ওয়েবসাইটের ট্রাফিক অনেক বেশি হলেই কি সেখান থেকে ব্যাকলিঙ্ক নেয়া যাবে?

আমাদের যাদের ব্লগ আছে, প্রায় সবাই লিঙ্ক নিয়ে কাজ করি। কেউ ন্যাচারাল লিঙ্কের জন্যে বসে থাকি বা কেউ প্রসেসটা ফাস্টার করার জন্যে লিঙ্ক কিনি। এই প্রসেসটার সাথে কম বেশি সবাই পরিচিত।

🙂
  • Save

এবং এই লিঙ্ক নেয়ার সময় আমরা অনেক কিছু দেখি। যেমন DA/PA, স্প্যাম স্কোর আর আর ঐ সাইটের ওভারঅল ট্রাফিক। রাইট? কিন্তু এই ২০২১ সালে এসে এইটাই কি পারফেক্ট ওয়ে?

  • Save

আজকে CatLifeToday সাইটটাকে রিসার্চ করতে গিয়ে অনেক ইন্টারেস্টিং ডাটা পেয়েছি। তার মধ্যে অন্যতম এইটা – (নিচের স্ক্রিনশট) ঃ

  • Save

যে সাইট থেকে লিঙ্ক কিনেছে (আমি সিউর কিনেছে, কারণ প্যাটার্ন দেখলেই বুঝা যায়) – ঐ পেজ থেকে আরো অনেক পাবলিক লিঙ্ক কিনেছে।

🙂
  • Save
গুগল এইসব পেজ দেখলেই বুঝতে পারে এইগুলো ন্যাচারাল এক্সটারনাল লিঙ্ক না।

আমাদের মতো সাধারণ মানুষের পক্ষেই এই প্যাটার্নটা ধরা সহজ, আর গুগল তো এইটা নিয়ে স্পেশালি কাজ করছে। সুতরাং – মিলিওন মিলিওন ট্রাফিক দেখেই কেউ কিনিসনে লিঙ্ক – আড়ালে তার পেনাল্টি হাসে

😉
  • Save

কি শিখলাম এই রিসার্চ থেকে?

লিঙ্ক কেনার আগে, ঐ পেজ থেকে আদৌ অন্য কোন লিঙ্ক সেল করা হয়েছে কিনা ম্যানুয়ালি চেক করে নিবেন। দরকার হলে সেলারকে টাকা বাড়িয়ে দিয়ে বলেন ভাই – আর লিঙ্ক সেল করিস না এই পেজ থেকে।

😕
  • Save

এই ধরনের পেজ থেকে লিঙ্ক কেনার চেয়ে বা একুইয়ার করার চেয়ে লিঙ্ক না নেয়াই ভালো।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap