নিতে পারেন সেক্ষেত্রে আপনি এক্সন হোস্ট, আলহোস্ট বিডি, আইটি নাট বিডি। এছাড়াও অনেক প্রোভাইডার আছে। তবে আমার রেকমেন্ডেশন হচ্ছে দেশের বাহির থেকে নেয়া।
করিম : আচ্ছা হোস্টিং কিনার সময় কি কি দেখে নিতে হবে ? বা বুজবো কি করে তারা ভালো ?
আইটি এক্সপার্ট : হা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন।
প্রথমত আপনি হোস্টিং প্যাকেজ সম্পর্কে বিওস্তারিত জানুন ভালো হোস্টিং কোম্পানি খুঁজে পাবেন।
হোস্টিং কোম্পানির রিভিউ ও কন্ডিশন ভালো করে পড়ুন।
ব্যান্ড উইথ, ডিস্ক, স্পেস ও সার্ভার পারফরমেন্স ভালো করে চেক করুন।
ইউসার কন্ট্রোল প্যানেল, ব্যাকআপ, আপটাইম সম্পর্কে জেনে নিন।
কাস্টমার সাপোর্ট কেমন যাচাই করে নিন।
সর্বাধিক নিরাপত্তা ও সিকিউরিটি ইস্যু গুলো সম্পর্কে জানুন।
আশা করি এইগুলো মাথায় রাখলেই ভালো মানের হোস্টিং কোম্পানি খুঁজে পাবেন ও কিনতে সহায়ক হবে।

করিমঃ ভাই কিভাবে ডোমেইন কিনব?

আইটি এক্সপার্টঃ আচ্ছা ভালো কথা ডোমেইন কিনবেন কিন্তু আপনি নাম সিলেক্ট করেছেন ? 

করিমঃ না তো ভাই। তাহলে কিভাবে নাম সিলেক্ট করবো ?

আইটি এক্সপার্টঃ আপনি অবশ্যই যেই নিশ নিয়ে কাজ করবেন ঐটার নাম এর সাথে পরে বা পূর্বে suffix অথবা prefix অ্যাড করে নিবেন। 

করিমঃ একটা উদাহরণ দিলে ভালো হতো ভাই।

আইটি এক্সপার্টঃ ধরেন আপনার নিশ হচ্ছে এডুকেশন এখন আপনি অবশ্যই Online education বা online edu বা educare help নিতে পারেন। আপনি এডুকেশন এর আসে পাশে কিছু যোগ করে একটি নাম সিলেক্ট করবেন। ও হে আরো একটা বিষয় ডোমেইন নামটা যাতে এভেইল্যাবল থাকে। মানে কেউ যাতে এইটার মালিকানায় না থাকে। 

করিমঃ বুঝেছি ভাই। কিন্তু নাম ঠিক করলেও কিনার প্রসেসটা কি ?

আইটি এক্সপার্টঃ প্রথমে আপনাকে যেই ডোমেইন সেলার থেকে ডোমেইন কিনতে চান সেই ডোমেইন সেলার এর ওয়েবসাইটে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে ।

তারপর সেই অ্যাকাউন্টে আপনাকে ডলার অ্যাড করতে হবে ।

তারপর আপনি আপনার ডোমেইন নামকে নিচের এর ছবি এর মতন করে সার্চ করুন।

domain selection bangla
  • Save

যদি আপনার ডোমেইন এর নাম হয় করিম শপ আপনি ছবি এর বক্স এর জাইগায় সার্চ করুন যদি কেউ ডোমেইনটা না কিনে থাকে তাহলে নিচের এর ছবি এর মতন দেখাবে। আর কিনে থাকলে কেউ তাহলে আপনাকে দেখাবে মেক অফার বা প্রিমিয়াম ডোমেইন দেখাবে।

করিমঃ ভাই কিনব কিভাবে ডোমেইন?

আইটি এক্সপার্টঃ নিচের ছবি টি আগে লক্ষ্য করি ।

domain buying guide bengali
  • Save

দেখবেন যে ডোমেইন টা আপনি কিনতে চান তার ডানের দেখানো বক্সে ক্লিক করবেন তারপর দেখবেন সর্বশেষ বক্স টা আসবে । তারপর দেখানো সর্বশেষ বক্সে ক্লিক করবেন ।

করিমঃ ভাই তারপর কি করবো?

আইটি এক্সপার্টঃনিচের ছবি টি আগে লক্ষ্য করি ।

payment of domain bangla
  • Save

১ নাম্বার প্লেস থেকে আপনি কত বছর এর জন্য কিনতে চান বলে দিতে পারবেন ।
২ নাম্বার প্লেস থেকে আপনি হুইস গার্ড অন করতে পারবেন।
৩ নাম্বার প্লেস হচ্ছে ক্লিক করলে প্রিমিয়াম ডোমেইন দেখাবে।
৪ নাম্বার প্লেস হচ্ছে আপনার যদি কুপন থাকে তাই দিয়ে ছাড় পাবার কোড দিবার জাইগা।
৫ নাম্বার প্লেস হচ্ছে আপনি যে ক্লিক করলেন তার টোটাল দামের জাইগাটাতে দেখতে পারবেন ।
তারপর কনফার্ম করলে আপনি আপনার কাঙ্ক্ষিত ডোমেইন কিনা হয়ে যাবে ।

করিমঃ ভাই আমি ডোমেইন কিনলাম কিন্তু কিভাবে হোস্টিং কিনব বললেন না ভাই?
আইটি এক্সপার্টঃ প্রথমে আপনি আমার দেখানো ছবিতে ক্লিক করবেন ।

domain from namecheap bangla
  • Save

তারপর দেখানো জায়গা থেকে আপনাকে ক্লিক করতে হবে।

তারপর আপনার প্যাকেজ অনুজাই আপনার ডলার সেম অ্যাকাউন্ট থেকে কেটে নিবে ।

buy hosting guide bangla
  • Save

এই ভাবে আপনি আপনার ডোমেইন ও হোস্টিং কিনতে পারবেন ।

করিমঃ নেমচিপের বাইরে আর কোন ভালো হোস্টিং কোম্পানি আছে?

আইটি এক্সপার্টঃ হা আছে তো। আপনি WebHostingHub অথবা Hostgator থেকে হোস্টিং কিনে নিতে পারেন। কি বুঝতে পারছেন কিভাবে ডোমেইন ও হোস্টিং কিনেছি?

করিমঃ জি ভাই, ভাই আজকে তাহলে আসি ।কালকে আবার দেখা হবে । আল্লাহ হাফেজ।

আইটি এক্সপার্টঃ আল্লাহ হাফেজ ।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

7 thoughts on “কিভাবে ডোমেইন হোস্টিং কিনবেন ?”

  1. ব্লগটি অনেক ভাল লিখেছেন শামীম ভাই। হোস্টিং ডোমেইন কেনার আগে অবশ্যই ভেবেচিন্তে কিনতে হবে।

    Reply
  2. আর্টিকেল টা খুব সুন্দর হয়েছে।

    ওয়েবসাইট করানোর আগেই হোস্টিং নিয়ে ভালো ভাবে চিন্তা করে নেয়া উচিক। লোকাল কোম্পানী গুলোর থেকে হোস্টিং নেয়ার অভিজ্ঞতা ভালো না।

    Reply
  3. অনেক সুন্দর পোস্ট। অনেক ভালো লাগলো পড়ে। কিন্তু আমি softnexthost.com থেকে একটি ডোমেইন হোস্টিং প্যাক কিনেছি। মাত্র ১৩৯০ টাকায় তারা ডোমেইন+ ১জিবি হোস্টিং দিচ্ছে।

    Reply
  4. ভাই বিশ্বাস আইটি নামক একটি লোকাল হোষ্টিং সাইট থেকে sunstalks.xyz নামক একটা ডোমেইন কিনেছি,যেটা ব্লগার এ সংযুক্ত করেছি। একদম নতুন সাইট এবং একটি মাত্র পোষ্ট করেছি।
    এখন মুল সমস্যা হচ্ছে আমি আমার সাইটের লিংক কোন ভাবেই ফেসবুক শেয়ার করতে পারছি না। আমার পেজের ওয়েবসাইট হিসেবেও এড করতে পারছি না।

    আমি হেল্প সেন্টারে ম্যাসেজ/ রিকোয়েস্ট পাঠিয়েছি। কিন্তু ফেসবুক কোন রিপ্লাই দিচ্ছে না। এখন আমি কি করবো?

    Reply
  5. ধন্যবাদ, অনেক ভালো হয়েছে ভাইয়া। ভাইয়া আমি যদি ডট কম ডোমেইন কিনে ব্লগস্পটে হোস্ট করি তবে কি কোন সমস্যা হতে পারে? সেই সাইট দিয়ে কি এ্যাডসেন্স পাওয়া যাবে?

    Reply
  6. খুবই সুন্দর লেখনি বুঝতে সহজ হয়েছে (ধন্যবাদ)

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap