আমাদের যাদের ব্লগ আছে, প্রায় সবাই লিঙ্ক নিয়ে কাজ করি। কেউ ন্যাচারাল লিঙ্কের জন্যে বসে থাকি বা কেউ প্রসেসটা ফাস্টার করার জন্যে লিঙ্ক কিনি। এই প্রসেসটার সাথে কম বেশি সবাই পরিচিত।

এবং এই লিঙ্ক নেয়ার সময় আমরা অনেক কিছু দেখি। যেমন DA/PA, স্প্যাম স্কোর আর আর ঐ সাইটের ওভারঅল ট্রাফিক। রাইট? কিন্তু এই ২০২১ সালে এসে এইটাই কি পারফেক্ট ওয়ে?

আজকে CatLifeToday সাইটটাকে রিসার্চ করতে গিয়ে অনেক ইন্টারেস্টিং ডাটা পেয়েছি। তার মধ্যে অন্যতম এইটা – (নিচের স্ক্রিনশট) ঃ

যে সাইট থেকে লিঙ্ক কিনেছে (আমি সিউর কিনেছে, কারণ প্যাটার্ন দেখলেই বুঝা যায়) – ঐ পেজ থেকে আরো অনেক পাবলিক লিঙ্ক কিনেছে।

আমাদের মতো সাধারণ মানুষের পক্ষেই এই প্যাটার্নটা ধরা সহজ, আর গুগল তো এইটা নিয়ে স্পেশালি কাজ করছে। সুতরাং – মিলিওন মিলিওন ট্রাফিক দেখেই কেউ কিনিসনে লিঙ্ক – আড়ালে তার পেনাল্টি হাসে

কি শিখলাম এই রিসার্চ থেকে?
লিঙ্ক কেনার আগে, ঐ পেজ থেকে আদৌ অন্য কোন লিঙ্ক সেল করা হয়েছে কিনা ম্যানুয়ালি চেক করে নিবেন। দরকার হলে সেলারকে টাকা বাড়িয়ে দিয়ে বলেন ভাই – আর লিঙ্ক সেল করিস না এই পেজ থেকে।

এই ধরনের পেজ থেকে লিঙ্ক কেনার চেয়ে বা একুইয়ার করার চেয়ে লিঙ্ক না নেয়াই ভালো।
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
- গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে? - November 6, 2021